সম্পাদকীয়
থিয়েটারে আজাদ আবুল কালাম এসেছিলেন কাকতালীয়ভাবে। তোতলামি ছিল তাঁর সঙ্গী। ফলে সংলাপ বলতে পারবেন, এ রকম বিশ্বাস ছিল না।
মাসুদ আলী খান নামে এক বন্ধু ছিলেন আজাদের। বহুমুখী ছিল তাঁর প্রতিভা। আঁকতে পারতেন, গাইতে পারতেন, গিটার বাজাতে পারতেন। গান গাইতেন ভালো। ‘চন্দনা গো রাগ কোরো না’ বলে যে জনপ্রিয় বাংলা গানটি আছে, সেটির ইংরেজি করে গেয়েছিলেন মাসুদ—‘চন্দনা হায় প্লিজ ডোন্ট ক্রাই, ইফ ইউ ক্রাই, সে হোয়াট ক্যান আই ড্যু?’
এর মধ্যে মাসুদের মাথায় ঢুকেছে, নাটক করতে হবে। আজাদকে নিয়ে ছুটলেন ঢাকা থিয়েটারের রিহার্সাল রুমে। রিহার্সাল চলছে ভেতরে, বাইরে বসে আছেন মাসুদ আর আজাদ। যাঁর সঙ্গে কথা বলবেন, তিনি রিহার্সালে ব্যস্ত। দুই-তিন ঘণ্টা পর বের হলেন তিনি, যাঁর সঙ্গে দেখা করতে এসেছেন মাসুদ। তিনি কিন্তু তাঁদের সঙ্গে খুব বাজে ব্যবহার করলেন। পাঙ্ক জেনারেশনের ছেলে আজাদ। চুল-দাড়ি কাটেন না, সানগ্লাস পরে থাকেন, কেনই বা তাঁকে পছন্দ হবে?
এরপর আরণ্যকে ঢুকলেন মাসুদ। আজাদও মাঝে মাঝে তাঁদের মহড়ায় গেলেন। শহীদ মিনারে একদিন পথনাটক দেখে বুঝলেন, নাটকের মধ্যে সৌন্দর্য আছে। আরণ্যকেই ঢুকে গেলেন। বসে বসে মহড়া দেখেন আর চা আনার মতো ফুট-ফরমাশ খাটেন। মামুনুর রশীদের সঙ্গে আজাদের প্রথম কথা হয় আরণ্যকে যাওয়া-আসা শুরু করার ছয় মাস পরে!
এ সময় একটা কল শো এল। একজন অভিনেতা যেতে পারবেন না। মামুনুর রশীদ বললেন, ‘আজাদ করুক। ওর তো সব মুখস্থ।’
আজাদ ভড়কে গেলেন। নাটক মানে কথা বলতে হবে এবং মনে করে সংলাপ বলতে হবে। কল শো, বন্ধ করার উপায় ছিল না। কারণ একটি শো করলে সে আমলে ২০ হাজার টাকা পাওয়া যায়। সে অনেক টাকা।
আজাদ অভিনয় করলেন। তিন-চারবার হোঁচট খেয়ে উতরে গেলেন তিনি। এটাই সংলাপসহ প্রথম অভিনয় তাঁর।
সূত্র: জন্মদিনের আলাপনে আজাদ আবুল কালাম, থিয়েটারওয়ালা
থিয়েটারে আজাদ আবুল কালাম এসেছিলেন কাকতালীয়ভাবে। তোতলামি ছিল তাঁর সঙ্গী। ফলে সংলাপ বলতে পারবেন, এ রকম বিশ্বাস ছিল না।
মাসুদ আলী খান নামে এক বন্ধু ছিলেন আজাদের। বহুমুখী ছিল তাঁর প্রতিভা। আঁকতে পারতেন, গাইতে পারতেন, গিটার বাজাতে পারতেন। গান গাইতেন ভালো। ‘চন্দনা গো রাগ কোরো না’ বলে যে জনপ্রিয় বাংলা গানটি আছে, সেটির ইংরেজি করে গেয়েছিলেন মাসুদ—‘চন্দনা হায় প্লিজ ডোন্ট ক্রাই, ইফ ইউ ক্রাই, সে হোয়াট ক্যান আই ড্যু?’
এর মধ্যে মাসুদের মাথায় ঢুকেছে, নাটক করতে হবে। আজাদকে নিয়ে ছুটলেন ঢাকা থিয়েটারের রিহার্সাল রুমে। রিহার্সাল চলছে ভেতরে, বাইরে বসে আছেন মাসুদ আর আজাদ। যাঁর সঙ্গে কথা বলবেন, তিনি রিহার্সালে ব্যস্ত। দুই-তিন ঘণ্টা পর বের হলেন তিনি, যাঁর সঙ্গে দেখা করতে এসেছেন মাসুদ। তিনি কিন্তু তাঁদের সঙ্গে খুব বাজে ব্যবহার করলেন। পাঙ্ক জেনারেশনের ছেলে আজাদ। চুল-দাড়ি কাটেন না, সানগ্লাস পরে থাকেন, কেনই বা তাঁকে পছন্দ হবে?
এরপর আরণ্যকে ঢুকলেন মাসুদ। আজাদও মাঝে মাঝে তাঁদের মহড়ায় গেলেন। শহীদ মিনারে একদিন পথনাটক দেখে বুঝলেন, নাটকের মধ্যে সৌন্দর্য আছে। আরণ্যকেই ঢুকে গেলেন। বসে বসে মহড়া দেখেন আর চা আনার মতো ফুট-ফরমাশ খাটেন। মামুনুর রশীদের সঙ্গে আজাদের প্রথম কথা হয় আরণ্যকে যাওয়া-আসা শুরু করার ছয় মাস পরে!
এ সময় একটা কল শো এল। একজন অভিনেতা যেতে পারবেন না। মামুনুর রশীদ বললেন, ‘আজাদ করুক। ওর তো সব মুখস্থ।’
আজাদ ভড়কে গেলেন। নাটক মানে কথা বলতে হবে এবং মনে করে সংলাপ বলতে হবে। কল শো, বন্ধ করার উপায় ছিল না। কারণ একটি শো করলে সে আমলে ২০ হাজার টাকা পাওয়া যায়। সে অনেক টাকা।
আজাদ অভিনয় করলেন। তিন-চারবার হোঁচট খেয়ে উতরে গেলেন তিনি। এটাই সংলাপসহ প্রথম অভিনয় তাঁর।
সূত্র: জন্মদিনের আলাপনে আজাদ আবুল কালাম, থিয়েটারওয়ালা
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে