সিলেট প্রতিনিধি
ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন সাইফুল ইসলাম। বেড়ানো শেষে গত শনিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাস বা ট্রেনের কোনো টিকিট পাচ্ছিলেন না।
সাইফুল বলেন, ‘ঈদের পরদিন সিলেটে বেড়াতে আসি। অফিসে ছুটি পাওনা ছিল, তাই ঈদের ছুটি ও সরকারি ছুটি ছাড়াও তিন দিন অতিরিক্ত ছুটি পেয়েছি। ফেরার সময় টিকিট পাব কি না এই নিয়ে সংশয় ছিল। অনেকেই আশ্বাস দিলেন, সিলেট থেকে সব সময় টিকিট পাওয়া যায়। তাই ফিরতি টিকিট করিনি। কিন্তু এখন ঢাকা যাওয়ার কোনো টিকিট পাচ্ছি না। সোমবার অফিসে যোগ দিতে হবে।’
সাইফুল ইসলামের মতো ঈদুল ফিতরের ছুটিতে অসংখ্য মানুষ সিলেটে এসেছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। বেড়ানো শেষে গত শনিবার রাত থেকেই ফিরতে শুরু করেন তাঁরা। সিলেটে যাঁরা বেড়াতে এসেছিলেন তাঁদের বেশির ভাগই ঢাকার বাসিন্দা। তাই ঢাকায় ফেরার বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। অনেকেরই কর্মস্থলে সময়মতো যোগদান নিয়ে আশঙ্কা রয়েছে।
ঈদের ছুটি পরবর্তী গত বৃহস্পতিবার প্রথম কর্মদিবস শুরু হলেও গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুদিন অনেকেই সিলেটে ঘুরে বেরিয়েছেন। লম্বা ছুটি কাটিয়ে গত শনিবার বাসস্থানে ফিরতে শুরু করেন মানুষ। তবে সিলেট থেকে ঢাকার বাস-ট্রেনের কোনো টিকিট পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েন অনেক যাত্রী। ট্রেনের টিকিট না পেয়ে অনেক যাত্রী বিভিন্ন বাসের কাউন্টারে ছুটে যান। তবে গত শনিবার রাত পর্যন্ত কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। তাই বাড়িতে ঈদ উদ্যাপন করতে যাওয়া সিলেটের অনেক বাসিন্দাও কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়েন।
নগরের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ডের বিভিন্ন টিকিট কাউন্টারে গিয়ে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত বাসের কোনো টিকিট নেই। অনেকেই আসা-যাওয়ার টিকিট আগেই বুকিং করে রেখেছিলেন। এই অগ্রিম টিকিট বুক করে রাখায় কোনো আসন ফাঁকা নেই। এ ছাড়া যা টিকিট ছিল সব গত শুক্রবার বিক্রি হয়ে গেছে। তাই শুক্রবার সকাল থেকেই টিকিট সংকট দেখা দিয়েছে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন নগরীর মদীনামার্কেট এলাকার শামছুল হুদা। কদমতলী বাসস্ট্যান্ডে গত শনিবার রাতের টিকিটের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু কোনো টিকিট না পেয়ে খালি হাতে ফেরেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না। কিন্তু রোববার থেকে অফিস করতে হবে, তাই চিন্তা করছেন ট্রেনে স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাবেন।।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়েও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো টিকিট পাওয়া যায়নি। অন্যদিকে রেলওয়ের অনলাইনেও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো আসন ফাঁকা দেখা যায়নি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলেন সাইফুল ইসলাম। বেড়ানো শেষে গত শনিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাস বা ট্রেনের কোনো টিকিট পাচ্ছিলেন না।
সাইফুল বলেন, ‘ঈদের পরদিন সিলেটে বেড়াতে আসি। অফিসে ছুটি পাওনা ছিল, তাই ঈদের ছুটি ও সরকারি ছুটি ছাড়াও তিন দিন অতিরিক্ত ছুটি পেয়েছি। ফেরার সময় টিকিট পাব কি না এই নিয়ে সংশয় ছিল। অনেকেই আশ্বাস দিলেন, সিলেট থেকে সব সময় টিকিট পাওয়া যায়। তাই ফিরতি টিকিট করিনি। কিন্তু এখন ঢাকা যাওয়ার কোনো টিকিট পাচ্ছি না। সোমবার অফিসে যোগ দিতে হবে।’
সাইফুল ইসলামের মতো ঈদুল ফিতরের ছুটিতে অসংখ্য মানুষ সিলেটে এসেছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। বেড়ানো শেষে গত শনিবার রাত থেকেই ফিরতে শুরু করেন তাঁরা। সিলেটে যাঁরা বেড়াতে এসেছিলেন তাঁদের বেশির ভাগই ঢাকার বাসিন্দা। তাই ঢাকায় ফেরার বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। অনেকেরই কর্মস্থলে সময়মতো যোগদান নিয়ে আশঙ্কা রয়েছে।
ঈদের ছুটি পরবর্তী গত বৃহস্পতিবার প্রথম কর্মদিবস শুরু হলেও গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এই দুদিন অনেকেই সিলেটে ঘুরে বেরিয়েছেন। লম্বা ছুটি কাটিয়ে গত শনিবার বাসস্থানে ফিরতে শুরু করেন মানুষ। তবে সিলেট থেকে ঢাকার বাস-ট্রেনের কোনো টিকিট পাওয়া না যাওয়ায় বিপাকে পড়েন অনেক যাত্রী। ট্রেনের টিকিট না পেয়ে অনেক যাত্রী বিভিন্ন বাসের কাউন্টারে ছুটে যান। তবে গত শনিবার রাত পর্যন্ত কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছিল না। তাই বাড়িতে ঈদ উদ্যাপন করতে যাওয়া সিলেটের অনেক বাসিন্দাও কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়েন।
নগরের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ডের বিভিন্ন টিকিট কাউন্টারে গিয়ে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত বাসের কোনো টিকিট নেই। অনেকেই আসা-যাওয়ার টিকিট আগেই বুকিং করে রেখেছিলেন। এই অগ্রিম টিকিট বুক করে রাখায় কোনো আসন ফাঁকা নেই। এ ছাড়া যা টিকিট ছিল সব গত শুক্রবার বিক্রি হয়ে গেছে। তাই শুক্রবার সকাল থেকেই টিকিট সংকট দেখা দিয়েছে।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন নগরীর মদীনামার্কেট এলাকার শামছুল হুদা। কদমতলী বাসস্ট্যান্ডে গত শনিবার রাতের টিকিটের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু কোনো টিকিট না পেয়ে খালি হাতে ফেরেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না। কিন্তু রোববার থেকে অফিস করতে হবে, তাই চিন্তা করছেন ট্রেনে স্ট্যান্ডিং টিকিট নিয়ে যাবেন।।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়েও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো টিকিট পাওয়া যায়নি। অন্যদিকে রেলওয়ের অনলাইনেও ১০ মে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের কোনো আসন ফাঁকা দেখা যায়নি। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৫ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪