Ajker Patrika

অশনির প্রভাবে বৃষ্টি, আধা পাকা ধান কাটছেন কৃষক

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১২: ৩২
অশনির প্রভাবে বৃষ্টি, আধা পাকা ধান কাটছেন কৃষক

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মাদারীপুরে গেল কয়েক দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চলের বোরো ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। ধান কাটার শ্রমিকও পাচ্ছেন না অনেকে। ফলন কম পাওয়ার আশঙ্কায় তাই দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে।

সরেজমিন দেখা যায়, কালকিনির শশীকর এলাকার বিলে মাঠের পর মাঠ বোরো আবাদ হয়েছে। এরই মধ্যে গেল কয়েক দিনের ভারী বর্ষণে কিছু জমিতে পানি উঠতে শুরু করেছে। ফলে কৃষকেরা কষ্টার্জিত ফসল কাটতে মাঠে নেমে পড়েছেন। বৃষ্টিতে ভেজা ধান তুলে কোনো রকমে রাস্তার পাশে রাখছে। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে ধান কাটতে শ্রমিক না পাওয়ায় বিপাকে পড়েছেন অনেক কৃষক। ফলে পরিবার-পরিজন নিয়েই অনেকে ধান কাটছে। তবে গতবারের চেয়ে ফলন কম হওয়ার আশঙ্কায় কৃষকেরা।

তথ্য মতে, শিবচরের চরাঞ্চল বেষ্টিত জরজানাজাত, কাঠালবাড়ী, সন্ন্যাসীরচর, মাদবরেরচর, রাজৈর উপজেলার আমগ্রাম, কদমবাড়ী, পাখুল্লা, বাজিরতপুর, সদর উপজেলার কুনিয়া, দৌলতপুর, কেন্দুয়া, খাটোপাড়া কেন্দুয়া, কালকিনি উপজেলার শিকারমঙ্গল, সিড়িখান, সাহেবরামপুর, আন্ডারচর, বাঁশগাড়ি, লক্ষীপুর, ঠেঙ্গামারা, রমজানপুর ও ডাসার উপজেলার শশীকর, ডাসার, বালিগ্রামসহ অন্তত ৪০টি গ্রামের নিন্মাঞ্চলে ধানের জমিতে পানি উঠতে শুরু করেছে। এতে অন্তত ১০ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ডাসার উপজেলার শশীকর এলাকার কৃষক হরিপদ রায় বলেন, ‘কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে আমাদের জমিতে পানি জমতে শুরু করেছে। কিন্তু ধান এখনো পুরোপুরি পাকা নাই। আর সপ্তাহখানেক থাকলে ধানটা পরিপক্ক হতো। কিন্তু ঝড়ের কারণে বাধ্য হচ্ছি ধান কাটতে। এতে ফলন আগের বারের মতো হবে না। আমি এবার তিন বিঘা জমিতে ধান লাগাইছি। সব জমির ধান কাটতে শুরু করেছি।’

আরেক কৃষক সলেমান বেপারী বলেন, ‘ধানের গোড়ায় পানি। এখন ধান না কাটলে সব পানির নিচে যাবে। কিন্তু এই সময়ে ধান কাটা শ্রমিকও পাই না। অন্য দিনে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এমন থাকলে ধান ঘরে তুলতে পারব না। এখন পরিবারের লোকজন আর স্থানীয় কৃষকদের সহযোগিতায় ধান কেটে রাস্তায় ওঠাচ্ছি। আর রোদ না উঠলে ধানও পচতে শুরু করবে। এখন আল্লাহর ওপর ভরসা করে আছি।’

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৮০০ হেক্টর। কিন্তু নানা কারণে এবার জেলায় উৎপাদন হয়েছে ৩৩ হাজার ৪৭৭ হেক্টর জমিতে। কয়েক দিনের বৃষ্টির কারণে প্রায় ২৬ শতাংশ জমির ধান এরই মধ্যে কাটা হয়ে গেছে। বাকি ৭৪ শতাংশ জমির ধান কাটা হবে। তবে উৎপাদন আগের বারের চেয়ে কম হওয়ার আশঙ্কা কৃষি কার্যালয়ের।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এবার ধান পাকা মৌসুমে ঘূর্ণিঝড় ‘অশনির’র প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় কৃষকেরা কিছুটা বিপাকে পড়েছেন। এতে কৃষকদের আগে-ভাগে নিন্মাঞ্চলের ধান কাটতে বলেছি। জেলার ৬০টি ইউনিয়নের কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কৃষকদের ধান কাটতে উদ্ধুদ্ধ করছেন। আধা পাকা হলেও ধান আগে ঘরের নেওয়ার অনুরোধ করছি। ফলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির থেকে রক্ষা পাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত