হ্যাঁ, আমরা ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ কিংবা ‘মিস্টার নো’র রচয়িতা জুল ভার্নের কথাই বলছি। বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক এই বিরাট মানুষটি কিন্তু প্রেমে পড়েছিলেন সেই কিশোর বয়সেই। সে কথাই বলি।
একবার বালক জুল ভার্ন কাউকে না জানিয়ে উঠে গিয়েছিলেন জাহাজে। যাবেন ভারতে। স্বজনেরা অনেক খুঁজে তাঁকে পেলেন জাহাজের ডেকে। সেখান থেকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। তারপর জিজ্ঞেস করলেন, ‘কেন হঠাৎ জাহাজ ভ্রমণের শখ হলো?’
যা জানা গেল তা হলো, কাজিন ক্যারোলিনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এই মেয়েটির জন্য জীবন দিয়ে দেওয়া যায়, আর জাহাজে ভারত পাড়ি দেওয়া তো নস্যি! তবে রহস্য উন্মোচন করলেন স্বয়ং জুল ভার্নই। বললেন, ‘ভারতে যাচ্ছিলেন প্রবাল আর পুঁতির মালা এনে ক্যারোলিনাকে দেবেন বলে। ক্যারোলিনা পুঁতির মালা দেখে চমকে যাবে এবং জুল ভার্নের প্রেমে পড়ে যাবে, এটাই ভেবেছিলেন জুল ভার্ন।
কিন্তু ক্যারোলিনা কি জুল ভার্নকে ভালোবাসতেন? না, ক্যারোলিনা ট্রনসন আদতে জুল ভার্নের চেয়ে দেড় বছরের বড় ছিলেন। জুল ভার্নকে ভালোবাসার কথা তিনি কখনোই ভাবেননি। ক্যারোলিনার প্রেমে পাগল হয়ে ১২ বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন জুল ভার্ন। কবিতার সেরা পঙ্ক্তির আবেশে অনায়াসে ক্যারোলিনা তাঁর প্রেমে পড়ে যাবেন—এই ছিল জুল ভার্নের ভাবনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রোমান্টিক ভাবনাগুলোকেও পুরে দেওয়া শুরু হলো কবিতায়। সে কবিতাগুলো ক্যারোলিনার কাছে যাচ্ছিল উপহার হিসেবে, তাতে থাকছিল একসঙ্গে নাচার আমন্ত্রণও। কিন্তু তাতে ক্যারোলিনার মন গলেনি এবং ১৮৪৭ সালে ঘটল এমন একটি ঘটনা, যা জুল ভার্নের দীর্ঘদিনের একপক্ষীয় প্রেম ধাক্কা খেল। সে বছর জুল ভার্নের বয়স ১৯ আর ক্যারোলিনার ২০। ক্যারোলিনার বিয়ে হয়ে গেল তাঁর চেয়ে ২০ বছর বড় এক পাত্রের সঙ্গে। হৃদয় ভেঙে গেল জুল ভার্নের। কিন্তু তাতে কার কি আসে-যায়! অন্তত ক্যারোলিনা জুল ভার্নকে নিয়ে একেবারেই ভাবেননি।
সূত্র: লাইভলিব ডট রু
হ্যাঁ, আমরা ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ কিংবা ‘মিস্টার নো’র রচয়িতা জুল ভার্নের কথাই বলছি। বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক এই বিরাট মানুষটি কিন্তু প্রেমে পড়েছিলেন সেই কিশোর বয়সেই। সে কথাই বলি।
একবার বালক জুল ভার্ন কাউকে না জানিয়ে উঠে গিয়েছিলেন জাহাজে। যাবেন ভারতে। স্বজনেরা অনেক খুঁজে তাঁকে পেলেন জাহাজের ডেকে। সেখান থেকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। তারপর জিজ্ঞেস করলেন, ‘কেন হঠাৎ জাহাজ ভ্রমণের শখ হলো?’
যা জানা গেল তা হলো, কাজিন ক্যারোলিনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এই মেয়েটির জন্য জীবন দিয়ে দেওয়া যায়, আর জাহাজে ভারত পাড়ি দেওয়া তো নস্যি! তবে রহস্য উন্মোচন করলেন স্বয়ং জুল ভার্নই। বললেন, ‘ভারতে যাচ্ছিলেন প্রবাল আর পুঁতির মালা এনে ক্যারোলিনাকে দেবেন বলে। ক্যারোলিনা পুঁতির মালা দেখে চমকে যাবে এবং জুল ভার্নের প্রেমে পড়ে যাবে, এটাই ভেবেছিলেন জুল ভার্ন।
কিন্তু ক্যারোলিনা কি জুল ভার্নকে ভালোবাসতেন? না, ক্যারোলিনা ট্রনসন আদতে জুল ভার্নের চেয়ে দেড় বছরের বড় ছিলেন। জুল ভার্নকে ভালোবাসার কথা তিনি কখনোই ভাবেননি। ক্যারোলিনার প্রেমে পাগল হয়ে ১২ বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন জুল ভার্ন। কবিতার সেরা পঙ্ক্তির আবেশে অনায়াসে ক্যারোলিনা তাঁর প্রেমে পড়ে যাবেন—এই ছিল জুল ভার্নের ভাবনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রোমান্টিক ভাবনাগুলোকেও পুরে দেওয়া শুরু হলো কবিতায়। সে কবিতাগুলো ক্যারোলিনার কাছে যাচ্ছিল উপহার হিসেবে, তাতে থাকছিল একসঙ্গে নাচার আমন্ত্রণও। কিন্তু তাতে ক্যারোলিনার মন গলেনি এবং ১৮৪৭ সালে ঘটল এমন একটি ঘটনা, যা জুল ভার্নের দীর্ঘদিনের একপক্ষীয় প্রেম ধাক্কা খেল। সে বছর জুল ভার্নের বয়স ১৯ আর ক্যারোলিনার ২০। ক্যারোলিনার বিয়ে হয়ে গেল তাঁর চেয়ে ২০ বছর বড় এক পাত্রের সঙ্গে। হৃদয় ভেঙে গেল জুল ভার্নের। কিন্তু তাতে কার কি আসে-যায়! অন্তত ক্যারোলিনা জুল ভার্নকে নিয়ে একেবারেই ভাবেননি।
সূত্র: লাইভলিব ডট রু
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে