Ajker Patrika

৪০০ কলমের চারা গাছ কাটল দুর্বৃত্তরা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ৩১
৪০০ কলমের চারা  গাছ কাটল দুর্বৃত্তরা

নরসিংদী রায়পুরার ডৌকারচর ইউনিয়নের কাশিমপুর গ্রামের বেনু মিয়া নামের এক কৃষকের প্রায় ৪০০ টি কলমের চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ভোক্তভোগী বেনু মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, এতে তাঁর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বিঘা জমিতে নার্সারি তৈরি করেছেন বেনু মিয়া। এই নার্সারিতে প্রায় পাঁচ শতাদিক জাতের হাজার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। তিনি এসব চারা দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে সংগ্রহ করেছেন। কিন্তু হঠাৎ দুর্বৃত্তরা বেছে বেছে যে গাছগুলো থেকে তিনি কলম সংগ্রহ করতেন সেই গাছগুলো কেটেছে।

বেনু মিয়া বলেন, এসব গাছের বেশ অর্ধেক ছিল মাদার গাছ, ‘দুর্বৃত্তরা সুপরিকল্পিত ভাবে সেই সব গাছ কেটেছে। তাই সব মিলিয়ে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে রায়পুরা থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে অভিযোগ করেছি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত