মুহাম্মদ শফিকুর রহমান
আরিফার ছোট মেয়ে একদিন বাবার সঙ্গে গিয়ে জেব্রা ফিঞ্চ কিনে আনেন। এতে আরিফা বেশ বিরক্ত হন। এতটুকুন মেয়ে তো আর পাখির যত্ন নিতে পারবে না। সংসারের দেখভাল করে আবার এই উটকো কাজ তাঁকেই করতে হবে! খুলনায় স্বামী, দুই মেয়ে আর নাতিদের নিয়ে তাঁর বিশাল পরিবার। বিরক্ত হওয়াটা তাই স্বাভাবিক ছিল। কিছুদিনের মধ্যে ছোট মেয়ে পড়াশোনার জন্য শহরের বাইরে চলে যান। মেয়ের অবর্তমানে পাখি দেখাশোনার ভার পড়ে আরিফার ওপরেই। দায়িত্ব যখন পড়েই যায়, সেটি তিনি ভালোভাবে পালনের চেষ্টা করেন। তা ছাড়া চড়ুইয়ের মতো চঞ্চল কিন্তু মায়াভরা জেব্রা ফিঞ্চ তত দিনে তাঁর মনে দাগ কেটেছে। পানি দিলে পাখিটি চমৎকারভাবে গোসল করে এবং বাচ্চাকে খাওয়ায়। নারকেলের ছোবড়া, ঘাস ইত্যাদি মুখে করে নিয়ে এসে সুন্দর বাসা বানায়।
মেয়ে পড়তে যাওয়ার পর পাখির যত্নআত্তির জন্য গুগল ও ইউটিউবে ঢুঁ মারেন আরিফা। পোষা পাখি বিশেষজ্ঞ অনেকের কাছ থেকে বিভিন্ন পরামর্শও নেন। এরপর দুটো ব্লু গোল্ডিয়ানের ছানা কেনেন। তবে সেযাত্রায় দুটো ছানাই মারা যায়। এই ব্যর্থতাই তাঁকে যেন এগিয়ে যাওয়ার পথ দেখায়। তিনি ধীরে ধীরে পাখি পোষা এবং তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোতে দক্ষ হয়ে ওঠেন।
প্রথমবার গোল্ডিয়ান ফিঞ্চের ডিম থেকে বাচ্চা উৎপাদনে আরিফা সবাইকে রীতিমতো চমকে দেন। তাঁর কাছে থাকা পাখি ছয়টি ডিম পাড়ে এবং সব কটি ডিম থেকে ছানা ফোটে। সেদিন আরিফার খুব আনন্দ হয়েছিল। কারণ, অধিকাংশ পাখিপ্রেমী গোল্ডিয়ান ফিঞ্চের ডিম থেকে বাচ্চা ফোটায় বেঙ্গলি ফিঞ্চের মাধ্যমে। তিনি সেটি করেননি। আরিফা গোল্ডিয়ান জেব্রার পাশাপাশি লং টেইলড ফিঞ্চ ব্রিড করিয়েছেন। গত চার বছর তিনি প্রায় ১৬০টি গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা উৎপাদনে সফল হয়েছেন। নিজেদের পাঁচতলা বাসার ঘরে ছোট ছোট খাঁচায় তিনি পাখি পালন করেন। বর্তমানে ১৫ জোড়া জেব্রা ফিঞ্চ, ৪ জোড়া বেঙ্গলি ফিঞ্চ, সাত জোড়া গোল্ডিয়ান ফিঞ্চসহ বিভিন্ন পাখির ২০টির মতো বাচ্চা রয়েছে আরিফার।
পোষা পাখির জগতে, বিশেষ করে যাঁরা গোল্ডিয়ান ফিঞ্চ পছন্দ করেন, তাঁরা জানেন, আরিফার পাখি মানের দিক থেকে সেরা। মাঝে মাঝে ব্যাক পেইনের কষ্টে হাঁসফাঁস করেন আরিফা। দাঁড়াতেই কষ্ট হয়। তবে পাখির কাছে গেলে সেই কষ্ট দূর হয় তাঁর। এত কষ্ট করে তিনি পেয়েছেন অনেক পুরস্কার। একটি পাখির ছবি তোলা প্রতিযোগিতায় আরিফা দ্বিতীয় হয়েছেন। সম্প্রতি এভিয়ান কমিউনিটির মেলায় বেস্ট জেব্রা ফিঞ্চ ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছেন তিনি।
আরিফা পাখি বিক্রি করেন সারা বছর। সেই টাকায় পাখির খাওয়াসহ সব খরচ চলে যায়। আবার কিছু টাকা থেকেও যায়। তিনি গ্রিন ব্যাক পেয়ার ৫ হাজার, ইয়েলো পেয়ার ৫ হাজার এবং ব্লু ব্যাক পেয়ার ৬ হাজার টাকায় বিক্রি করেন। তবে শিক্ষার্থীদের কাছে তিনি গোল্ডিয়ান ফিঞ্চ বিক্রি করেন ৪ হাজার টাকায়।
আরিফা যখন পাখির রুমে কাজ করেন, তখন পারিবারিক অশান্তি, মানসিক চাপ—সব ভুলে যান। তাঁর কাছে মনে হয়, অবসরপ্রাপ্ত নারী ও পুরুষদের সময় কাটানোর চমৎকার একটা পদ্ধতি পাখি পালন। এখান থেকে হাতখরচের টাকাও আয় করা সম্ভব।
পাখি পালন করতে গিয়ে ঘরসংসার ঠিক আছে তো? আরিফা মৃদু হেসে বলেন, ‘পাখি আমি ভালোবাসি। ওদের প্রতি সীমাহীন ভালোবাসার কারণে সব ঠিকঠাক আছে।’
লেখক: সহকারী ব্যবস্থাপক, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড
আরিফার ছোট মেয়ে একদিন বাবার সঙ্গে গিয়ে জেব্রা ফিঞ্চ কিনে আনেন। এতে আরিফা বেশ বিরক্ত হন। এতটুকুন মেয়ে তো আর পাখির যত্ন নিতে পারবে না। সংসারের দেখভাল করে আবার এই উটকো কাজ তাঁকেই করতে হবে! খুলনায় স্বামী, দুই মেয়ে আর নাতিদের নিয়ে তাঁর বিশাল পরিবার। বিরক্ত হওয়াটা তাই স্বাভাবিক ছিল। কিছুদিনের মধ্যে ছোট মেয়ে পড়াশোনার জন্য শহরের বাইরে চলে যান। মেয়ের অবর্তমানে পাখি দেখাশোনার ভার পড়ে আরিফার ওপরেই। দায়িত্ব যখন পড়েই যায়, সেটি তিনি ভালোভাবে পালনের চেষ্টা করেন। তা ছাড়া চড়ুইয়ের মতো চঞ্চল কিন্তু মায়াভরা জেব্রা ফিঞ্চ তত দিনে তাঁর মনে দাগ কেটেছে। পানি দিলে পাখিটি চমৎকারভাবে গোসল করে এবং বাচ্চাকে খাওয়ায়। নারকেলের ছোবড়া, ঘাস ইত্যাদি মুখে করে নিয়ে এসে সুন্দর বাসা বানায়।
মেয়ে পড়তে যাওয়ার পর পাখির যত্নআত্তির জন্য গুগল ও ইউটিউবে ঢুঁ মারেন আরিফা। পোষা পাখি বিশেষজ্ঞ অনেকের কাছ থেকে বিভিন্ন পরামর্শও নেন। এরপর দুটো ব্লু গোল্ডিয়ানের ছানা কেনেন। তবে সেযাত্রায় দুটো ছানাই মারা যায়। এই ব্যর্থতাই তাঁকে যেন এগিয়ে যাওয়ার পথ দেখায়। তিনি ধীরে ধীরে পাখি পোষা এবং তাদের ডিম থেকে বাচ্চা ফোটানোতে দক্ষ হয়ে ওঠেন।
প্রথমবার গোল্ডিয়ান ফিঞ্চের ডিম থেকে বাচ্চা উৎপাদনে আরিফা সবাইকে রীতিমতো চমকে দেন। তাঁর কাছে থাকা পাখি ছয়টি ডিম পাড়ে এবং সব কটি ডিম থেকে ছানা ফোটে। সেদিন আরিফার খুব আনন্দ হয়েছিল। কারণ, অধিকাংশ পাখিপ্রেমী গোল্ডিয়ান ফিঞ্চের ডিম থেকে বাচ্চা ফোটায় বেঙ্গলি ফিঞ্চের মাধ্যমে। তিনি সেটি করেননি। আরিফা গোল্ডিয়ান জেব্রার পাশাপাশি লং টেইলড ফিঞ্চ ব্রিড করিয়েছেন। গত চার বছর তিনি প্রায় ১৬০টি গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা উৎপাদনে সফল হয়েছেন। নিজেদের পাঁচতলা বাসার ঘরে ছোট ছোট খাঁচায় তিনি পাখি পালন করেন। বর্তমানে ১৫ জোড়া জেব্রা ফিঞ্চ, ৪ জোড়া বেঙ্গলি ফিঞ্চ, সাত জোড়া গোল্ডিয়ান ফিঞ্চসহ বিভিন্ন পাখির ২০টির মতো বাচ্চা রয়েছে আরিফার।
পোষা পাখির জগতে, বিশেষ করে যাঁরা গোল্ডিয়ান ফিঞ্চ পছন্দ করেন, তাঁরা জানেন, আরিফার পাখি মানের দিক থেকে সেরা। মাঝে মাঝে ব্যাক পেইনের কষ্টে হাঁসফাঁস করেন আরিফা। দাঁড়াতেই কষ্ট হয়। তবে পাখির কাছে গেলে সেই কষ্ট দূর হয় তাঁর। এত কষ্ট করে তিনি পেয়েছেন অনেক পুরস্কার। একটি পাখির ছবি তোলা প্রতিযোগিতায় আরিফা দ্বিতীয় হয়েছেন। সম্প্রতি এভিয়ান কমিউনিটির মেলায় বেস্ট জেব্রা ফিঞ্চ ক্যাটাগরিতে প্রথম রানারআপ হয়েছেন তিনি।
আরিফা পাখি বিক্রি করেন সারা বছর। সেই টাকায় পাখির খাওয়াসহ সব খরচ চলে যায়। আবার কিছু টাকা থেকেও যায়। তিনি গ্রিন ব্যাক পেয়ার ৫ হাজার, ইয়েলো পেয়ার ৫ হাজার এবং ব্লু ব্যাক পেয়ার ৬ হাজার টাকায় বিক্রি করেন। তবে শিক্ষার্থীদের কাছে তিনি গোল্ডিয়ান ফিঞ্চ বিক্রি করেন ৪ হাজার টাকায়।
আরিফা যখন পাখির রুমে কাজ করেন, তখন পারিবারিক অশান্তি, মানসিক চাপ—সব ভুলে যান। তাঁর কাছে মনে হয়, অবসরপ্রাপ্ত নারী ও পুরুষদের সময় কাটানোর চমৎকার একটা পদ্ধতি পাখি পালন। এখান থেকে হাতখরচের টাকাও আয় করা সম্ভব।
পাখি পালন করতে গিয়ে ঘরসংসার ঠিক আছে তো? আরিফা মৃদু হেসে বলেন, ‘পাখি আমি ভালোবাসি। ওদের প্রতি সীমাহীন ভালোবাসার কারণে সব ঠিকঠাক আছে।’
লেখক: সহকারী ব্যবস্থাপক, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪