নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ঝাড়-ফুঁকে জিন তাড়ানো এবং চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের মোয়াজ্জিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী ও আকবরশাহ বেড়িবাঁধ এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার সরল বাজার ইউনিয়নের বাসিন্দা আশিকুল ইসলাম (৩৪)। তিনি সদরঘাটে হাজী নসু মালুম মসজিদের মোয়াজ্জিন। বাকি দুজন হলেন আকবরশাহ থানার লতিফপুর এলাকার জয় দাশ (২১) এবং একই এলাকার অপু দাশ (২১)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নোবেল চাকমা বলেন, একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভুক্তভোগী এক তরুণী (১৬) অসুস্থ হলে একজনের পরামর্শে তাকে আশিকুলের কাছে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, প্রথমে মেয়েটিকে দেখে আশিকুল বলেন, তার ওপর জিন ভর করেছে। তিন দিনের মধ্যে ঝাড়ফুঁক না করালে সে মারা যাবে। এ সময় চিকিৎসার জন্য ২১ হাজার টাকা খরচ হবে বলে জানায়। মেয়েটির বাবা ভয়ে তাতে রাজি হন। পরে ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ ওঠে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত আশিকুলকে হেফাজতে নেয়। গতকাল শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন চট্টগ্রামের আকবরশাহ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৯) যৌন নিপীড়নের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর এই তথ্য জানান।
ওসি বলেন, ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টে চাকরি করতেন। মাস কয়েক আগে চাকরি ছেড়ে তিনি কুমিল্লার বাড়িতে চলে যান। কিন্তু সৎমায়ের নির্যাতনে তিনি আবার চট্টগ্রামে চাকরির জন্য আসেন। গত বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রামে আগের কর্মস্থল গেলে প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে দেননি। নিরুপায় তিনি বিকেলে হাঁটতে হাঁটতে বেড়িবাঁধে চলে আসেন।
এ সময় চাকরির প্রলোভন দেখিয়ে উত্তর কাট্টলী টোল রোডের একটি ইটভাটার দিকে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে যৌন হয়রানির অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আকবরশাহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
চট্টগ্রামে ঝাড়-ফুঁকে জিন তাড়ানো এবং চাকরির প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের মোয়াজ্জিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী ও আকবরশাহ বেড়িবাঁধ এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার সরল বাজার ইউনিয়নের বাসিন্দা আশিকুল ইসলাম (৩৪)। তিনি সদরঘাটে হাজী নসু মালুম মসজিদের মোয়াজ্জিন। বাকি দুজন হলেন আকবরশাহ থানার লতিফপুর এলাকার জয় দাশ (২১) এবং একই এলাকার অপু দাশ (২১)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নোবেল চাকমা বলেন, একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ভুক্তভোগী এক তরুণী (১৬) অসুস্থ হলে একজনের পরামর্শে তাকে আশিকুলের কাছে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, প্রথমে মেয়েটিকে দেখে আশিকুল বলেন, তার ওপর জিন ভর করেছে। তিন দিনের মধ্যে ঝাড়ফুঁক না করালে সে মারা যাবে। এ সময় চিকিৎসার জন্য ২১ হাজার টাকা খরচ হবে বলে জানায়। মেয়েটির বাবা ভয়ে তাতে রাজি হন। পরে ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ ওঠে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত আশিকুলকে হেফাজতে নেয়। গতকাল শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই দিন চট্টগ্রামের আকবরশাহ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৯) যৌন নিপীড়নের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর এই তথ্য জানান।
ওসি বলেন, ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টে চাকরি করতেন। মাস কয়েক আগে চাকরি ছেড়ে তিনি কুমিল্লার বাড়িতে চলে যান। কিন্তু সৎমায়ের নির্যাতনে তিনি আবার চট্টগ্রামে চাকরির জন্য আসেন। গত বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রামে আগের কর্মস্থল গেলে প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে দেননি। নিরুপায় তিনি বিকেলে হাঁটতে হাঁটতে বেড়িবাঁধে চলে আসেন।
এ সময় চাকরির প্রলোভন দেখিয়ে উত্তর কাট্টলী টোল রোডের একটি ইটভাটার দিকে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে যৌন হয়রানির অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আকবরশাহ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে