শিবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০৮: ৩৫
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৬৫০টি ইয়াবা উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক সময়ে চকপাড়া বিওপির পাগলা নদী ও তেলকুপি বিওপির ছিয়াত্তর বিঘা এলাকার শান্তিমোড়ে এ অভিযান চালান বিজিবি সদস্যরা।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, চকপাড়া বিওপির নায়েক সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে একটি টহল দল গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদী নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

অপরদিকে তেলকুপি বিওপির নায়েক মো. হাসিমুদ্দিনের নেতৃত্বে টহল দল রাত ১টা ৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৬৫০টি ইয়াবা জব্দ করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত