উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০৮: ৩২
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ৩৬

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২২ ও ২০২৩ মেয়াদের (দ্বিবার্ষিক) নির্বাচনের ভোটগ্রহণ গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ধোপাদীঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সিলেট চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন পরিচালক, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ছয়জন পরিচালক, ট্রেড গ্রুপ থেকে তিনজন পরিচালক ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

নির্বাচনে অর্ডিনারি ভোটার ছিলেন ১ হাজার ৩৪৮ জন, অ্যাসোসিয়েট ১ হাজার ২৪২ জন, ট্রেড গ্রুপ ৯ জন ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ভোটার একজন।

পরিচালনা পরিষদের ২২টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১২ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণি থেকে তিনজন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অর্ডিনারি শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী (এনাম), মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমেদ, দেবাশীষ চক্রবর্তী, মো. মাসনুন আকিব বড়ভূইঞা, মো. হিফজুর রহমান খান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত