আজকের পত্রিকা ডেস্ক
১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেতারা বেগম। পেশায় চিকিৎসক তিনি। পোস্টিং হয়েছিল কুমিল্লা সেনানিবাসে। ভাই মেজর হায়দার আগে থেকেই পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
১৯৭১ সালের মার্চ মাসে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি ছুটিতে কিশোরগঞ্জে ছিলেন। কুমিল্লা কম্বাইন্ড মেডিকেল হাসপাতাল বা সিএমএইচ থেকে টেলিগ্রাম করে তাঁকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলা হলো। কিন্তু সেতারা বেগম নানাভাবে সেই প্রস্তাব এড়িয়ে গেলেন।
এর মধ্যে একদিন মেজর হায়দার আসেন মেজর নাসিম ও ভারতের একজন সেনা কর্মকর্তাকে নিয়ে। ময়মনসিংহ আর কিশোরগঞ্জের মধ্যে একটি ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু পরদিন থেকেই সে এলাকায় পাকিস্তানিদের বোমারু বিমান উড়তে শুরু করে। সেতারা বেগমের মনে হলো, যেহেতু ভাই আর তিনি সেনাবাহিনীর লোক, তাই তাঁদের খোঁজে পাকিস্তানিরা আসতে পারে। তখনই এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন।
জুলাই মাসে সেতারা বেগম ও তাঁর পরিবার একটি চিঠি পান। সেই চিঠির সঙ্গে ছিল একটি পিস্তল। চিঠি পাঠিয়েছিলেন সেতারা বেগমের বড় ভাই মেজর হায়দার। তিনি বলছিলেন, সেতারা বেগম যেন দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। আর পথে ধরা পড়লে এই পিস্তল দিয়ে যেন আত্মহত্যা করেন।
সেতারা বেগম ভাইয়ের পরামর্শ অনুযায়ী গুজাদিয়া ঘাট থেকে একটি নৌকায় করে সিলেট সীমান্ত দিয়ে ভারতের টেকেরঘাটে পৌঁছান। সেখান থেকে ভারতের মেলাঘরে যান। সেখানে ছিল বাংলাদেশ হাসপাতাল। সেটি ছিল একটি টিনের ঘর। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্যই ছিল এই হাসপাতাল। সেখানে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পান। যুক্তরাজ্য থেকে বেশ কিছুসংখ্যক চিকিৎসকও এসে সেই হাসপাতালে যোগ দেন। ৪০০ শয্যার এই হাসপাতালে মুক্তিবাহিনীর আহত সদস্যদের চিকিৎসা দেন সেতারা বেগম।
দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মুক্তিযোদ্ধাদের আবার ফ্রন্টে পাঠানোর মতো সুস্থ করে তোলেন। তিনি বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন।
সূত্র: ডয়চে ভেলে
১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেতারা বেগম। পেশায় চিকিৎসক তিনি। পোস্টিং হয়েছিল কুমিল্লা সেনানিবাসে। ভাই মেজর হায়দার আগে থেকেই পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
১৯৭১ সালের মার্চ মাসে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি ছুটিতে কিশোরগঞ্জে ছিলেন। কুমিল্লা কম্বাইন্ড মেডিকেল হাসপাতাল বা সিএমএইচ থেকে টেলিগ্রাম করে তাঁকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বলা হলো। কিন্তু সেতারা বেগম নানাভাবে সেই প্রস্তাব এড়িয়ে গেলেন।
এর মধ্যে একদিন মেজর হায়দার আসেন মেজর নাসিম ও ভারতের একজন সেনা কর্মকর্তাকে নিয়ে। ময়মনসিংহ আর কিশোরগঞ্জের মধ্যে একটি ব্রিজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু পরদিন থেকেই সে এলাকায় পাকিস্তানিদের বোমারু বিমান উড়তে শুরু করে। সেতারা বেগমের মনে হলো, যেহেতু ভাই আর তিনি সেনাবাহিনীর লোক, তাই তাঁদের খোঁজে পাকিস্তানিরা আসতে পারে। তখনই এখান থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন।
জুলাই মাসে সেতারা বেগম ও তাঁর পরিবার একটি চিঠি পান। সেই চিঠির সঙ্গে ছিল একটি পিস্তল। চিঠি পাঠিয়েছিলেন সেতারা বেগমের বড় ভাই মেজর হায়দার। তিনি বলছিলেন, সেতারা বেগম যেন দেশ ছেড়ে অন্য কোথাও চলে যান। আর পথে ধরা পড়লে এই পিস্তল দিয়ে যেন আত্মহত্যা করেন।
সেতারা বেগম ভাইয়ের পরামর্শ অনুযায়ী গুজাদিয়া ঘাট থেকে একটি নৌকায় করে সিলেট সীমান্ত দিয়ে ভারতের টেকেরঘাটে পৌঁছান। সেখান থেকে ভারতের মেলাঘরে যান। সেখানে ছিল বাংলাদেশ হাসপাতাল। সেটি ছিল একটি টিনের ঘর। আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্যই ছিল এই হাসপাতাল। সেখানে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পান। যুক্তরাজ্য থেকে বেশ কিছুসংখ্যক চিকিৎসকও এসে সেই হাসপাতালে যোগ দেন। ৪০০ শয্যার এই হাসপাতালে মুক্তিবাহিনীর আহত সদস্যদের চিকিৎসা দেন সেতারা বেগম।
দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মুক্তিযোদ্ধাদের আবার ফ্রন্টে পাঠানোর মতো সুস্থ করে তোলেন। তিনি বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন।
সূত্র: ডয়চে ভেলে
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে