সাভার (ঢাকা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো সাভারের আশুলিয়াতেও হচ্ছে অবিরাম বৃষ্টি। আর এতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ, বিশেষ করে পোশাকশ্রমিকেরা। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা কাজে যোগ দেওয়ার সময় পড়ছেন পরিবহনসংকটে।
গতকাল সোমবার পোশাকশ্রমিকেরা জানান, রোববার রাতের বৃষ্টিপাতে সকালে ঘর থেকে বের হয়েই পানিতে ডুবে থাকা সড়কের দেখা পান তাঁরা। তবু কাজে যোগ দিতে হবে। তবে কারখানায় যেতে পরিবহনের সংকট দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো ছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোও পানিতে টইটম্বুর। বিভিন্ন সড়কে ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পোশাকশ্রমিকসহ অন্যান্য চাকরিজীবীকে।
অপেক্ষায় থাকা এ যাত্রীরা পাচ্ছেন পরিবহন। স্বল্প দূরত্বের যাত্রীদের একমাত্র ভরসা রিকশা-ভ্যান যেন সোনার হরিণ। কিছু সময় পর পর দু-একটি লেগুনা দেখা গেলেও তাতে যাত্রী ধারণের ঠাঁই নেই। অনেক পোশাকশ্রমিককে লেগুনার পেছনে ঝুলে ঝুলে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর অনেক যাত্রীই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।
রেহানা বেগম নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘বৃষ্টি হলে রাস্তায় গাড়িও তেমন পাওয়া যায় না। রিকশা যাও দুই একটা পাওয়া যায়, ভাড়া চায় প্রায় দ্বিগুণ।’
জাহাঙ্গীর মিয়া নামের এক রিকশাচালক বলেন, ‘সকাল ৭টায় বের হয়েছি। বেলা ৩টা পর্যন্ত মাত্র ৩০০ টাকা আয় করেছি। এখনো দুপুরের খাবার খাইনি। সকালে ও সন্ধ্যায় কিছু প্যাসেঞ্জার পেলেও একটানা বৃষ্টিতে সারা দিন তেমন লোক পাইনি।’
জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন ইমাম বলেন, শ্রমিকদের শত কষ্টেও ঠিকই কাজে ছুটে যেতে হয়। এমন সময়ে পরিবহনের অভাবে কাজে যেতে দেরি হলে সেখানেও লাঞ্ছনার শিকার হতে হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ জাওয়াদের প্রভাবে সারা দেশের মতো সাভারের আশুলিয়াতেও হচ্ছে অবিরাম বৃষ্টি। আর এতে বিপাকে পড়েছেন কর্মমুখী মানুষ, বিশেষ করে পোশাকশ্রমিকেরা। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা কাজে যোগ দেওয়ার সময় পড়ছেন পরিবহনসংকটে।
গতকাল সোমবার পোশাকশ্রমিকেরা জানান, রোববার রাতের বৃষ্টিপাতে সকালে ঘর থেকে বের হয়েই পানিতে ডুবে থাকা সড়কের দেখা পান তাঁরা। তবু কাজে যোগ দিতে হবে। তবে কারখানায় যেতে পরিবহনের সংকট দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো ছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোও পানিতে টইটম্বুর। বিভিন্ন সড়কে ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে পোশাকশ্রমিকসহ অন্যান্য চাকরিজীবীকে।
অপেক্ষায় থাকা এ যাত্রীরা পাচ্ছেন পরিবহন। স্বল্প দূরত্বের যাত্রীদের একমাত্র ভরসা রিকশা-ভ্যান যেন সোনার হরিণ। কিছু সময় পর পর দু-একটি লেগুনা দেখা গেলেও তাতে যাত্রী ধারণের ঠাঁই নেই। অনেক পোশাকশ্রমিককে লেগুনার পেছনে ঝুলে ঝুলে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর অনেক যাত্রীই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন।
রেহানা বেগম নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘বৃষ্টি হলে রাস্তায় গাড়িও তেমন পাওয়া যায় না। রিকশা যাও দুই একটা পাওয়া যায়, ভাড়া চায় প্রায় দ্বিগুণ।’
জাহাঙ্গীর মিয়া নামের এক রিকশাচালক বলেন, ‘সকাল ৭টায় বের হয়েছি। বেলা ৩টা পর্যন্ত মাত্র ৩০০ টাকা আয় করেছি। এখনো দুপুরের খাবার খাইনি। সকালে ও সন্ধ্যায় কিছু প্যাসেঞ্জার পেলেও একটানা বৃষ্টিতে সারা দিন তেমন লোক পাইনি।’
জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন ইমাম বলেন, শ্রমিকদের শত কষ্টেও ঠিকই কাজে ছুটে যেতে হয়। এমন সময়ে পরিবহনের অভাবে কাজে যেতে দেরি হলে সেখানেও লাঞ্ছনার শিকার হতে হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে