মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে করোনার টিকা নিতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের উপড়ে পড়া ভিড় দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী টিকার দ্বিতীয় ডোজ নিতে আসে। একসঙ্গে অনেক শিক্ষার্থী টিকা নিতে আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় ছিল বেশি।
তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা টিকা নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৩ জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এ নিয়ে গত ১৬ দিনে ৮ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদেরও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।
গতকাল সকালে শিক্ষার্থী রিক্তা মজুমদার বলে, ‘টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছি। যত দেরি হোক টিকা নিয়েই বাড়ি ফিরব।’
আরেক শিক্ষার্থী শাকিল আহম্মেদ বলে, ‘টিকা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছি। আরও কয়েকটা বুথ বাড়ালে ভালো হতো। তাহলে দ্রুত টিকা নিতে পারতাম। একটু কষ্ট হচ্ছে, তাতে কি? করোনা টিকা নিয়েই বাড়ি যাব।’
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ রায়হান বলেন, গত ২৩ জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তাঁরা ১৭ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দিয়েছেন। গত ১৬ দিনে আট হাজারের মতো শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে বাকি শিক্ষার্থীদেরও দ্বিতীয় ডোজের টিকা দেবেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া আছে।
বাগেরহাটের মোল্লাহাটে করোনার টিকা নিতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের উপড়ে পড়া ভিড় দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থী টিকার দ্বিতীয় ডোজ নিতে আসে। একসঙ্গে অনেক শিক্ষার্থী টিকা নিতে আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় ছিল বেশি।
তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা টিকা নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৩ জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এ নিয়ে গত ১৬ দিনে ৮ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বাকি শিক্ষার্থীদেরও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।
গতকাল সকালে শিক্ষার্থী রিক্তা মজুমদার বলে, ‘টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছি। যত দেরি হোক টিকা নিয়েই বাড়ি ফিরব।’
আরেক শিক্ষার্থী শাকিল আহম্মেদ বলে, ‘টিকা নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছি। আরও কয়েকটা বুথ বাড়ালে ভালো হতো। তাহলে দ্রুত টিকা নিতে পারতাম। একটু কষ্ট হচ্ছে, তাতে কি? করোনা টিকা নিয়েই বাড়ি যাব।’
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ রায়হান বলেন, গত ২৩ জানুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তাঁরা ১৭ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দিয়েছেন। গত ১৬ দিনে আট হাজারের মতো শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। তাঁরা পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে বাকি শিক্ষার্থীদেরও দ্বিতীয় ডোজের টিকা দেবেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া আছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে