আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
গরুর হাটের পাশে টেইলার্সের দোকান, সেই দোকানে স্থাপন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র। সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। গরুর হাটের কাদাপানি আর দুর্গন্ধ সহ্য করেই তাদের টিকা নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে।
শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা এমন পরিবেশ টিকা নিতে আসতে বাধ্য হয়েছে। গরুর হাটের পাশে টিকাদান কেন্দ্র স্থাপন করায় কাদাপানি আর দুর্গন্ধে তাদের দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্যক্রমে টেইলার্সের দোকানের টিকাদান কেন্দ্রে যাদুরচর উচ্চবিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।
টিকা নিতে আসা যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘হাটের মধ্যে পানি জমে আছে। গোবর আর মূত্রের গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেল।’
জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘আমাদের এটা অনুন্নত এলাকা। কোথাও এসি নাই। ওই দোকানে এসি ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই দোকানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে সেখানে কোনো গোবর-মূত্র ছিল না।’
অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘বৃষ্টি হওয়ায় সামান্য কাদাপানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।’
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রৌমারী শহরে আসতে বেশ দূরত্ব অতিক্রম করতে হয়। এ জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে টিকাদানের কেন্দ্র করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘আমি আসলে ওই টিকাদান কেন্দ্রটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে টিকা দেওয়া হয়েছে।’ এমন অস্বাস্থ্যকর পরিবেশে টিকা দেওয়া কার্যক্রম চলমান রাখবেন কি না, এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সত্যতা পেলে সেখানে আর টিকাকেন্দ্র দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টিকাকেন্দ্রে কোমরভাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার কথা রয়েছে।
গরুর হাটের পাশে টেইলার্সের দোকান, সেই দোকানে স্থাপন করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র। সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে টিকা নেওয়ার জন্য। গরুর হাটের কাদাপানি আর দুর্গন্ধ সহ্য করেই তাদের টিকা নিতে হচ্ছে। গত বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে।
শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশে তারা এমন পরিবেশ টিকা নিতে আসতে বাধ্য হয়েছে। গরুর হাটের পাশে টিকাদান কেন্দ্র স্থাপন করায় কাদাপানি আর দুর্গন্ধে তাদের দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এ কার্যক্রমে টেইলার্সের দোকানের টিকাদান কেন্দ্রে যাদুরচর উচ্চবিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।
টিকা নিতে আসা যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘হাটের মধ্যে পানি জমে আছে। গোবর আর মূত্রের গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেল।’
জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘আমাদের এটা অনুন্নত এলাকা। কোথাও এসি নাই। ওই দোকানে এসি ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই দোকানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে সেখানে কোনো গোবর-মূত্র ছিল না।’
অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘বৃষ্টি হওয়ায় সামান্য কাদাপানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।’
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, ‘যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রৌমারী শহরে আসতে বেশ দূরত্ব অতিক্রম করতে হয়। এ জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে টিকাদানের কেন্দ্র করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘আমি আসলে ওই টিকাদান কেন্দ্রটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে টিকা দেওয়া হয়েছে।’ এমন অস্বাস্থ্যকর পরিবেশে টিকা দেওয়া কার্যক্রম চলমান রাখবেন কি না, এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সত্যতা পেলে সেখানে আর টিকাকেন্দ্র দেওয়া হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টিকাকেন্দ্রে কোমরভাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার কথা রয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে