তদন্তের মুখে নামীদামি ১৩৬ প্রতিষ্ঠান

ফারুক মেহেদী, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯: ১৫
Thumbnail image

ভ্যাট ফাঁকির সন্দেহে এবার অনুসন্ধানের মুখে দেশি-বিদেশি ১৩৬টি নামীদামি প্রতিষ্ঠান। এ তালিকায় এভারকেয়ার, স্কয়ার, ইউনাইটেডসহ ৩৬ হাসপাতাল; বিমান, এমিরেটস, কাতার, টার্কিশ, ড্রাগন, সৌদি, সিঙ্গাপুর এয়ারসহ ২৫টি দেশি-বিদেশি এয়ারলাইনস কোম্পানির নাম রয়েছে। পাশাপাশি মীর, আকিজ, গ্রেটওয়াল, ফুওয়াংসহ ১৮টি সিরামিক কোম্পানি; মেট্রোনেট, আমরা নেটওয়ার্কসহ ১৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, ওয়ালমার্টসহ কয়েকটি বিশ্বখ্যাত পোশাক ক্রেতা প্রতিষ্ঠান, ডিএইচএলসহ কয়েকটি বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিসকেও রাখা হয়েছে ভ্যাট ফাঁকির সন্দেহের তালিকায়।

এসব প্রতিষ্ঠান ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ভ্যাট ফাঁকি দিয়েছে কি না, তা তদন্ত করে খুঁজে বের করতে ১০টি তদন্ত দলের ৬৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা প্রতিটি প্রতিষ্ঠানের বিগত ২-৫ বছরের যাবতীয় তথ্য যাচাই-বাছাই করবেন। আর অনুসন্ধান কার্যক্রম চলতে পারে ১-৬ মাস পর্যন্ত। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ভ্যাট ফাঁকির সন্দেহে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পুরো তদন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। সংস্থাটি জানায়, সন্দেহের তালিকায় থাকলেও তদন্ত শেষে অবশ্যই তাদের কমবেশি সবারই কোনো না কোনো ভ্যাট ফাঁকি পাওয়া যায়।

এ ব্যাপারে ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এসব প্রতিষ্ঠানের যাবতীয় ক্রয়-বিক্রয়, লেনদেনের তথ্য যাচাই করার জন্য ৯টি টিমের ৬৪ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। অনেককে নোটিশ দিয়ে নথিপত্র তলব করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই ১৩৬টি প্রতিষ্ঠানের বাইরে সরকারি-বেসরকারি এ রকম আরও প্রায় ১৩৫টির মতো প্রতিষ্ঠানের তালিকা করেছি। ওই সব প্রতিষ্ঠানেও অভিযান শুরু হবে।’

তালিকা থেকে জানা যায়, প্রথম টিমে ৫ জন কর্মকর্তা ভ্যাট ফাঁকির অনুসন্ধানে যোগ দিয়েছেন। তাঁরা তদন্ত করছেন এভারকেয়ার, স্কয়ার, ইউনাইটেড, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত এয়ারওয়েজ, তার্কিশ এয়ারলাইনস, মালদ্বীপ এয়ারগ্যালাক্সি, ইন্ডিগো অ্যাভিয়েশন, স্কয়ার ইনফরমেটিকস, প্যাসিফিক বিডি টেল, এটিআই সিরামিকস, বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস, পোর্টলিংক লজিস্টিকস, আশমারা বিডি ও ফামগাম লিমিটেডসহ ১৫ প্রতিষ্ঠানের তথ্য।

দ্বিতীয় দল তদন্ত করছে এমিরেটস এয়ারলাইনস, রিজেন্ট এয়ারলাইনস, বিদেশি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান লি অ্যান্ড ফাং, জহুরুল ইসলাম, কুমুদিনী, আদ্বদীন, আসগর আলী, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, সানপাওয়ার সিরামিকস, গ্রিন গ্রানাইট, ক্সুট, ইয়েলো নেট ও ইন্সপায়ার ব্রডব্যান্ডসহ ১৫ প্রতিষ্ঠান।

তৃতীয় দল করছে সৌদি এয়ারলাইনস, ড্রুক এয়ারলাইনস, স্পাইসজেট, মেট্রোনেট বাংলাদেশ, আইসিসি কমিউনিকেশন্স, টিম সোর্সিং, জেক্স ফ্যাশন, উত্তরা ক্রিসেন্ট, এনাম, ইন্টারন্যাশনাল মেডিকেল, মাওলানা ভাসানী মেডিকেল কলেজ হাসপাতাল, মীর সিরামিকস, আকিজ সিরামিকস, খাদিম সিরামিকস, ডিএইচএল এক্সপ্রেসসহ ১৫ প্রতিষ্ঠানের তদন্ত।

চতুর্থ দলের তদন্তের আওতায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ, ক্যাথে ড্রাগন, ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট, বিডি ফুডস, অন্তরঙ্গ ডটকম, ডট ইন্টারনেট, সাউদার্ন মেডিকেল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, এ বি সিরামিকস, তুষার সিরামিকস, ইছাক ব্রাদার্স ও পিএইচপি স্টিল মিলসসহ আরও ১৫ প্রতিষ্ঠান।

পঞ্চম দলের আওতায় চলছে গালফ এয়ার, থাই এয়ার, শ্রীলঙ্কান এয়ার, এইচআরসি টেকনোলজিস, লিংক থ্রি টেকনোলজিস, নরওয়েস্ট ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল কোম্পানি, ইবনে সিনা মেডিকেল, ইসলামী ব্যাংক হাসপাতাল, জেড এইচ শিকদার মেডিকেল, মেডিকেল কলেজ ফর উইমেন, বেনাপোল পোর্ট অথরিটি, চায়না-বাংলা সিরামিকস, ঢাকা-সাংহাই সিরামিকস ও গ্রেটওয়াল সিরামিকসসহ ১৫ প্রতিষ্ঠানের তদন্ত।

ষষ্ঠ দলের তদন্তের আওতায় আছে এয়ার এশিয়া, মালিন্দো এয়ার, এয়ার অ্যারাবিয়া, মালয়েশিয়া এয়ারলাইনস, আমরা নেটওয়ার্ক, পাল্স ট্রেডিং ফারইস্ট, মোংলা পোর্ট, হোমবাউন্ড কুরিয়ার, মেঘনা সিরামিকস, বিসিএল সিরামিকস, শাহাবুদ্দিন মেডিকেল, গ্রিনলাইফ মেডিকেল, প্রাইম মেডিকেল ও প্রাইম জেনারেল হাসপাতালসহ ১৫ প্রতিষ্ঠান।

সপ্তম দলের আওতায় তদন্ত হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস, ফ্লাই দুবাই, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন, ট্রায়াঙ্গল সার্ভিসেস, কেমার্ট অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল সোর্সিং, নেক্সট সোর্সিং, ফেডেক্স কুরিয়ার সার্ভিস, ফুওয়াং সিরামিকস, হুওয়া থাই সিরামিকস, সিটি মেডিকেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ডেলটা হাসপাতাল, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালসহ ১৫ প্রতিষ্ঠানের।

অষ্টম দল তদন্ত করছে চায়না সাউদার্ন এয়ারলাইনস, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ক্রেতা প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড স্পেন্সার, এশিয়া সোর্সিং, ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল, কে এস নেটওয়ার্ক, কার্নিভ্যাল ইন্টারনেট, সাউথইস্ট ইউনিয়ন সিরামিকস, ফার সিরামিকস, পে ওয়াং সিরামিকস, এক্স সিরামিকস, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, খাজা ইউনুস আলী মেডিকেল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৫ প্রতিষ্ঠান।

নবম তদন্ত দলের আওতায় চলছে ওমান এয়ার, এয়ার ইন্ডিয়া, পাকিস্তান এয়ার, সালাম এয়ার, সি অ্যান্ড এ সোর্সিং, নিটেক্সপো সোর্সিং, বিডিকম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, ময়নামতী মেডিকেল, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, সানিটা লাইলস, এক্সিলেন্ট সিরামিকস, বি এম কনটেইনার ডিপো ও তিলোত্তমা বাংলা গ্রুপসহ ১৫ প্রতিষ্ঠানের তদন্ত।

তদন্তের পর তাঁরা রাজস্ব ফাঁকিসংক্রান্ত যে প্রতিবেদন দেবেন, তার পরই ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত