সম্পাদকীয়
পূর্ব বাংলার, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলমানদের স্বার্থ আদায়ে বিশ শতকের গোড়ার দিকে নেতৃত্বের হাল ধরেন নবাব স্যার সলিমুল্লাহ। দরিদ্র, শোষিত বাঙালি মুসলমানদের মুক্তির স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্র নির্মাণে তাঁর অবদান অনন্য।
পূর্বপুরুষদের জমিদারি ব্যবস্থা তাঁর সময়ে এসে ব্যাহত হয়েছিল। তাই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিতে বাধ্য হন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর তিনি নবাব এস্টেটের দায়িত্ব পান। এই দায়িত্ব পাওয়ার পরপরই ঢাকার সব মহল্লায় তিনি স্থাপন করেছিলেন নৈশ বিদ্যালয়। পূর্ব বাংলার বৈষম্যের শিকার মানুষের উন্নতির জন্য তিনিই প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান। তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী করেছিল।
হিন্দু ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদের সময়ে পূর্ব বাংলার বঞ্চিত মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বোধ জাগ্রত করতে তাঁর নেতৃত্বেই ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘অল-ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’। এই সম্মেলন শেষে তাঁর প্রস্তাবে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’। তাঁর একক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ রোপিত হয়েছিল।
বর্তমান প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠাতেও তাঁর পরিবারের দান অপরিসীম ছিল। কারণ অর্থাভাবে যখন এই প্রতিষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না, তখন তাঁর পিতা সে সময় ১ লাখ ১২ হাজার টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি মারা গেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন।
ঢাকার সমাজজীবনে পঞ্চায়েত পদ্ধতি প্রবর্তনে নবাব সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। তিনি খেলাধুলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদ উৎসব, বায়োস্কোপ প্রদর্শনী এবং নাট্যাভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে উদারহস্তে পৃষ্ঠপোষকতা করতেন।
পিছিয়ে পড়া মুসলমান সমাজের জন্য তাঁর মন ব্যাকুল থাকলেও তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এ কারণে হিন্দুধর্মাবলম্বীরাও তাঁর নেতৃত্বকে মেনে নিতে কার্পণ্য করেনি। ব্রিটিশ সরকার তাঁকে সিএসআই, নবাব বাহাদুর, কেসিএসআই ও জিসিএসআই উপাধি দেয়। সমাজসংস্কারক এই মানুষটি ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
পূর্ব বাংলার, বিশেষ করে পিছিয়ে পড়া মুসলমানদের স্বার্থ আদায়ে বিশ শতকের গোড়ার দিকে নেতৃত্বের হাল ধরেন নবাব স্যার সলিমুল্লাহ। দরিদ্র, শোষিত বাঙালি মুসলমানদের মুক্তির স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্র নির্মাণে তাঁর অবদান অনন্য।
পূর্বপুরুষদের জমিদারি ব্যবস্থা তাঁর সময়ে এসে ব্যাহত হয়েছিল। তাই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিতে বাধ্য হন। ১৯০১ সালে পিতার মৃত্যুর পর তিনি নবাব এস্টেটের দায়িত্ব পান। এই দায়িত্ব পাওয়ার পরপরই ঢাকার সব মহল্লায় তিনি স্থাপন করেছিলেন নৈশ বিদ্যালয়। পূর্ব বাংলার বৈষম্যের শিকার মানুষের উন্নতির জন্য তিনিই প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান। তাঁর দাবি অনুযায়ী ইংরেজ সরকার ১৯০৫ সালে ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ’ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী করেছিল।
হিন্দু ব্রাহ্মণ্যবাদী আধিপত্যবাদের সময়ে পূর্ব বাংলার বঞ্চিত মুসলমান জনগোষ্ঠীর রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বোধ জাগ্রত করতে তাঁর নেতৃত্বেই ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘অল-ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’। এই সম্মেলন শেষে তাঁর প্রস্তাবে গঠিত হয় ‘নিখিল ভারত মুসলিম লীগ’। তাঁর একক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ রোপিত হয়েছিল।
বর্তমান প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিষ্ঠাতেও তাঁর পরিবারের দান অপরিসীম ছিল। কারণ অর্থাভাবে যখন এই প্রতিষ্ঠান বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না, তখন তাঁর পিতা সে সময় ১ লাখ ১২ হাজার টাকা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি মারা গেলে স্যার সলিমুল্লাহ সেই অর্থ পরিশোধ করেন।
ঢাকার সমাজজীবনে পঞ্চায়েত পদ্ধতি প্রবর্তনে নবাব সলিমুল্লাহর অবদান অনস্বীকার্য। তিনি খেলাধুলা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ঈদ উৎসব, বায়োস্কোপ প্রদর্শনী এবং নাট্যাভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রে উদারহস্তে পৃষ্ঠপোষকতা করতেন।
পিছিয়ে পড়া মুসলমান সমাজের জন্য তাঁর মন ব্যাকুল থাকলেও তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। এ কারণে হিন্দুধর্মাবলম্বীরাও তাঁর নেতৃত্বকে মেনে নিতে কার্পণ্য করেনি। ব্রিটিশ সরকার তাঁকে সিএসআই, নবাব বাহাদুর, কেসিএসআই ও জিসিএসআই উপাধি দেয়। সমাজসংস্কারক এই মানুষটি ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে