সম্পাদকীয়
একবার শিশু-কিশোরদের সামনে বক্তৃতা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। তাদের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন, ‘বলো তো, মাতৃভাষা কেন এত ভালোবাসার জিনিস?’
মাতৃভাষার কথা বলতে গিয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন আঞ্চলিক ভাষার ওপর। বলেছিলেন, নিজের ভাষায় কথা বলতে পারলে মানুষ আরাম পায়। যখন নিজের ভাষায় কথা বলে, তখন সে জীবন্ত আর প্রাণবন্ত হয়ে ওঠে। দুজন সিলেটের মানুষ এক হলে তারা ধুমসে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে শুরু করেন। দুজন চট্টগ্রামবাসী কিংবা ফেনীতে জন্ম নেওয়া মানুষও নিজেদের কথা প্রমিত ভাষায় বলবেন না। বলবেন খাঁটি আঞ্চলিক ভাষায়।
বিষয়টি সহজ করার জন্য তিনি প্রশ্ন রাখলেন, ‘বলো তো, জাপানিরা কোন ভাষা বলতে পারলে সবচেয়ে খুশি হবে? আরবি, ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ না জাপানি?’
শিক্ষার্থীরা জানিয়ে দেয় তাদের প্রাণবন্ত উপস্থিতি, ‘জাপানি।’
‘চীনারা কোন ভাষায় কথা বলতে পারলে সবচেয়ে আরাম পাবে?’
‘চীনা ভাষা।’
‘ইংরেজরা?’
‘ইংরেজি ভাষা।’
‘তাই যদি হয়, আমাদের বাঙালিদের কোন ভাষায় সবচেয়ে বেশি শান্তি?’
‘বাংলা ভাষা।’
‘তোমরা কি সিন্ডারেলার গল্পটা জানো? সিন্ডারেলার পায়ের জুতা কি অন্য কারও পায়ে লেগেছিল? না শুধু সিন্ডারেলার পায়ে লেগেছিল?’
সমস্বরে শিক্ষার্থীরা বলল, ‘শুধু সিন্ডারেলার পায়ে লেগেছিল।’
‘অন্যের জামা-জুতা পরলে কি তোমার খুব আরাম লাগবে?’
‘না।’
‘কার জামা-জুতা পরলে আরাম লাগবে?’
‘নিজেরটা।’
ভাষাও তেমন। নিজের ভাষায় সবচেয়ে বেশি আরাম পায় মানুষ। আর কার মা সবচেয়ে আপন? নিজের মা। নিজের মা আর নিজের ভাষার সবচেয়ে কাছে থাকে মানুষ।
সূত্র: আবদুল্লাহ আবু সায়ীদ, বক্তৃতা সংগ্রহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১০০-১০১
একবার শিশু-কিশোরদের সামনে বক্তৃতা দিতে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। তাদের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন, ‘বলো তো, মাতৃভাষা কেন এত ভালোবাসার জিনিস?’
মাতৃভাষার কথা বলতে গিয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন আঞ্চলিক ভাষার ওপর। বলেছিলেন, নিজের ভাষায় কথা বলতে পারলে মানুষ আরাম পায়। যখন নিজের ভাষায় কথা বলে, তখন সে জীবন্ত আর প্রাণবন্ত হয়ে ওঠে। দুজন সিলেটের মানুষ এক হলে তারা ধুমসে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে শুরু করেন। দুজন চট্টগ্রামবাসী কিংবা ফেনীতে জন্ম নেওয়া মানুষও নিজেদের কথা প্রমিত ভাষায় বলবেন না। বলবেন খাঁটি আঞ্চলিক ভাষায়।
বিষয়টি সহজ করার জন্য তিনি প্রশ্ন রাখলেন, ‘বলো তো, জাপানিরা কোন ভাষা বলতে পারলে সবচেয়ে খুশি হবে? আরবি, ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ না জাপানি?’
শিক্ষার্থীরা জানিয়ে দেয় তাদের প্রাণবন্ত উপস্থিতি, ‘জাপানি।’
‘চীনারা কোন ভাষায় কথা বলতে পারলে সবচেয়ে আরাম পাবে?’
‘চীনা ভাষা।’
‘ইংরেজরা?’
‘ইংরেজি ভাষা।’
‘তাই যদি হয়, আমাদের বাঙালিদের কোন ভাষায় সবচেয়ে বেশি শান্তি?’
‘বাংলা ভাষা।’
‘তোমরা কি সিন্ডারেলার গল্পটা জানো? সিন্ডারেলার পায়ের জুতা কি অন্য কারও পায়ে লেগেছিল? না শুধু সিন্ডারেলার পায়ে লেগেছিল?’
সমস্বরে শিক্ষার্থীরা বলল, ‘শুধু সিন্ডারেলার পায়ে লেগেছিল।’
‘অন্যের জামা-জুতা পরলে কি তোমার খুব আরাম লাগবে?’
‘না।’
‘কার জামা-জুতা পরলে আরাম লাগবে?’
‘নিজেরটা।’
ভাষাও তেমন। নিজের ভাষায় সবচেয়ে বেশি আরাম পায় মানুষ। আর কার মা সবচেয়ে আপন? নিজের মা। নিজের মা আর নিজের ভাষার সবচেয়ে কাছে থাকে মানুষ।
সূত্র: আবদুল্লাহ আবু সায়ীদ, বক্তৃতা সংগ্রহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১০০-১০১
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে