ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
কৃষিবিদ আল আমিন বলেছেন, দেশে মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পোলট্রি শিল্প। গতকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাড়াবাড়ি-তাড়াতাড়ি এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আমান ফিডের আয়োজনে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর আয়োজন করে।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানে উপস্থিতি ব্যক্তিদের উদ্দেশ্যে উদ্যোগী হতে ও খামারিদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা ও চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমান ফিডের ডিজিএম কৃষিবিদ আল আমিন। তিনি বলেন, একসময় এ দেশের অনেক পরিবারের মানুষ একটি ডিমকে চার ভাগ করে খেতে হতো। মুরগি রান্না হতো জামাই কিংবা বিশেষ কোনো মেহমানের আগমন উপলক্ষে। কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র লোকটিও একটি ডিম ও মুরগি খেতে পারেন। এটি সম্ভব হয়েছে দেশের ফিড তথা, মৎস্য ও পোলট্রি খাতের বিকাশের কারণে।
কৃষিবিদ আল আমিন বলেন, জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। ঝুঁকি নিতে হবে। সফলতা কখনো একা একা আসে না। সাধনার মাধ্যমে তাকে আনতে হয়। খাদ্যের অন্যতম উপাদান প্রাণীজ আমিষের জোগান আসে মাছ ও গবাদিপশু থেকে। গবাদিপশু এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পালন করতে হয়। যার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়। তাই উদ্যোগী হতে হবে। একজন উদ্যোগী খামারির আয়কৃত অর্থ দিয়েই কয়েকটি পরিবার সংসার পরিচালনা করে থাকেন।
উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদের সভাপতিত্বে ও আমান ফিডের ম্যানেজার মিজানুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমান ফিডের জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী শহিদুল হক আফসারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের আমান ফিডের পরিবেশক ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ আল আমিন বলেছেন, দেশে মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পোলট্রি শিল্প। গতকাল বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
বাড়াবাড়ি-তাড়াতাড়ি এ স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে আমান ফিডের আয়োজনে আধুনিক খামার গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর আয়োজন করে।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ৷ অনুষ্ঠানে উপস্থিতি ব্যক্তিদের উদ্দেশ্যে উদ্যোগী হতে ও খামারিদের করণীয় সম্পর্কে বিশেষ আলোচনা ও চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমান ফিডের ডিজিএম কৃষিবিদ আল আমিন। তিনি বলেন, একসময় এ দেশের অনেক পরিবারের মানুষ একটি ডিমকে চার ভাগ করে খেতে হতো। মুরগি রান্না হতো জামাই কিংবা বিশেষ কোনো মেহমানের আগমন উপলক্ষে। কিন্তু বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র লোকটিও একটি ডিম ও মুরগি খেতে পারেন। এটি সম্ভব হয়েছে দেশের ফিড তথা, মৎস্য ও পোলট্রি খাতের বিকাশের কারণে।
কৃষিবিদ আল আমিন বলেন, জীবনে সফলতা পেতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সততার সঙ্গে। ঝুঁকি নিতে হবে। সফলতা কখনো একা একা আসে না। সাধনার মাধ্যমে তাকে আনতে হয়। খাদ্যের অন্যতম উপাদান প্রাণীজ আমিষের জোগান আসে মাছ ও গবাদিপশু থেকে। গবাদিপশু এখন বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পালন করতে হয়। যার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন হয়। তাই উদ্যোগী হতে হবে। একজন উদ্যোগী খামারির আয়কৃত অর্থ দিয়েই কয়েকটি পরিবার সংসার পরিচালনা করে থাকেন।
উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদের সভাপতিত্বে ও আমান ফিডের ম্যানেজার মিজানুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আমান ফিডের জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী শহিদুল হক আফসারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের আমান ফিডের পরিবেশক ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে