Ajker Patrika

পিঠার ঐতিহ্য ধরে রাখতে ভৈরবে দুই দিনের উৎসব

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯: ১০
পিঠার ঐতিহ্য ধরে রাখতে ভৈরবে দুই দিনের উৎসব

পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে ও ঐতিহ্য ধরে রাখতে কিশোরগঞ্জের ভৈরবে দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভৈরব পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব শহরের রাজকাচারী মাঠে এ পিঠা উৎসব শুরু হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। গতকাল শনিবার পিঠা উৎসব শেষ হয়।

এবারের উৎসবে মোট ১১টি স্টল স্থান পেয়েছে। পিঠা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্যাপন কমিটির সভাপতি নজরুল মো. ইসলাম রিপন ও সার্বিক সঞ্চালনায় করেন উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন, পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ভৈরবের প্রধান উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব সাখাওয়াত হোসেন মোল্লা, উপজেলা বিএনপি আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত