বাসায় সাড়ে ৪ হাজার লিটার তেল

সিলেট প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৫: ৪৮
Thumbnail image

সয়াবিন তেলের দাম বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে অসাধু ব্যবসায়ী তেল মজুত করতে শুরু করেন। আগের দামে কেনা সয়াবিন তেল বিভিন্ন স্থানে মজুত করে নতুন দামে বিক্রি করছিলেন তাঁরা।

এমন তথ্যের ভিত্তিতে নগরীর কাজীটুলা এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে সাড়ে চার হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, গতকাল বুধবার বেলা দুইটার দিকে নগরীর কাজীটুলার হিলভিউ কনভেনশন হলের পাশের রাবেয়া খাতুন মা মনি এবং স্থানীয় কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে মজুত করা সয়াবিন তেল উদ্ধার করা হয়। অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)-৯ একটি দল। মজুত করা সয়াবিন তেল ন্যায্যমূল্যে খুচরা ব্যবসায়ী, দোকানি এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করবে বলে জানায় র‍্যাব ও ভোক্তা অধিকার।

প্রাথমিকভাবে র‍্যাব জানায়, এই দুটি বাসায় সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন কালিঘাটের ব্যবসাপ্রতিষ্ঠান কামাল ব্রাদার্সের মালিক। তিনি সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা দিতেই এই দুই বাসায় মজুত করে রাখেন এবং আগের দামে কেনা সয়াবিন তেল নতুন দামে বিক্রি করতে থাকেন। গত মঙ্গলবার কালিঘাটে অভিযান চালানোর সময় কামাল ব্রাদার্স দোকানটি তালাবন্ধ দেখে সন্দেহ জাগে ভোক্তা অধিদপ্তর ও র‍্যাবের। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজুতের বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল কাজীটুলার এ দুটি বাসায় অভিযান চালানো হয়।

তেল জব্দের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘আমরা খবর পেয়েছি কিছু অসাধু ব্যবসায়ী আগের দামে কেনা সয়াবিন তেল নতুন বাড়তি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এমন খবরে নগরজুড়ে অভিযান চালাচ্ছি। কাজীটুলার দুটি গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। জব্দ করা তেল আগের দামে বিক্রি করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত