Ajker Patrika

সূচক কিছু বাড়লেও লেনদেনে খরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১: ৩৬
সূচক কিছু বাড়লেও লেনদেনে খরা

টানা আট কর্মদিবস পতনের পর গতকাল বুধবার ১ শতাংশ সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। তবে লেনদেনে খরা কাটেনি। তাই উৎফুল্ল হতে পারছেন না বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা। তাঁদের অনেকে মনে করছেন, হয়তো ধরে-বেঁধে সূচকের উত্থান ঘটানো হয়েছে। বাজারের প্রকৃত গতি বুঝতে আরও সময় নিতে চাইছেন তাঁরা।

জানা গেছে, আগের দুই দিনের মতো বড় পতন যাতে না হয়, সে জন্য গতকাল বিভিন্নভাবে সক্রিয় ছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সঙ্গে গতকাল তারা বৈঠকও করে। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। একই সঙ্গে শেয়ার বিক্রির চাপ না বাড়ানোর জন্য বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। বিপরীতে হাউসগুলো বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি থামাতে নানাভাবে আশ্বস্ত করেছে; যার প্রভাবে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আড়াই মাসের সর্বনিম্ন স্থানে চলে এসেছে। দিনভর হাতবদল হয়েছে মাত্র ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ৭১ লাখ টাকা কম। এর চেয়ে কম লেনদেন হয় ৫০ কর্মদিবস আগে ৪ জানুয়ারি, ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা।

অথচ ১৮ জানুয়ারি থেকে কয়েক ধাপে শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর সূচকের উত্থানের সঙ্গে লেনদেনে জোয়ার আসে। ৪ ফেব্রুয়ারি থেকে টানা ৮ কর্মদিবস দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। সেটি এখন চরম তলানিতে। গতকাল লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০৫টির, কমেছে ৫২টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৪৪টির। এর প্রভাবে সূচকে যোগ হয়েছে ৫৮ পয়েন্ট। এতে সাধারণ সূচক অবস্থান করছে ৫ হাজার ৮৭২ পয়েন্টে।

সানী মাহমুদ নামের এক বিনিয়োগকারী আজকের পত্রিকাকে বলেন, ‘এত পতনের পর সূচক এতটুকু বৃদ্ধি পাওয়াতে কিছু যায় আসে না। যদি লেনদেন বাড়ত, তাহলে বোঝা যেত যে বাজার ভালো হচ্ছে। বাজারের গতি বুঝতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।’

গতকাল সূচকের উত্থানে ব্যাংক ও বড় মূলধনি কোম্পানির ভূমিকা ছিল। বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে, সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সি-পার্ল ও ইউনিক হোটেল। এই ১০ কোম্পানি মিলে সূচকে যোগ করেছে প্রায় ২৩ পয়েন্ট।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ধারাবাহিক পতনের পর একটু উত্থান হতেই পারে। এখন সেটা টেকসই হয় কি না দেখার বিষয়।

ডিবিএর সঙ্গে গতকালের বৈঠকের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, পুঁজিবাজারকে দীর্ঘ মেয়াদে গতিশীল করতে বিএসইসি ও ডিবিএর প্রতিনিধিরা আলোচনা করেছেন। দুর্বলতাগুলো দূর করে বাজার এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে সবাই সম্মত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত