জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা করা বিরাট চ্যালেঞ্জ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৫: ৫০
Thumbnail image

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা করা বর্তমান বিশ্বের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে সরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা এ চ্যালেঞ্জ মোকাবিলায় নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর একটি হোটেলে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল আয়োজিত অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিনেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাথফাইন্ডারের কান্ট্রি ডিরেক্টর মাহবুব উল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের রিজিওনাল সুপারভাইজার ডা. উমর গুল আজাদ, পাথফাইন্ডারের কর্মকর্তা আলমগীর হায়দার, ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ূন কবির, আইডিয়ার নাজিম আহমদ ও জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

সভায় জানানো হয়, যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নারী ও কিশোরীরা। নারী ও কিশোরীদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ১৫টি উপজেলায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহায়তায় চার বছর মেয়াদী বিশেষ প্রকল্পের কাজ শুরু হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ কার্যক্রম চলবে ২০২৫ সাল পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত