ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
পাহাড়ি জনজীবনে অন্যতম অনুষঙ্গ বাঁশ। মাচা ঘর তৈরি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসে তৈরিতে ছিল বাঁশের ব্যবহার। তবে বাঁশের সেই কারুশিল্প হারিয়ে যেতে বসেছে। রাঙামাটির কাপ্তাইয়ের কারুশিল্পীদের সঙ্গে কথা বলে এই অবস্থা জানা গেছে।
উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি নিচের পাড়ার বাসিন্দা অশীতিপর সুরেন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, ‘৫০ বছর ধরে আমি বাঁশের নিত্য প্রয়োজনীয় জিনিস কাল্লং, মোড়া, গোলা, দিঁরা (বড় তুরং), হাত পাখা, কুরুম, দোলনা, ডুলা তৈরি করে আসছি। এক সময় এই কারু শিল্পের কদর থাকলেও বর্তমানে এর আর চাহিদা নেই। তাই এখন এই সব আর তৈরি করছি না।’
রাইখালী ইউনিয়নের তিনছড়ি এলাকার বয়োজ্যেষ্ঠ কারুশিল্পী সাবেক ইউপি সদস্য ক্যসাউ মারমা বলেন, বর্তমানে বাঁশ ধ্বংসের কারণে বাঁশের কারুকাজ বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে ভালো আয় করতে পারতেন তিনি, আর এখন সপ্তাহে এমন কাজ করে এক-দেড় হাজার মতো টাকা আয় করে থাকেন বলে তিনি জানান।
উপজেলার রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের কয়েকজন কারুশিল্পীর সঙ্গে আলাপ করে জানা যায়, এখন আগের মতো পাহাড়ে বাঁশ উৎপাদন হয় না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ বন-জঙ্গ-বাঁশের ঝাড় কেটে ঘরবাড়ি তৈরি করছে। তা ছাড়া এখন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ প্লাস্টিক, মেলামাইন, স্টিলের তৈরি গৃহস্থালি জিনিসপত্র ব্যবহার করছে।
মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্র মারমা বলেন, ‘বাঁশের তৈরি কারু শিল্প পাহাড়িদের জীবনাচরণের একটি অনুষঙ্গ। আমরা যতই আধুনিক হচ্ছি, ততই আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে হারাতে বসেছি। তাই আজ সময় এসেছে এই শিল্পকে বাঁচানোর।’
পাহাড়ি জনজীবনে অন্যতম অনুষঙ্গ বাঁশ। মাচা ঘর তৈরি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসে তৈরিতে ছিল বাঁশের ব্যবহার। তবে বাঁশের সেই কারুশিল্প হারিয়ে যেতে বসেছে। রাঙামাটির কাপ্তাইয়ের কারুশিল্পীদের সঙ্গে কথা বলে এই অবস্থা জানা গেছে।
উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি নিচের পাড়ার বাসিন্দা অশীতিপর সুরেন্দ্র তঞ্চঙ্গ্যা বলেন, ‘৫০ বছর ধরে আমি বাঁশের নিত্য প্রয়োজনীয় জিনিস কাল্লং, মোড়া, গোলা, দিঁরা (বড় তুরং), হাত পাখা, কুরুম, দোলনা, ডুলা তৈরি করে আসছি। এক সময় এই কারু শিল্পের কদর থাকলেও বর্তমানে এর আর চাহিদা নেই। তাই এখন এই সব আর তৈরি করছি না।’
রাইখালী ইউনিয়নের তিনছড়ি এলাকার বয়োজ্যেষ্ঠ কারুশিল্পী সাবেক ইউপি সদস্য ক্যসাউ মারমা বলেন, বর্তমানে বাঁশ ধ্বংসের কারণে বাঁশের কারুকাজ বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আগে ভালো আয় করতে পারতেন তিনি, আর এখন সপ্তাহে এমন কাজ করে এক-দেড় হাজার মতো টাকা আয় করে থাকেন বলে তিনি জানান।
উপজেলার রাইখালি ও ওয়াগ্গা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের কয়েকজন কারুশিল্পীর সঙ্গে আলাপ করে জানা যায়, এখন আগের মতো পাহাড়ে বাঁশ উৎপাদন হয় না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ বন-জঙ্গ-বাঁশের ঝাড় কেটে ঘরবাড়ি তৈরি করছে। তা ছাড়া এখন প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ প্লাস্টিক, মেলামাইন, স্টিলের তৈরি গৃহস্থালি জিনিসপত্র ব্যবহার করছে।
মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্র মারমা বলেন, ‘বাঁশের তৈরি কারু শিল্প পাহাড়িদের জীবনাচরণের একটি অনুষঙ্গ। আমরা যতই আধুনিক হচ্ছি, ততই আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে হারাতে বসেছি। তাই আজ সময় এসেছে এই শিল্পকে বাঁচানোর।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১১ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১১ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১১ দিন আগে