Ajker Patrika

বাইরে বেড়িয়ে নিখোঁজ লাশ মিলল নদীতে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ০৫
বাইরে বেড়িয়ে নিখোঁজ লাশ মিলল নদীতে

নিখোঁজের চার দিন পর গতকাল বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরায় জাকির মিয়া নামের এক বালু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

 স্বজনদের অভিযোগ, পাওনা টাকা দেওয়ার কথা বলে ড্রেজার মালিক সোহেল মিয়া গত রোববার মোবাইল ফোনে জাকিরকে ডেকে নেন। এরপর থেকে জাকির (২৩) নিখোঁজ ছিলেন। তিনি শ্রীনগর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাশের গ্রামের ড্রেজার মালিক সোহেল মিয়ার বালু পরিবহনের নৌকায় কাজ করতেন জাকির। কাজের সুবাদে বিভিন্ন সময় নৌকাতেই রাত কাটাতে হতো তাঁকে। রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করে জাকিরকে না পেয়ে তাঁর ভাই মো. মুজিবুর রহমান গত মঙ্গলবার রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে মেঘনা নদীতে কচুরিপানার স্তূপের পাশে জাকিরের লাশ ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্বজনেরা খবর পেয়ে লাশটি জাকিরের বলে শনাক্ত করেন।

জাকিরের ভাই মুজিবুর রহমান বলেন, তাঁর ভাই পাশের গ্রামের সোহেল মিয়ার বালু তোলার ড্রেজারে কাজ করতেন। দীর্ঘদিন কাজের সুবাদে বেশ কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে সোহেলের সঙ্গে জাকিরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অন্য জায়গায় কাজ করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। সোহেল তাঁর সঙ্গে থাকার জন্য জাকিরকে চাপ দিচ্ছিলেন। এই প্রেক্ষাপটে পাওনা টাকা পরিশোধের কথা বলে গত রোববার রাত ৯টার দিকে সোহেল মোবাইল ফোনে জাকিরকে তাঁর ড্রেজারে নিয়ে যান। এর পর জাকির নিখোঁজ হন।

জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত