সম্পাদকীয়
একবার জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক সপরিবারে ভারতে যাবেন। সে কথা জানলেন আহমদ ছফা। আহমদ ছফা আব্দুর রাজ্জাককে বললেন, ‘স্যার, আমার জন্য একটা শাল আনবেন।’
আব্দুর রাজ্জাক জিজ্ঞেস করলেন, ‘আর কোনো জিনিস আপনার দরকার নেই?’
ছফা বললেন, ‘যদি আপনি বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান, ভারতীয় সংগীত শাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য।’
আহমদ ছফার কোনো সন্দেহই ছিল না যে আব্দুর রাজ্জাক শাল বা বইয়ের কথা ভুলে যাবেন। ফিরে আসার পর দেখা হলো। ছফা জিজ্ঞেস করলেন, ‘স্যার, আপনি কবে এসেছেন?
‘আজ বিয়ানের ফ্লাইটে। মৌলভী আহমদ ছফা আপনি কেমন ছিলেন?’ ‘ভালো স্যার।’ ‘কাল বিয়ানে আপনি একবার আয়েন।’ বললেন জ্ঞানতাপস।
পরদিন সকালবেলায় আহমদ ছফা তাঁর বাড়িতে গেলে আব্দুর রাজ্জাক সত্যি সত্যি ঘিয়ে রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন তাঁর হাতে। খুব খুশি হয়ে শরীরে সেই শাল জড়ালেন আহমদ ছফা। কিন্তু তখন নিচের সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল। স্যার বললেন, ‘চাদরটা এই দিকে থুইয়া দেন।’
আহমদ ছফা আব্দুর রাজ্জাকের কথা বুঝতে পারেননি। তখন স্যার নিজেই আহমদ ছফার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুড়ে দিলেন। খুব মেজাজ খারাপ হলো আহমদ ছফার। মনে হলো এক দৌড়ে এখান থেকে বেরিয়ে যান। ছফার মনোভাব বুঝতে পেরে আব্দুর রাজ্জাক বললেন, ‘মৌলভী আব্দুল আহমদ ছফা, যায়েন না। আপনার লগে একটু কথা আছে।’
দুই শিক্ষক গল্প করে চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক বিছানা থেকে শালখানা কুড়িয়ে আবার আহমদ ছফার কাঁধে তুলে দিয়ে বললেন, ‘কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে।’ এরপর কলকাতা থেকে আনা বইয়ের পুঁটলিটাও দিলেন আহমদ ছফাকে।
সূত্র: আহমদ ছফা, যদ্যপি আমার গুরু, পৃষ্ঠা ৪৯-৫০
একবার জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক সপরিবারে ভারতে যাবেন। সে কথা জানলেন আহমদ ছফা। আহমদ ছফা আব্দুর রাজ্জাককে বললেন, ‘স্যার, আমার জন্য একটা শাল আনবেন।’
আব্দুর রাজ্জাক জিজ্ঞেস করলেন, ‘আর কোনো জিনিস আপনার দরকার নেই?’
ছফা বললেন, ‘যদি আপনি বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান, ভারতীয় সংগীত শাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য।’
আহমদ ছফার কোনো সন্দেহই ছিল না যে আব্দুর রাজ্জাক শাল বা বইয়ের কথা ভুলে যাবেন। ফিরে আসার পর দেখা হলো। ছফা জিজ্ঞেস করলেন, ‘স্যার, আপনি কবে এসেছেন?
‘আজ বিয়ানের ফ্লাইটে। মৌলভী আহমদ ছফা আপনি কেমন ছিলেন?’ ‘ভালো স্যার।’ ‘কাল বিয়ানে আপনি একবার আয়েন।’ বললেন জ্ঞানতাপস।
পরদিন সকালবেলায় আহমদ ছফা তাঁর বাড়িতে গেলে আব্দুর রাজ্জাক সত্যি সত্যি ঘিয়ে রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন তাঁর হাতে। খুব খুশি হয়ে শরীরে সেই শাল জড়ালেন আহমদ ছফা। কিন্তু তখন নিচের সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল। স্যার বললেন, ‘চাদরটা এই দিকে থুইয়া দেন।’
আহমদ ছফা আব্দুর রাজ্জাকের কথা বুঝতে পারেননি। তখন স্যার নিজেই আহমদ ছফার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুড়ে দিলেন। খুব মেজাজ খারাপ হলো আহমদ ছফার। মনে হলো এক দৌড়ে এখান থেকে বেরিয়ে যান। ছফার মনোভাব বুঝতে পেরে আব্দুর রাজ্জাক বললেন, ‘মৌলভী আব্দুল আহমদ ছফা, যায়েন না। আপনার লগে একটু কথা আছে।’
দুই শিক্ষক গল্প করে চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক বিছানা থেকে শালখানা কুড়িয়ে আবার আহমদ ছফার কাঁধে তুলে দিয়ে বললেন, ‘কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে।’ এরপর কলকাতা থেকে আনা বইয়ের পুঁটলিটাও দিলেন আহমদ ছফাকে।
সূত্র: আহমদ ছফা, যদ্যপি আমার গুরু, পৃষ্ঠা ৪৯-৫০
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে