সম্পাদকীয়
ড. মুহম্মদ শহীদুল্লার ছেলে মুহম্মদ তকীয়ূল্লাহ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সময় তিনি একটা মিছিলের সঙ্গে তোপখানা রোডের গেট দিয়ে সেক্রেটারিয়েটে ঢোকার চেষ্টা করেন। পুলিশের নেতৃত্বে ছিলেন আইজি মি. গফুর। ছাত্ররা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারছিল। মুহম্মদ তকীয়ূল্লাহ ইটপাটকেল না পেয়ে আইজি গফুরের দিকে একটা মরা গরুর মাথা ছুড়ে মারেন।
১৯৪৯ সালের মার্চে কমরেড তোয়াহা, শহীদুল্লা কায়সার, আজিম আর তকীয়ূল্লাহ গিয়েছিলেন ঢাকেশ্বরী কটন মিলে। উদ্দেশ্য ছিল শ্রমিকদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগিয়ে তোলা। রাত ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মিটিং চলে। মিটিং শেষে মিলের ম্যানেজার বললেন, ‘রাত হয়েছে, আপনারা লঞ্চে চলে যান।’
শ্রমিকেরা মানা করলেন। বললেন, আপনারা লঞ্চে যাবেন না। মিল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করেছে।
তকীয়ূল্লাহরা ভাবলেন, মালিকের সঙ্গে সদ্ভাব নেই বলেই হয়তো শ্রমিকেরা এ কথা বলছেন। লঞ্চে ওঠার জন্য যখন ঘাটে গেলেন, তাঁরা দেখলেন থানার দারোগা সেখানে হাজির।
‘হ্যান্ডস আপ!’ বলল পুলিশ। তকীয়ূল্লাহর পকেটে বৈঠকের রেজল্যুশন লেখা কাগজপত্র ছিল। তিনি সেগুলো ফেলে দিলেন পানিতে। সেটা দেখে দারোগা কষে চড় মারলেন তকীয়ূল্লাহর গালে। কাগজ ততক্ষণে ভেসে গেছে।
থানায় নিয়ে সাতজনকে হাতকড়া বেঁধে রেখে দেওয়া হলো। দারোগা সাহেব রাতে খাবারের ব্যবস্থা করলেন এবং রাতে খেলার জন্য তাস এনে দিলেন।
সকালে এসডিপিও সাহেব এসে দেখলেন হাতকড়া পরা অবস্থায় রয়েছে তাঁর বন্ধুর ছেলে সৈয়দ আনোয়ারুল আজিম। তিনি বললেন, ‘তুমি এখানে এলে কী করে?’
‘আমরা রাষ্ট্রভাষা নিয়ে শ্রমিকদের কাছে গিয়েছিলাম।’
এসডিপিও সাহেব খুব খুশি হয়ে বললেন, ‘যা, বাসায় যা, মুরগি জবাই করতে বল। পরোটা তৈরি করে যেন। এদের সবাইকে খাওয়াতে হবে।’
সরকারি কর্মচারীদের মধ্যেও বাংলা ভাষাপ্রীতি যথেষ্ট ছিল।
সূত্র: মুহম্মদ তকীয়ূল্লাহ, একুশের সংকলন, স্মৃতিচারণা, পৃষ্ঠা ৩৩-৩৫
ড. মুহম্মদ শহীদুল্লার ছেলে মুহম্মদ তকীয়ূল্লাহ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৮ সালের ভাষা আন্দোলনের সময় তিনি একটা মিছিলের সঙ্গে তোপখানা রোডের গেট দিয়ে সেক্রেটারিয়েটে ঢোকার চেষ্টা করেন। পুলিশের নেতৃত্বে ছিলেন আইজি মি. গফুর। ছাত্ররা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারছিল। মুহম্মদ তকীয়ূল্লাহ ইটপাটকেল না পেয়ে আইজি গফুরের দিকে একটা মরা গরুর মাথা ছুড়ে মারেন।
১৯৪৯ সালের মার্চে কমরেড তোয়াহা, শহীদুল্লা কায়সার, আজিম আর তকীয়ূল্লাহ গিয়েছিলেন ঢাকেশ্বরী কটন মিলে। উদ্দেশ্য ছিল শ্রমিকদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগিয়ে তোলা। রাত ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে মিটিং চলে। মিটিং শেষে মিলের ম্যানেজার বললেন, ‘রাত হয়েছে, আপনারা লঞ্চে চলে যান।’
শ্রমিকেরা মানা করলেন। বললেন, আপনারা লঞ্চে যাবেন না। মিল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করেছে।
তকীয়ূল্লাহরা ভাবলেন, মালিকের সঙ্গে সদ্ভাব নেই বলেই হয়তো শ্রমিকেরা এ কথা বলছেন। লঞ্চে ওঠার জন্য যখন ঘাটে গেলেন, তাঁরা দেখলেন থানার দারোগা সেখানে হাজির।
‘হ্যান্ডস আপ!’ বলল পুলিশ। তকীয়ূল্লাহর পকেটে বৈঠকের রেজল্যুশন লেখা কাগজপত্র ছিল। তিনি সেগুলো ফেলে দিলেন পানিতে। সেটা দেখে দারোগা কষে চড় মারলেন তকীয়ূল্লাহর গালে। কাগজ ততক্ষণে ভেসে গেছে।
থানায় নিয়ে সাতজনকে হাতকড়া বেঁধে রেখে দেওয়া হলো। দারোগা সাহেব রাতে খাবারের ব্যবস্থা করলেন এবং রাতে খেলার জন্য তাস এনে দিলেন।
সকালে এসডিপিও সাহেব এসে দেখলেন হাতকড়া পরা অবস্থায় রয়েছে তাঁর বন্ধুর ছেলে সৈয়দ আনোয়ারুল আজিম। তিনি বললেন, ‘তুমি এখানে এলে কী করে?’
‘আমরা রাষ্ট্রভাষা নিয়ে শ্রমিকদের কাছে গিয়েছিলাম।’
এসডিপিও সাহেব খুব খুশি হয়ে বললেন, ‘যা, বাসায় যা, মুরগি জবাই করতে বল। পরোটা তৈরি করে যেন। এদের সবাইকে খাওয়াতে হবে।’
সরকারি কর্মচারীদের মধ্যেও বাংলা ভাষাপ্রীতি যথেষ্ট ছিল।
সূত্র: মুহম্মদ তকীয়ূল্লাহ, একুশের সংকলন, স্মৃতিচারণা, পৃষ্ঠা ৩৩-৩৫
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে