সম্পাদকীয়
জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন ত্রয়োদশ শতকের একজন ফারসি কবি, সুফিতাত্ত্বিক ও আইনজ্ঞ। তবে তিনি সুফিবাদী কবি রুমি নামে বেশি পরিচিত।
১২৪৪ সালে রুমির জীবনে একটি বড় পরিবর্তন ঘটে। স্বাধীন চিন্তার অধিকারী আধ্যাত্মিক সুফি গুরু শামস তাবরিজের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। ৩৭ বছর বয়সী রুমি তখন পর্যন্ত ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও প্রচারক। তখন পর্যন্ত তাঁর ও তাবরিজের বন্ধুত্বের বয়স মাত্র তিন বছর। তিন বছর পর তাবরিজ গায়েব হয়ে যান। তাবরিজের মৃত্যু তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। প্রেমিকা হারানো বেদনার মতো, তা তাঁকে আজীবন যন্ত্রণা দিয়েছিল। তাঁর বেশির ভাগ সৃষ্টির প্রেরণা ছিলেন তাবরিজ।
ঐতিহাসিকদের ধারণা, রুমির প্রতি ঈর্ষান্বিত কোনো একজন তাবরিজকে খুন করেন। এরপর বিচ্ছেদের আগুনে পুড়তে থাকেন রুমি। এই বিচ্ছেদের দহন থেকে রুমি নিজেকে কবিতায় সঁপে দেন পুরোপুরি। ৩৭ থেকে ৬৭ বছর বয়সকালেই মূলত রুমির সব কবিতা লেখা।এর মধ্যে লেখে ফেলেন তিন হাজার ‘প্রেমসংগীত’, দুই হাজার রুবাইয়াত। ছয় খণ্ডে লিখেছেন মহাকাব্য ‘মসনবি’।
রুমি শায়েরি, সংগীত আর নৃত্যে ডুবে থাকতে লাগলেন। একজন রুমি গবেষকের মতে, রুমি যখন ধ্যানে থাকতেন অথবা শায়েরি করতেন, তখন একধরনের নৃত্য করতেন। এই নৃত্যই পরবর্তীকালে সুফিনৃত্য হিসেবে পরিচিতি পায়। রুমি লিখেছেন, ‘আগে আমি প্রার্থনা করতাম। এখন শের, নজম ও গীত পাঠ করি।’
তবে রুমির জীবনের শেষ ৫০টি বছর কেটেছে কোনিয়ায়। এই মরমি কবি ১২৭৩ সালের ১৭ ডিসেম্বর এখানেই মারা যান। বছরের একটি দিন তুরস্কে তাঁর সমাধিকে কেন্দ্র করে দুনিয়ার সব সুফিপ্রেমিক আজও জড়ো হন। তবে তাঁর জন্মস্থান বালখ, যা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। তাঁর সমাধিফলকে লেখা আছে, ‘যখন আমি মৃত, পৃথিবীতে আমার সমাধি না খুঁজে, আমাকে মানুষের হৃদয়ে খুঁজে নাও।’
জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন ত্রয়োদশ শতকের একজন ফারসি কবি, সুফিতাত্ত্বিক ও আইনজ্ঞ। তবে তিনি সুফিবাদী কবি রুমি নামে বেশি পরিচিত।
১২৪৪ সালে রুমির জীবনে একটি বড় পরিবর্তন ঘটে। স্বাধীন চিন্তার অধিকারী আধ্যাত্মিক সুফি গুরু শামস তাবরিজের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। ৩৭ বছর বয়সী রুমি তখন পর্যন্ত ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক ও প্রচারক। তখন পর্যন্ত তাঁর ও তাবরিজের বন্ধুত্বের বয়স মাত্র তিন বছর। তিন বছর পর তাবরিজ গায়েব হয়ে যান। তাবরিজের মৃত্যু তিনি সহজভাবে মেনে নিতে পারেননি। প্রেমিকা হারানো বেদনার মতো, তা তাঁকে আজীবন যন্ত্রণা দিয়েছিল। তাঁর বেশির ভাগ সৃষ্টির প্রেরণা ছিলেন তাবরিজ।
ঐতিহাসিকদের ধারণা, রুমির প্রতি ঈর্ষান্বিত কোনো একজন তাবরিজকে খুন করেন। এরপর বিচ্ছেদের আগুনে পুড়তে থাকেন রুমি। এই বিচ্ছেদের দহন থেকে রুমি নিজেকে কবিতায় সঁপে দেন পুরোপুরি। ৩৭ থেকে ৬৭ বছর বয়সকালেই মূলত রুমির সব কবিতা লেখা।এর মধ্যে লেখে ফেলেন তিন হাজার ‘প্রেমসংগীত’, দুই হাজার রুবাইয়াত। ছয় খণ্ডে লিখেছেন মহাকাব্য ‘মসনবি’।
রুমি শায়েরি, সংগীত আর নৃত্যে ডুবে থাকতে লাগলেন। একজন রুমি গবেষকের মতে, রুমি যখন ধ্যানে থাকতেন অথবা শায়েরি করতেন, তখন একধরনের নৃত্য করতেন। এই নৃত্যই পরবর্তীকালে সুফিনৃত্য হিসেবে পরিচিতি পায়। রুমি লিখেছেন, ‘আগে আমি প্রার্থনা করতাম। এখন শের, নজম ও গীত পাঠ করি।’
তবে রুমির জীবনের শেষ ৫০টি বছর কেটেছে কোনিয়ায়। এই মরমি কবি ১২৭৩ সালের ১৭ ডিসেম্বর এখানেই মারা যান। বছরের একটি দিন তুরস্কে তাঁর সমাধিকে কেন্দ্র করে দুনিয়ার সব সুফিপ্রেমিক আজও জড়ো হন। তবে তাঁর জন্মস্থান বালখ, যা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। তাঁর সমাধিফলকে লেখা আছে, ‘যখন আমি মৃত, পৃথিবীতে আমার সমাধি না খুঁজে, আমাকে মানুষের হৃদয়ে খুঁজে নাও।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে