সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি , কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
Thumbnail image

ঠাকুরগাঁওয়ে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে সার বিক্রেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় নিয়মিত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্নজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে প্রশাসন।

গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সালন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ী ও তাঁদের দোকানের ব্যবস্থাপককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ আদেশ দেন।

কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার চৌধুরী হাটের মেসার্স সাদিয়া ট্রেডার্সের মালিক সবুর আলী ও ব্যবস্থাপক দবিরুল ইসলাম। তাঁদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে একই এলাকায় মেসার্স ঐশি ট্রেডার্সের মালিক শরিফুজ্জামান বাবুকে ১৫ দিনের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গত মঙ্গলবার ঠাকুরগাঁও রোড বাজারে অভিযান চালিয়ে মেসার্স রাহা ট্রেডার্সের মালিক রশিদুলকে ১৫ হাজার টাকা এবং মেসার্স কৃষি সম্ভারের মালিক আরিফ হোসেনকে ১০ হাজার টাকার দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিদের দণ্ড দেওয়া হয়। সরকার সারের মূল্য বাড়ায়নি, তা সত্ত্বেও কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি করছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, এখন সারের কোনো ঘাটতি নেই। এরপরও কোথাও কোথাও কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত