রাঙামাটি প্রতিনিধি
এক ব্যক্তির বিরুদ্ধে রাঙামাটির কাউখালী বন বিভাগের জায়গা বেদখল করে বাড়িঘর নির্মাণ, বাগান সৃষ্টি ও ইটভাটায় মাটি বিক্রি করে একটি অংশে বাঁধ দিয়ে পুকুর করার অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবু বকর ওরফে বাহাদুর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তবে তাঁর দাবি, তাঁর পৈতৃক জমিই ভোগদখল করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সোনাইছড়ি গ্রাম। সেখানে কয়েক শ পাহাড়ি ও বাঙালি পরিবারের বাস।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাইছড়িতে বন বিভাগের ১ হাজার ৭০০ একর বনভূমি রয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ ও মো. জসিম উদ্দিন বলেন, ‘কোনটা সরকারের খাস জমি, কোনটা রেকর্ডভুক্ত জমি, কোনটা বন বিভাগের জমি তা তো আমরা জানি না। কিন্তু কয়েক বছর আগে থেকে এখানে বাইরের লোকজন এসে বন বিভাগের ভূমি বেদখল করে ভোগ করছে। বন বিভাগ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে আবু বকর বলেন, ‘আমি পৈতৃক জমি ভোগদখল করছি। এটি বন বিভাগের নয়। আমি ২০১১ সালে পোমরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হই। আমি পোমরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। বর্তমানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি। সোনাইছড়ি আমার পিতার পূর্ব পুরুষদের জমি আছে। তা ছাড়া আমি সেখানে আরও ৫ কানি জমি কিনেছি। রেকর্ড করার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই আবু জাফর সেই জমি দেখাশোনা করে। আমি সেখানে যাই না।’
জানতে চাইলে আবু জাফর বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা এই এলাকায় এসে জায়গা জমি চাষাবাদ করে বাগান সৃজন করে ভোগদখল করে আসছিলেন এবং আমাদের রেকর্ড আছে।’
বেতবুনিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য নীলমনি চাকমা বলেন, ‘আবু বকর ও তাঁর ভাইয়েরা এই এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু তাঁদের রেকর্ড আছে কিনা সেটা বলতে পারব না।’
পোমরার বিট কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমি নোটিশ করেছি। নোটিশের সময় পার হয়ে গেছে। আবু জাফর ৭ / ৮ দিন পরে এসে আবার সময়ের আবেদন করেছে। তারা জমির কোনো কাগজপত্র এখনো আমাদের দেখাতে পারেনি।’
রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুলেশ্বর দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমি সাথে সাথে পোমরার বিট অফিসারকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তিনি এখনো আমাকে লিখিতভাবে কোনো রিপোর্ট দেননি।’
এক ব্যক্তির বিরুদ্ধে রাঙামাটির কাউখালী বন বিভাগের জায়গা বেদখল করে বাড়িঘর নির্মাণ, বাগান সৃষ্টি ও ইটভাটায় মাটি বিক্রি করে একটি অংশে বাঁধ দিয়ে পুকুর করার অভিযোগ পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবু বকর ওরফে বাহাদুর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তবে তাঁর দাবি, তাঁর পৈতৃক জমিই ভোগদখল করছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সোনাইছড়ি গ্রাম। সেখানে কয়েক শ পাহাড়ি ও বাঙালি পরিবারের বাস।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সোনাইছড়িতে বন বিভাগের ১ হাজার ৭০০ একর বনভূমি রয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি এবং কিছু ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ ও মো. জসিম উদ্দিন বলেন, ‘কোনটা সরকারের খাস জমি, কোনটা রেকর্ডভুক্ত জমি, কোনটা বন বিভাগের জমি তা তো আমরা জানি না। কিন্তু কয়েক বছর আগে থেকে এখানে বাইরের লোকজন এসে বন বিভাগের ভূমি বেদখল করে ভোগ করছে। বন বিভাগ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
অভিযোগ অস্বীকার করে আবু বকর বলেন, ‘আমি পৈতৃক জমি ভোগদখল করছি। এটি বন বিভাগের নয়। আমি ২০১১ সালে পোমরা ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হই। আমি পোমরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। বর্তমানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে আছি। সোনাইছড়ি আমার পিতার পূর্ব পুরুষদের জমি আছে। তা ছাড়া আমি সেখানে আরও ৫ কানি জমি কিনেছি। রেকর্ড করার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই আবু জাফর সেই জমি দেখাশোনা করে। আমি সেখানে যাই না।’
জানতে চাইলে আবু জাফর বলেন, ‘আমাদের পূর্ব পুরুষরা এই এলাকায় এসে জায়গা জমি চাষাবাদ করে বাগান সৃজন করে ভোগদখল করে আসছিলেন এবং আমাদের রেকর্ড আছে।’
বেতবুনিয়া ইউপির ৪ নং ওয়ার্ডের সদস্য নীলমনি চাকমা বলেন, ‘আবু বকর ও তাঁর ভাইয়েরা এই এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু তাঁদের রেকর্ড আছে কিনা সেটা বলতে পারব না।’
পোমরার বিট কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘আমি নোটিশ করেছি। নোটিশের সময় পার হয়ে গেছে। আবু জাফর ৭ / ৮ দিন পরে এসে আবার সময়ের আবেদন করেছে। তারা জমির কোনো কাগজপত্র এখনো আমাদের দেখাতে পারেনি।’
রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুলেশ্বর দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমি সাথে সাথে পোমরার বিট অফিসারকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তিনি এখনো আমাকে লিখিতভাবে কোনো রিপোর্ট দেননি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১১ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১১ দিন আগে