নিত্যপণ্যের দাম কমাতে গণকমিটির বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ১০: ২২
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬: ৪৯

জ্বালানি তেল, বাস ভাড়া, এলপি গ্যাস, চাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা গণকমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু। এ ছাড়াও বক্তব্য দেন গণকমিটির যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ, বামপন্থী নেতা নিখিল রঞ্জন মিত্র, গণকমিটির সদস্য বাসারুল হায়দার বাচ্চু।

নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মন্তব্য করে গণকমিটির সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘আলাপ আলোচনা ছাড়া কোনো নিয়মনীতি না মেনে অযৌক্তিকভাবে সরকার প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা ও কেরোসিন, ফার্নেস অয়েলসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। সঙ্গে সঙ্গে পরিবহন মালিকেরা ধর্মঘট করে জনগণকে জিম্মি করে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে নেন। সারা দেশে প্রতি কিলোমিটারে নির্ধারিত ভাড়ার চাইতে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। একই সঙ্গে এলপি গ্যাসের দামও বেড়েছে। আর চাল, ডাল, সয়াবিন তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এ সব পণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’

সমাবেশে অন্য বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেল, বাস ভাড়া, এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ সময় তাঁরা সরকারকে বিষয়টি জরুরি সমাধান করারও অনুরোধ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত