নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. রবিউল আলম বলেছেন, ‘ফৌজদারি বিচার ব্যবস্থায় বিচার, নির্বাহী ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। এর প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিতে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রয়োজন। এ জন্য সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। বিচারপ্রার্থী মানুষের কল্যাণে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে কারও অবহেলা কাম্য নয়।’
গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় সভাপতির বক্তব্যে মো. রবিউল আলম এসব কথা বলেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আরও বলেন, ন্যায়বিচার দ্রুততম সময়ে নিশ্চিতকরণ ও আইনের শাসন বাস্তবায়নে সব বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। তথ্য বিনিময়, বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং কাজের মূল্যায়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। এতে ফৌজদারি বিচার ব্যবস্থা আরও গতিশীল হবে।
মো. রবিউল আলম বলেন, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬১ ধারা মোতাবেক যাতায়াতের সময় বাদ দিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে। জালিয়াতির মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৩ এবং ৪৬৪ ধারার উপাদান আকৃষ্ট করে কি না তা সঠিকভাবে যাচাই করে দেখতে হবে। এ ছাড়া মানবদেহে আঘাত-সংক্রান্ত অপরাধের মূল ভিকটিমকে সাক্ষী করতে হবে। সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করতে হবে। বিভিন্ন পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার জন্য তিনি বিভিন্ন থানা থেকে আগত পরিদর্শকদের নির্দেশনা দেন।
হাকিমদের উদ্দেশে তিনি মামলার সঙ্গে জব্দতালিকা প্রেরণ, খসড়া মানচিত্রে ঘটনাস্থল সুনির্দিষ্টকরণ, সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি লিপিবদ্ধের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও সাক্ষীর ওয়ারেন্টের প্রতিবেদন প্রেরণের ওপর জোর দেওয়ার কথা বলেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ হাকিম বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ হাকিম বেগম মনীষা মহাজন, মহানগর হাকিম বেগম মেহ্নাজ রহমান ও সারোয়ার জাহান। সিএমপি পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসানসহ সিএমপির ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. রবিউল আলম বলেছেন, ‘ফৌজদারি বিচার ব্যবস্থায় বিচার, নির্বাহী ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। এর প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিতে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রয়োজন। এ জন্য সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। বিচারপ্রার্থী মানুষের কল্যাণে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে কারও অবহেলা কাম্য নয়।’
গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় সভাপতির বক্তব্যে মো. রবিউল আলম এসব কথা বলেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আরও বলেন, ন্যায়বিচার দ্রুততম সময়ে নিশ্চিতকরণ ও আইনের শাসন বাস্তবায়নে সব বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। তথ্য বিনিময়, বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং কাজের মূল্যায়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়। এতে ফৌজদারি বিচার ব্যবস্থা আরও গতিশীল হবে।
মো. রবিউল আলম বলেন, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৬১ ধারা মোতাবেক যাতায়াতের সময় বাদ দিয়ে গ্রেপ্তার ব্যক্তিকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে। জালিয়াতির মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৩ এবং ৪৬৪ ধারার উপাদান আকৃষ্ট করে কি না তা সঠিকভাবে যাচাই করে দেখতে হবে। এ ছাড়া মানবদেহে আঘাত-সংক্রান্ত অপরাধের মূল ভিকটিমকে সাক্ষী করতে হবে। সঠিক ধারায় মামলা লিপিবদ্ধ করতে হবে। বিভিন্ন পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার জন্য তিনি বিভিন্ন থানা থেকে আগত পরিদর্শকদের নির্দেশনা দেন।
হাকিমদের উদ্দেশে তিনি মামলার সঙ্গে জব্দতালিকা প্রেরণ, খসড়া মানচিত্রে ঘটনাস্থল সুনির্দিষ্টকরণ, সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি লিপিবদ্ধের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও সাক্ষীর ওয়ারেন্টের প্রতিবেদন প্রেরণের ওপর জোর দেওয়ার কথা বলেন।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির আবুল কালাম আজাদ জানান, সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ হাকিম বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ হাকিম বেগম মনীষা মহাজন, মহানগর হাকিম বেগম মেহ্নাজ রহমান ও সারোয়ার জাহান। সিএমপি পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, অতিরিক্ত উপকমিশনার (অপরাধ) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল হাসানসহ সিএমপির ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪