গোপনে তৎপরতা চালাচ্ছে জামায়াত-শিবির : পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০৮: ২৮
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ২২

চট্টগ্রামে সদস্য সংগ্রহ, চাঁদা আদায়, ঝটিকা মিছিল থেকে শুরু করে নানা সাংগঠনিক কর্মকাণ্ড গোপনে চালিয়ে যাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন অনুষ্ঠানের নামে এলাকায় এলাকায় তাঁরা করছেন গোপন বৈঠক। আলোচনায় জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বসতবাড়ি, কোচিং সেন্টার ও ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান।

গত বুধবার দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও আবাসিক এলাকার পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। সেখানে আলোচনা অনুষ্ঠানের নামে ইসলামী ছাত্রশিবিরের গোপন বৈঠক চলছিল বলে অভিযোগ পুলিশের।

অভিযান চালিয়ে প্রথমে চান্দগাঁও আবাসিকের বি ব্লকে ইসহাক মাহমুদা কুটির নামের একটি ভবনের পঞ্চম তলা থেকে ১২ জনকে আটক করা হয়। পরে একই এলাকার আরেকটি ভবনের পঞ্চম তলা থেকে ১৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৬ জনকে আসামি করে একটি মামলা করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কর্মক্ষমতা ব্যাহত করার অন্তর্ঘাতী কাজের উদ্দেশ্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপি গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) এ কে এম মহিউদ্দিন সেলিম গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ২৬ জনের মধ্যে তিনজন সাথি পর্যায়ের। বাকিরা সদস্য। একটি আলোচনা অনুষ্ঠানের নামে গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরমসহ দেশ অস্থিতিশীল করার নানান বই জব্দ করা হয়।

মহিউদ্দিন সেলিম বলেন, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও কঠোর নজরদারির পরও ইসলামী ছাত্রশিবিরের তৎপরতা থেমে নেই। তারা গোপনে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। অন্য যেকোনো সময়ের তুলনায় তাদের তৎপরতা সম্প্রতি বেড়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের আমলে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম দৃশ্যমান না হলেও গোপনে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জামায়াত-শিবির। শীর্ষ নেতারা প্রকাশ্যে না এসে সংগঠনের কর্মী-সমর্থকদের দিয়ে ঘর গোছানোর কাজ করছেন। কখনো ঝটিকা মিছিলের মধ্যে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে শিবিরের নেতাকর্মীরা।

৬ ফেব্রুয়ারি সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এর মধ্যে চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় ও বন্দর থানার তালতলা এলাকায় ঝটিকা মিছিল বের করার বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

তথ্যমতে, ছাত্র শিবিরকে জামায়াতে ইসলামীর অন্যতম চালিকাশক্তি হিসেবে ধরা হয়। শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত