সম্পাদকীয়
সেলিম আল দীনের বাবা ঘুষের চাকরি করতেন কিন্তু ঘুষ খেতেন না। ফলে ছয় সন্তান নিয়ে সংসারটা চলত কায়ক্লেশে। তা নিয়ে মায়ের কোনো হা-হুতাশ ছিল না। হিসাবের মধ্যে চলতে হতো। ক্লাস সেভেন থেকে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত সেলিম আল দীন ছিলেন গ্রামে। বাবার বদলির চাকরি, তাই সন্তানদের পড়াশোনার কথা ভেবে পরিবারকে গ্রামেই রেখে যান।
ক্লাস এইট-নাইনে উঠে রবীন্দ্রনাথের লেখা কিছুটা বুঝতে শুরু করলেন সেলিম আল দীন। রবীন্দ্রনাথ পড়তে গিয়েই বুঝলেন, যেন এক মহাসমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়েছেন। সে বয়সেই গোরা, চার অধ্যায়, ঘরে-বাইরে পড়ে ফেলেছেন। সোনারতরী বইটির অর্ধেকটাই মুখস্থ হয়ে গেছে। ক্লাস এইটে অভিধান ঘেঁটে মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়া শেষ!
সে সময় তাঁদের গ্রামটিতে হিন্দু, বৈষ্ণব আর মুসলমানরা বাস করত। ফলে অসাম্প্রদায়িক হয়ে উঠতে পেরেছেন নিজেরই অজ্ঞাতে। মিক্সড কালচার বা যৌথ সংস্কৃতি না থাকলে সমাজ বেড়ে উঠতে পারে না। সে সময় কখনো শোনেননি নাটক করা বা গান করা হারাম। কখনোই হিন্দু-মুসলমানদের ভাগ করে ভাবতে শেখেননি।
বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলেন চেখভ, দস্তয়েভ্স্কি, তলস্তয়, সার্ত্র, শেক্সপিয়ার পড়তে হবে। ডুবে গেলেন তাতে। কিন্তু মজার ব্যাপার, সবচেয়ে কম পড়েছেন নাটক বা নাটক-সংক্রান্ত বই!
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ম্যাগাজিনে ছাপা হলো তাঁর লেখা একটি নাটক। ১৯৭০ সালে টেলিভিশনের জন্য লিখলেন প্রথম নাটক ‘ঘুম নেই’।
সেই নাটকের চেক নিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন। ১৮-১৯ বছর বয়সের একটি ছেলে নাটক লিখে চেক পাচ্ছে! দাড়ি-গোঁফও গজায়নি ঠিকমতো! ডিআইটির কর্মকর্তারা সন্দেহ করলেন, এই ছেলেটিই সত্যিকার নাট্যকার নাকি!
উদ্ধার করলেন আতিকুল হক চৌধুরী আর আবদুল্লাহ আল-মামুন। মামুনই প্রশ্ন করলেন, ‘তুমি কী কী পড়েছ?’
সেলিম বললেন, ‘চেখভ, আন্যুই, সার্ত্র…’।
আতিকুল হক চৌধুরী বললেন, ‘না, এটা ফলস লোক না, জেনুইন।’
চেকটি ছিল ৪৫০ টাকার!
সূত্র: আলাপনে সেলিম আল দীন, থিয়েটারওয়ালা
সেলিম আল দীনের বাবা ঘুষের চাকরি করতেন কিন্তু ঘুষ খেতেন না। ফলে ছয় সন্তান নিয়ে সংসারটা চলত কায়ক্লেশে। তা নিয়ে মায়ের কোনো হা-হুতাশ ছিল না। হিসাবের মধ্যে চলতে হতো। ক্লাস সেভেন থেকে ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত সেলিম আল দীন ছিলেন গ্রামে। বাবার বদলির চাকরি, তাই সন্তানদের পড়াশোনার কথা ভেবে পরিবারকে গ্রামেই রেখে যান।
ক্লাস এইট-নাইনে উঠে রবীন্দ্রনাথের লেখা কিছুটা বুঝতে শুরু করলেন সেলিম আল দীন। রবীন্দ্রনাথ পড়তে গিয়েই বুঝলেন, যেন এক মহাসমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়েছেন। সে বয়সেই গোরা, চার অধ্যায়, ঘরে-বাইরে পড়ে ফেলেছেন। সোনারতরী বইটির অর্ধেকটাই মুখস্থ হয়ে গেছে। ক্লাস এইটে অভিধান ঘেঁটে মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়া শেষ!
সে সময় তাঁদের গ্রামটিতে হিন্দু, বৈষ্ণব আর মুসলমানরা বাস করত। ফলে অসাম্প্রদায়িক হয়ে উঠতে পেরেছেন নিজেরই অজ্ঞাতে। মিক্সড কালচার বা যৌথ সংস্কৃতি না থাকলে সমাজ বেড়ে উঠতে পারে না। সে সময় কখনো শোনেননি নাটক করা বা গান করা হারাম। কখনোই হিন্দু-মুসলমানদের ভাগ করে ভাবতে শেখেননি।
বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলেন চেখভ, দস্তয়েভ্স্কি, তলস্তয়, সার্ত্র, শেক্সপিয়ার পড়তে হবে। ডুবে গেলেন তাতে। কিন্তু মজার ব্যাপার, সবচেয়ে কম পড়েছেন নাটক বা নাটক-সংক্রান্ত বই!
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ম্যাগাজিনে ছাপা হলো তাঁর লেখা একটি নাটক। ১৯৭০ সালে টেলিভিশনের জন্য লিখলেন প্রথম নাটক ‘ঘুম নেই’।
সেই নাটকের চেক নিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন। ১৮-১৯ বছর বয়সের একটি ছেলে নাটক লিখে চেক পাচ্ছে! দাড়ি-গোঁফও গজায়নি ঠিকমতো! ডিআইটির কর্মকর্তারা সন্দেহ করলেন, এই ছেলেটিই সত্যিকার নাট্যকার নাকি!
উদ্ধার করলেন আতিকুল হক চৌধুরী আর আবদুল্লাহ আল-মামুন। মামুনই প্রশ্ন করলেন, ‘তুমি কী কী পড়েছ?’
সেলিম বললেন, ‘চেখভ, আন্যুই, সার্ত্র…’।
আতিকুল হক চৌধুরী বললেন, ‘না, এটা ফলস লোক না, জেনুইন।’
চেকটি ছিল ৪৫০ টাকার!
সূত্র: আলাপনে সেলিম আল দীন, থিয়েটারওয়ালা
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে