৪টি আ.লীগ, ১টিতে বিদ্রোহী জয়ী

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

শেরপুর জেলা পরিষদে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান। এ ছাড়া এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জামালপুর ও টাঙ্গাইলের জেলা পরিষদে।

এদিকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার কথা বলছেন বিজয়ীরা।

প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (আনারস প্রতীক) প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান বিজয়ী হন। সাধারণ ও নারী সদস্য পদে সদর উপজেলায় আব্দুল্লাহ আল মামুন আরিফ, হালুয়াঘাটে কাঞ্চন কুমার সরকার, ধোবাউড়ায় মো. জালাল উদ্দীন সোহাগ, তারাকান্দায় মেজবা উল আলম চৌধুরী, ত্রিশালে মো. আব্দুল্লাহ আল মামুন, ভালুকায় মোস্তফা কামাল, ফুলবাড়িয়ায় ডা. মো. কামরুজ্জামান জামান, গৌরীপুরে মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, ঈশ্বরগঞ্জে আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া ও ফুলবাড়িয়ায় মাহাবুবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হন। এ ছাড়া নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন আরজুনা কবীর, সালমা বেগম, আসমা উল হুসনা শিমুল ও ফারজানা শারমিন বিউটি।

টাঙ্গাইল: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খান ফারুক। সাধারণ সদস্য পদে মধুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খন্দকার শফিউদ্দিন মনি, সদর উপজেলায় মো. মাসুরুল ইসলাম, ধনবাড়ীতে মো. তোফাজ্জল হোসেন, ঘাটাইলে মো. রুকনুজ্জামান মিয়া, গোপালপুরে এস এম রফিকুল ইসলাম, ভূঞাপুর খায়রুল ইসলাম তালুকদার, বাসাইলে মো. নাসির খান, দেলদুয়ারে মো. মোশারফ হোসেন, মির্জাপুরে তাহেরুল ইসলাম তাহের, সখীপুরে মো. আনোয়ার হোসেন, নাগরপুরে মো. শহিদুল ইসলাম ও কালিহাতীতে মো. আয়নাল হক নির্বাচিত হন। সংরক্ষিত নারী সদস্য পদে মোছা. মাহমুদা খাতুন, রাজিয়া সিদ্দিকী, শিমু খান ও খালেদা সিদ্দিকী নির্বাচিত হন।

জামালপুর: চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। সদস্য পদে মো. নজরুল ইসলাম, মেলান্দহে মো. সিরাজুল ইসলাম বাবলু, মাদারগঞ্জে মো. দৌলতুজ্জামান দৌলত, সরিষাবাড়ীতে খোরশেদ আলম, বকশীগঞ্জে জয়নাল আবেদীন, দেওয়ানগঞ্জে হারুণ অর রশীদ ও ইসলামপুরে মজিবর রহমান শাহজাহান নির্বাচিত হন। সংরক্ষিত নারী 
সদস্য পদে নাজমা পারভিন মুন্নী, ফারহানা সোমা ও শিলা সরোয়ার নির্বাচিত হয়েছেন।

শেরপুর: দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান। সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মোছা মিঞা, ২ নম্বর ওয়ার্ডে মো. মাহমুদুল হাসান মুক্তা, ৩ নম্বর ওয়ার্ডে মো. ছানোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান খোকন ও ৫ নম্বর ওয়ার্ডে আবু তাহের। সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ২ নম্বর ওয়ার্ডে (নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী) বিজয়ী হয়েছেন উম্মে কুলসুম রেণু।

নেত্রকোনা: চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল। সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (পূর্বধলা, কলমাকান্দা ও দুর্গাপুর) শাহনাজ পারভীন, ২ নম্বর ওয়ার্ডে (বারহাট্টা, আটপাড়া ও নেত্রকোনা সদর) শিল্পী আক্তার শীলা, ৩ নম্বর ওয়ার্ডে (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী ও কেন্দুয়া) ফরিদা ইয়াসমিন জয়ী হয়েছেন।

সাধারণ সদস্য পদে মোহনগঞ্জে সোহেল রানা, খালিয়াজুরীতে মাযহার কিবরিয়া, আটপাড়ায় মোহাম্মদ সানোয়ার উদ্দিন, বারহাট্টায় মো. লুৎফুর রহমান চঞ্চল, দুর্গাপুরে সুরমী আক্তার সুমী, কেন্দুয়ায় মোস্তাফিজ উর রহমান ভুঞা, পূর্বধলায় আফতাব উদ্দিন, কলমাকান্দায় এস এম আলমগীর, মদনে এস এম মনিরুল হাসান, নেত্রকোনা সদরে সৈয়দ বজলুর রশিদ জয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত