মানুষের সৃষ্ট দুর্যোগ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ৪১
Thumbnail image

‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগ ও ঝুঁকিপ্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তন আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট কিছু দুর্যোগ আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ খুলনা নগরীতে গতকাল বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

 ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া তেরখাদা ও রূপসায় জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-খুলনা: জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় রানা প্লাজার কথা উল্লেখ করে বক্তারা আরও বলেন, বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানা হচ্ছে না।

এ সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মো. মোতাহার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহাসহ এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। তেরখাদা: তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রূপসা: রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে গতকাল সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত