পটুয়াখালী প্রতিনিধি
করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় প্রাণ ফিরেছে কুয়াকাটা সমুদ্রসৈকতে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় করছেন সৈকতে। ফলে দিন দিন সমৃদ্ধ হচ্ছে এখানকার হোটেল, মোটেলসহ পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য। তবে খাবারের অস্বাভাবিক মূল্য নেওয়ার অভিযোগ পর্যটকদের।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের বিচে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। সাগরে বিশালতা মানুষের মনকে মুগ্ধ করে। তাই পরিবার-পরিজন নিয়ে সাগর সৈকতে ভিড় করছেন অনেকে।
শুক্রবার সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, ঝাউবন, গঙ্গামতিসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, সৈকতের নোনাজলে পা ভিজিয়ে কিংবা পরিবারের সঙ্গে নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। সমুদ্রে গোসল করছেন অনেকে। কুয়াকাটার নির্মল পরিবেশ সবাইকেই মুগ্ধ করছে। তবে অনেক পর্যটকের অভিযোগ, কুয়াকাটার খাবার হোটেলগুলোতে খাবারের অস্বাভাবিক দাম রাখা হচ্ছে।
চুয়াডাঙ্গা থেকে আগত পর্যটক আইভি ইসলাম সেতু বলেন, ‘মৌসুম শেষ, তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। সবকিছুই ঠিক ছিল, কিন্তু খাবারের দাম অস্বাভাবিক।’
ঢাকা থেকে আগত রবিন আহমেদ বলেন, ‘হোটেলগুলোতে খাবারের এত দাম আগে কখনো দেখিনি। অস্বাভাবিক দামের কথা জিজ্ঞেস করলেই বলে, সরকার দাম বাড়িয়ে দিয়েছে। এই পর্যটন এলাকায় প্রশাসনের ভূমিকা রাখা দরকার।’
পর্যটন মৌসুমের শেষ মাস ধরা হয় মার্চকে। তাই এ মাসে বহুসংখ্যক পর্যটক কুয়াকাটা ঘুরতে আসেন। আবাসিক হোটেলগুলোতে খোঁজ নিয়ে দেখা গেল, বেশির ভাগ হোটেলরই কক্ষ বুকিং দেওয়া আছে।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ-আলম হওলাদার বলেন, ‘আজকে বেশির ভাগ হোটেলে বুকিং রয়েছে। পর্যটকদের আগমনও বেশ ভালো। পুরো মার্চ মাস পর্যটকদের চাপ থাকবে। পর্যটক আসায় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তিতে আছেন।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ডিরেক্টর পিআর কে এম বাচ্চু বলেন, ‘করোনা কমতে শুরু করায় পর্যটক বেড়েছে। শুক্রবার ছুটির দিনে পুরো সৈকতে পর্যটকদের পদচারণ। ব্যবসায়ীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্ষতি পুষিয়ে উঠতে পারব বলে আমরা আশা করছি।’
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কুয়াকাটা জোন মো. আবদুল খালেক বলেন, কুয়াকাটায় যে শতাধিক হোটেল মোটেল রয়েছে, সেগুলোর মধ্যে আবাসিক হোটেলগুলোতে রুম ভাড়া নির্ধারণ করা থাকলেও খাবার হোটেলগুলোতে দাম নির্ধারণ করা থাকছে না। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও এ ক্ষেত্রে তা খুব বেশি কাজে দিচ্ছে না। এরপরও কার্যকর অভিযান পরিচালনার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় প্রাণ ফিরেছে কুয়াকাটা সমুদ্রসৈকতে। প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটকেরা ভিড় করছেন সৈকতে। ফলে দিন দিন সমৃদ্ধ হচ্ছে এখানকার হোটেল, মোটেলসহ পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য। তবে খাবারের অস্বাভাবিক মূল্য নেওয়ার অভিযোগ পর্যটকদের।
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের বিচে দাঁড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। সাগরে বিশালতা মানুষের মনকে মুগ্ধ করে। তাই পরিবার-পরিজন নিয়ে সাগর সৈকতে ভিড় করছেন অনেকে।
শুক্রবার সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, ঝাউবন, গঙ্গামতিসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, সৈকতের নোনাজলে পা ভিজিয়ে কিংবা পরিবারের সঙ্গে নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। সমুদ্রে গোসল করছেন অনেকে। কুয়াকাটার নির্মল পরিবেশ সবাইকেই মুগ্ধ করছে। তবে অনেক পর্যটকের অভিযোগ, কুয়াকাটার খাবার হোটেলগুলোতে খাবারের অস্বাভাবিক দাম রাখা হচ্ছে।
চুয়াডাঙ্গা থেকে আগত পর্যটক আইভি ইসলাম সেতু বলেন, ‘মৌসুম শেষ, তাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছি। সবকিছুই ঠিক ছিল, কিন্তু খাবারের দাম অস্বাভাবিক।’
ঢাকা থেকে আগত রবিন আহমেদ বলেন, ‘হোটেলগুলোতে খাবারের এত দাম আগে কখনো দেখিনি। অস্বাভাবিক দামের কথা জিজ্ঞেস করলেই বলে, সরকার দাম বাড়িয়ে দিয়েছে। এই পর্যটন এলাকায় প্রশাসনের ভূমিকা রাখা দরকার।’
পর্যটন মৌসুমের শেষ মাস ধরা হয় মার্চকে। তাই এ মাসে বহুসংখ্যক পর্যটক কুয়াকাটা ঘুরতে আসেন। আবাসিক হোটেলগুলোতে খোঁজ নিয়ে দেখা গেল, বেশির ভাগ হোটেলরই কক্ষ বুকিং দেওয়া আছে।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ-আলম হওলাদার বলেন, ‘আজকে বেশির ভাগ হোটেলে বুকিং রয়েছে। পর্যটকদের আগমনও বেশ ভালো। পুরো মার্চ মাস পর্যটকদের চাপ থাকবে। পর্যটক আসায় ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তিতে আছেন।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ডিরেক্টর পিআর কে এম বাচ্চু বলেন, ‘করোনা কমতে শুরু করায় পর্যটক বেড়েছে। শুক্রবার ছুটির দিনে পুরো সৈকতে পর্যটকদের পদচারণ। ব্যবসায়ীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্ষতি পুষিয়ে উঠতে পারব বলে আমরা আশা করছি।’
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কুয়াকাটা জোন মো. আবদুল খালেক বলেন, কুয়াকাটায় যে শতাধিক হোটেল মোটেল রয়েছে, সেগুলোর মধ্যে আবাসিক হোটেলগুলোতে রুম ভাড়া নির্ধারণ করা থাকলেও খাবার হোটেলগুলোতে দাম নির্ধারণ করা থাকছে না। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও এ ক্ষেত্রে তা খুব বেশি কাজে দিচ্ছে না। এরপরও কার্যকর অভিযান পরিচালনার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪