সম্পাদকীয়
মোহাম্মদ সুলতানের কথা বলতে গেলে প্রথমেই চলে আসবে ভাষা আন্দোলনের কথা। সে সময়ের যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক তিনি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ১০ জন করে শিক্ষার্থী রাস্তায় বেরিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করবেন।
মোহাম্মদ সুলতানের ওপর ভার পড়েছিল সেই ১০ জনি মিছিলে অংশগ্রহণকারীর নামের তালিকা করার। বেশ কিছুক্ষণ সেটা তিনি করতে পেরেছিলেন। এরপর আন্দোলনের তীব্রতায় একের পর এক ১০ জনি মিছিল বের হতে থাকলে এর সঙ্গে পাল্লা দিয়ে তালিকা আর তৈরি করা যায়নি।
যে তিনজন শিক্ষার্থী সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদে কালো পতাকা উত্তোলন করেছিলেন, তাঁর একজন ছিলেন মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের শেষের দিকে ছাত্র ইউনিয়নের জন্ম হলে মোহাম্মদ সুলতান তার প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বও তিনি পালন করতে থাকেন।
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের প্রথম সংকলন সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। মোহাম্মদ সুলতান ছিলেন সেই সংকলনের প্রকাশক। তাঁর পুঁথিপত্র প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়েছিল। সংকলনটির নাম ছিল ‘একুশে ফেব্রুয়ারী’। এটি ভাষা আন্দোলনের ওপর প্রথম সাহিত্য দলিল। মুসলিম লীগ সরকার প্রকাশনার কিছুদিনের মধ্যেই সংকলনটি বাজেয়াপ্ত করে।
১৯৫৭ সালে ন্যাপের জন্মলগ্নে তিনি ন্যাপের প্রাদেশিক কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৬৭ সালে ন্যাপ বিভাজিত হলে তিনি মওলানা ভাসানী অংশের প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।মুক্ত অবস্থায়ও বারবার হুলিয়ার কারণে তাঁকে আত্মগোপনে থেকে রাজনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত থাকতে হয়।
রাজনীতির পাশাপাশি তিনি প্রকাশনাশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এ দেশের প্রগতিশীল পুস্তক প্রকাশনার গুরুত্ব তিনি বুঝতেন। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে তিনি প্রগতিশীল পুস্তক প্রকাশনার চেষ্টা করেন।
১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ২০০৭ সালে ধানমন্ডির ৩ নম্বর সড়কটির নামকরণ করা হয় ‘ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান সড়ক’।
মোহাম্মদ সুলতানের কথা বলতে গেলে প্রথমেই চলে আসবে ভাষা আন্দোলনের কথা। সে সময়ের যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় সংগঠক তিনি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ১০ জন করে শিক্ষার্থী রাস্তায় বেরিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করবেন।
মোহাম্মদ সুলতানের ওপর ভার পড়েছিল সেই ১০ জনি মিছিলে অংশগ্রহণকারীর নামের তালিকা করার। বেশ কিছুক্ষণ সেটা তিনি করতে পেরেছিলেন। এরপর আন্দোলনের তীব্রতায় একের পর এক ১০ জনি মিছিল বের হতে থাকলে এর সঙ্গে পাল্লা দিয়ে তালিকা আর তৈরি করা যায়নি।
যে তিনজন শিক্ষার্থী সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদে কালো পতাকা উত্তোলন করেছিলেন, তাঁর একজন ছিলেন মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের শেষের দিকে ছাত্র ইউনিয়নের জন্ম হলে মোহাম্মদ সুলতান তার প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বও তিনি পালন করতে থাকেন।
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের প্রথম সংকলন সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। মোহাম্মদ সুলতান ছিলেন সেই সংকলনের প্রকাশক। তাঁর পুঁথিপত্র প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়েছিল। সংকলনটির নাম ছিল ‘একুশে ফেব্রুয়ারী’। এটি ভাষা আন্দোলনের ওপর প্রথম সাহিত্য দলিল। মুসলিম লীগ সরকার প্রকাশনার কিছুদিনের মধ্যেই সংকলনটি বাজেয়াপ্ত করে।
১৯৫৭ সালে ন্যাপের জন্মলগ্নে তিনি ন্যাপের প্রাদেশিক কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৬৭ সালে ন্যাপ বিভাজিত হলে তিনি মওলানা ভাসানী অংশের প্রাদেশিক কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।মুক্ত অবস্থায়ও বারবার হুলিয়ার কারণে তাঁকে আত্মগোপনে থেকে রাজনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত থাকতে হয়।
রাজনীতির পাশাপাশি তিনি প্রকাশনাশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। এ দেশের প্রগতিশীল পুস্তক প্রকাশনার গুরুত্ব তিনি বুঝতেন। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে তিনি প্রগতিশীল পুস্তক প্রকাশনার চেষ্টা করেন।
১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ২০০৭ সালে ধানমন্ডির ৩ নম্বর সড়কটির নামকরণ করা হয় ‘ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান সড়ক’।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে