সম্পাদকীয়
বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক সেলিম আল দীন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। এ ছাড়া তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রাণপুরুষ। তাঁর নাট্যভাবনার জগৎ গড়ে উঠেছে আবহমান বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করার পর রাজনৈতিক কারণে তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি এক বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসেবে কাজ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
একক প্রচেষ্টায় ১৯৮৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগ। এই বিভাগ প্রতিষ্ঠা করে তিনি নাট্য ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করেছিলেন। তাঁর হাত দিয়েই অনেক নাট্যকর্মী ও অভিনেতা তৈরি হয়েছে। সমাজের অপেক্ষাকৃত নষ্ট, ক্ষয়ে যাওয়া ঘুণে ধরা পচনশীল চিত্রটি যেমন তিনি তাঁর নাটকের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, পাশাপাশি মানুষের বিজয়গাথাও তাঁর নাটকে ফুটে উঠেছে অত্যন্ত দক্ষ আর বলিষ্ঠতার সঙ্গে।
১৯৭৩ সালে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করার পর তাঁর নাটক লেখা ও নির্মাণের পর্ব শুরু হয়। পাশ্চাত্য নাট্যরীতিকে পাশ কাটিয়ে নিজস্ব এক নাট্যরীতির অনুসন্ধান চালিয়ে তিনি সফল হন। ভারতীয় নাট্যশাস্ত্রের নির্যাস এবং বাংলা ভাষার মধ্যযুগের সাহিত্যরীতি থেকে পাওয়া শিল্প উপাদান তিনি প্রথম ব্যবহার করলেন তাঁর নাটকে।
তাঁর বিখ্যাত নাটকগুলো হলো—হরগজ, হাত-হদাই, কিত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, বনপাংশুল, প্রাচ্য, নিমজ্জন, চাকা, মুনতাসীর ইত্যাদি।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গান লেখা শুরু করেন। টিভির জন্যও তিনি লিখেছেন বহু নাটক। তাঁর লেখা ‘কিত্তনখোলা’ ও ‘চাকা’ নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র।
সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি অকালে মৃত্যুবরণ করেন।
বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক সেলিম আল দীন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা তিনি। এ ছাড়া তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রাণপুরুষ। তাঁর নাট্যভাবনার জগৎ গড়ে উঠেছে আবহমান বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করার পর রাজনৈতিক কারণে তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাঙলা নাট্য’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি এক বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসেবে কাজ করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।
একক প্রচেষ্টায় ১৯৮৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগ। এই বিভাগ প্রতিষ্ঠা করে তিনি নাট্য ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করেছিলেন। তাঁর হাত দিয়েই অনেক নাট্যকর্মী ও অভিনেতা তৈরি হয়েছে। সমাজের অপেক্ষাকৃত নষ্ট, ক্ষয়ে যাওয়া ঘুণে ধরা পচনশীল চিত্রটি যেমন তিনি তাঁর নাটকের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, পাশাপাশি মানুষের বিজয়গাথাও তাঁর নাটকে ফুটে উঠেছে অত্যন্ত দক্ষ আর বলিষ্ঠতার সঙ্গে।
১৯৭৩ সালে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করার পর তাঁর নাটক লেখা ও নির্মাণের পর্ব শুরু হয়। পাশ্চাত্য নাট্যরীতিকে পাশ কাটিয়ে নিজস্ব এক নাট্যরীতির অনুসন্ধান চালিয়ে তিনি সফল হন। ভারতীয় নাট্যশাস্ত্রের নির্যাস এবং বাংলা ভাষার মধ্যযুগের সাহিত্যরীতি থেকে পাওয়া শিল্প উপাদান তিনি প্রথম ব্যবহার করলেন তাঁর নাটকে।
তাঁর বিখ্যাত নাটকগুলো হলো—হরগজ, হাত-হদাই, কিত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, বনপাংশুল, প্রাচ্য, নিমজ্জন, চাকা, মুনতাসীর ইত্যাদি।
আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গান লেখা শুরু করেন। টিভির জন্যও তিনি লিখেছেন বহু নাটক। তাঁর লেখা ‘কিত্তনখোলা’ ও ‘চাকা’ নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র।
সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি অকালে মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে