মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
দীর্ঘদিন বিদেশ থেকে আমদানি করা হতো চিংড়ি পোনার খাদ্য মাইক্রোএলজি। ছিল ভোগান্তি। এখন এ খাদ্য দেশেই উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। শুধু তাই নয়, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারি প্রতিষ্ঠানকে বিনা মূল্যে এ খাদ্য সরবরাহ করবে বিএফআরআই। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের সুনীল অর্থনীতি ত্বরান্বিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানীরা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে কক্সবাজারের চিংড়ি হ্যাচারির সংশ্লিষ্টদের নিয়ে ‘চিংড়ি হ্যাচারিতে ব্যবহৃত মাইক্রোএলজি চাষ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চিংড়ি হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (শেব) সভাপতি ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
আলোচনায় অংশ নেন বিএফআরআইয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, জাকিয়া হাসান, শাহিনুর জাহিদুল হাসান ও আহমেদ ফজলে রাব্বি প্রমুখ।
বিজ্ঞানীদের গবেষণায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত দেশীয় জাতের একটি মাইক্রোএলজি অধিক পুষ্টিগুণসম্পন্ন বলে প্রমাণিত হয়েছে।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, চিংড়ির পোনা বা লার্ভি চাষে বহুল ব্যবহৃত মাইক্রোএলজি নিয়ে বিএফআরআইয়ের বিজ্ঞানীরা ২০১৭ সালে গবেষণা শুরু করে। মাইক্রোএলজি একটি ফাইটো প্লাংকটন বা ক্ষুদ্র উদ্ভিজ্জ অণুজীব। ২০১৮ সালে প্রথমবারের মতো স্কেলেটোনেমা কস্টাটুম নামের এক প্রকার মাইক্রোএলজি পৃথককরণে সাফল্য পান তাঁরা।
ড. শফিকুর রহমান জানান, কয়েক বছরের নিবিড় গবেষণার পর বিজ্ঞানীরা ওই মাইক্রোএলজির বিশাল মজুত গড়ে তুলেছেন কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে। এখান থেকে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো বিনা মূল্যে এই জীবন্ত খাবারটি নিয়ে যেতে পারবেন।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উপপরিচালক জাকিয়া হাসান বলেন, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারিগুলোতে দীর্ঘদিন আমেরিকা, থাইল্যান্ড ও ভারত থেকে এ খাদ্যটি আমদানি করা হতো। মাত্র ৫-১০ মিলিলিটার মাইক্রোএলজির দাম পড়ত ২০ থেকে ২৫ হাজার টাকা।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, দেশীয় জাতের মাইক্রোএলজির ব্যাকটেরিয়াল দূষণ নেই। তাই উৎপাদনকারী হ্যাচারি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। দেশীয় মাইক্রোএলজি চাষের জন্য সরাসরি উৎস (কক্সবাজার উপকূল) থেকে সংগৃহীত পানি ব্যবহার করায় এর বৃদ্ধির হারও বেশি।
দীর্ঘদিন বিদেশ থেকে আমদানি করা হতো চিংড়ি পোনার খাদ্য মাইক্রোএলজি। ছিল ভোগান্তি। এখন এ খাদ্য দেশেই উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। শুধু তাই নয়, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারি প্রতিষ্ঠানকে বিনা মূল্যে এ খাদ্য সরবরাহ করবে বিএফআরআই। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের সুনীল অর্থনীতি ত্বরান্বিত করবে বলে আশা সংশ্লিষ্টদের।
গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানীরা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগে কক্সবাজারের চিংড়ি হ্যাচারির সংশ্লিষ্টদের নিয়ে ‘চিংড়ি হ্যাচারিতে ব্যবহৃত মাইক্রোএলজি চাষ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হয়।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চিংড়ি হ্যাচারি মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (শেব) সভাপতি ও কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।
আলোচনায় অংশ নেন বিএফআরআইয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, জাকিয়া হাসান, শাহিনুর জাহিদুল হাসান ও আহমেদ ফজলে রাব্বি প্রমুখ।
বিজ্ঞানীদের গবেষণায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত দেশীয় জাতের একটি মাইক্রোএলজি অধিক পুষ্টিগুণসম্পন্ন বলে প্রমাণিত হয়েছে।
কক্সবাজার বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, চিংড়ির পোনা বা লার্ভি চাষে বহুল ব্যবহৃত মাইক্রোএলজি নিয়ে বিএফআরআইয়ের বিজ্ঞানীরা ২০১৭ সালে গবেষণা শুরু করে। মাইক্রোএলজি একটি ফাইটো প্লাংকটন বা ক্ষুদ্র উদ্ভিজ্জ অণুজীব। ২০১৮ সালে প্রথমবারের মতো স্কেলেটোনেমা কস্টাটুম নামের এক প্রকার মাইক্রোএলজি পৃথককরণে সাফল্য পান তাঁরা।
ড. শফিকুর রহমান জানান, কয়েক বছরের নিবিড় গবেষণার পর বিজ্ঞানীরা ওই মাইক্রোএলজির বিশাল মজুত গড়ে তুলেছেন কক্সবাজারের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে। এখান থেকে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো বিনা মূল্যে এই জীবন্ত খাবারটি নিয়ে যেতে পারবেন।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের উপপরিচালক জাকিয়া হাসান বলেন, চিংড়ি উৎপাদনকারী হ্যাচারিগুলোতে দীর্ঘদিন আমেরিকা, থাইল্যান্ড ও ভারত থেকে এ খাদ্যটি আমদানি করা হতো। মাত্র ৫-১০ মিলিলিটার মাইক্রোএলজির দাম পড়ত ২০ থেকে ২৫ হাজার টাকা।
বিএফআরআই কক্সবাজার সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক বলেন, দেশীয় জাতের মাইক্রোএলজির ব্যাকটেরিয়াল দূষণ নেই। তাই উৎপাদনকারী হ্যাচারি শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে। দেশীয় মাইক্রোএলজি চাষের জন্য সরাসরি উৎস (কক্সবাজার উপকূল) থেকে সংগৃহীত পানি ব্যবহার করায় এর বৃদ্ধির হারও বেশি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪