প্রতিভা বসু
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সব সময়ই ছিলেন আলাভোলা ধরনের মানুষ। বিশ্বভারতীর উপাচার্য যখন তিনি, তখন প্রতিভা বসু তাঁর সন্তানদের নিয়ে একবার শান্তিনিকেতনে গিয়েছেন। বুদ্ধদেব বসু তাঁদের সঙ্গে ছিলেন না। তাঁরা উঠেছিলেন পূর্বপল্লি গেস্ট হাউসে।
যখন ঢাকায় থাকতেন, তখন থেকেই সত্যেন বোসের সঙ্গে ভালো জানাশোনা ছিল প্রতিভা বসুর পরিবারের। ভীষণ স্নেহ করতেন তিনি প্রতিভা বসুকে। শান্তিনিকেতনে প্রতিভাকে দেখে খুশি হয়ে উঠলেন সত্যেন বোস। তাঁদের দেখা হয়েছিল রবীন্দ্রনাথের পুত্রবধূ, রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীর বাড়িতে। কোনার্কে তখন থাকেন প্রতিমা দেবী। প্রতিভাকে দেখেই সত্যেন বোস বললেন, ‘এ কী রে, তুই এলি কবে?’ সন্তানদের দেখে বললেন, ‘এ দুটো কে আবার?’
এরপর যখন শুনলেন গেস্ট হাউসে উঠেছেন প্রতিভা বসু, তখন রাগ করে বললেন, ‘তুই জানিস না, আমি এখানে এসেছি। তাহলে গেস্ট হাউসে উঠলি কী ভেবে?’
প্রতিভা যখন কিছু বলছেন না, তখন তিনি আবার বললেন, ‘আমার কাছে থাকতে যদি তোর মানে লাগে, তাহলে তুই গেস্ট হাউসেই থাক। তোরা চল।’ বলে প্রতিভার সন্তানদের নিয়ে তিনি নিজের বাড়ির দিকে রওনা দিলেন। অগত্যা গাড়িতে উঠতে হলো সবাইকে। গেস্ট হাউস থেকে তল্পিতল্পা গুটিয়ে তাঁরা গেলেন উপাচার্যের বাড়িতে।
এরপর রয়েছে দুপুরে খাওয়ার প্রসঙ্গ। সত্যেন বোসের নির্দেশে অনেক কিছু রান্না হয়েছে। কিন্তু টেবিলে এসে তিনি বুঝতে পারছিলেন না, কী দিয়ে কী খাবেন। প্রথমে একটু ভাত নিলেন। তারপর হাত বাড়িয়ে নিলেন একটা কলা। এ সময় রাঁধুনি ছেলেটা এসে বলল, ‘ও কী করছেন বড় বাবু! কী খাচ্ছেন আপনি?’
সত্যেন বোস বললেন, ‘তুই তো দিদির অনারে খুব টেবিল সাজিয়েছিস!’
ছেলেটা বলল, ‘কলা দিয়ে তো দই খাবেন। ভাত খাবেন ডাল দিয়ে।’
সত্যেন বোসের বিকার নেই। তিনি এরই মধ্যে ভাতের সঙ্গে কলা মেখে খাওয়া শুরু করে দিয়েছেন! ছেলেটি সেই প্লেট সরিয়ে ভদ্রমতো একটা প্লেট সত্যেন বোসের সামনে রাখল।
সূত্র: প্রতিভা বসু, জীবনের জলছবি, পৃষ্ঠা ২০৯-২১১
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু সব সময়ই ছিলেন আলাভোলা ধরনের মানুষ। বিশ্বভারতীর উপাচার্য যখন তিনি, তখন প্রতিভা বসু তাঁর সন্তানদের নিয়ে একবার শান্তিনিকেতনে গিয়েছেন। বুদ্ধদেব বসু তাঁদের সঙ্গে ছিলেন না। তাঁরা উঠেছিলেন পূর্বপল্লি গেস্ট হাউসে।
যখন ঢাকায় থাকতেন, তখন থেকেই সত্যেন বোসের সঙ্গে ভালো জানাশোনা ছিল প্রতিভা বসুর পরিবারের। ভীষণ স্নেহ করতেন তিনি প্রতিভা বসুকে। শান্তিনিকেতনে প্রতিভাকে দেখে খুশি হয়ে উঠলেন সত্যেন বোস। তাঁদের দেখা হয়েছিল রবীন্দ্রনাথের পুত্রবধূ, রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবীর বাড়িতে। কোনার্কে তখন থাকেন প্রতিমা দেবী। প্রতিভাকে দেখেই সত্যেন বোস বললেন, ‘এ কী রে, তুই এলি কবে?’ সন্তানদের দেখে বললেন, ‘এ দুটো কে আবার?’
এরপর যখন শুনলেন গেস্ট হাউসে উঠেছেন প্রতিভা বসু, তখন রাগ করে বললেন, ‘তুই জানিস না, আমি এখানে এসেছি। তাহলে গেস্ট হাউসে উঠলি কী ভেবে?’
প্রতিভা যখন কিছু বলছেন না, তখন তিনি আবার বললেন, ‘আমার কাছে থাকতে যদি তোর মানে লাগে, তাহলে তুই গেস্ট হাউসেই থাক। তোরা চল।’ বলে প্রতিভার সন্তানদের নিয়ে তিনি নিজের বাড়ির দিকে রওনা দিলেন। অগত্যা গাড়িতে উঠতে হলো সবাইকে। গেস্ট হাউস থেকে তল্পিতল্পা গুটিয়ে তাঁরা গেলেন উপাচার্যের বাড়িতে।
এরপর রয়েছে দুপুরে খাওয়ার প্রসঙ্গ। সত্যেন বোসের নির্দেশে অনেক কিছু রান্না হয়েছে। কিন্তু টেবিলে এসে তিনি বুঝতে পারছিলেন না, কী দিয়ে কী খাবেন। প্রথমে একটু ভাত নিলেন। তারপর হাত বাড়িয়ে নিলেন একটা কলা। এ সময় রাঁধুনি ছেলেটা এসে বলল, ‘ও কী করছেন বড় বাবু! কী খাচ্ছেন আপনি?’
সত্যেন বোস বললেন, ‘তুই তো দিদির অনারে খুব টেবিল সাজিয়েছিস!’
ছেলেটা বলল, ‘কলা দিয়ে তো দই খাবেন। ভাত খাবেন ডাল দিয়ে।’
সত্যেন বোসের বিকার নেই। তিনি এরই মধ্যে ভাতের সঙ্গে কলা মেখে খাওয়া শুরু করে দিয়েছেন! ছেলেটি সেই প্লেট সরিয়ে ভদ্রমতো একটা প্লেট সত্যেন বোসের সামনে রাখল।
সূত্র: প্রতিভা বসু, জীবনের জলছবি, পৃষ্ঠা ২০৯-২১১
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে