আয়নাল হোসেন, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার কাঁচা পণ্যের আড়তে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫-১১৬ টাকা। ২০ গজ দূরে খুচরা ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বিক্রি করছেন ১৩০ টাকা কেজি। পাইকারিতে যে আলুর দাম ৫০ টাকা, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা।
শুধু পেঁয়াজ কিংবা আলু নয়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য বেশ বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা এ জন্য পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন। তবে ভোক্তারা বলছেন কারফিউর অজুহাতে বেশি দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
দুই দিন আগে পাইকারি বাজারে প্রতি পিস ডিম ১১ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল মঙ্গলবার তা বেড়ে ১১ টাকা ৫০ থেকে ১১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হয় বলে জানান তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ। কিন্তু সেই ডিম পাড়া-মহল্লার দোকান থেকে প্রতি পিস ১৪-১৫ টাকা দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
বাজারে সবজির দামও বেশ চড়া। গতকাল কারওয়ান বাজারে যে বেগুন ৬০-৭৫ টাকায় বিক্রি হয়েছে, তা রাজধানীর বনশ্রী এলাকায় ১০০-১২০ টাকা দামে বিক্রি হতে দেখা যায়। একইভাবে পাইকারিতে ৪৫-৫৫ টাকার ঢ্যাঁড়স খুচরায় ৭০-৮০ টাকা, ৪৫-৫০ টাকার ধুন্দল ৭০-৭৫ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা কেমন রয়েছে তা সরেজমিন দেখার জন্য গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
বেলা ২টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটে গিয়ে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হতে দেখেন মন্ত্রী। ব্রয়লার মুরগির দাম এক দোকানে ১৮০ ও আরেকটিতে ১৯০ টাকা দাম দেখেন। এ সময় তিনি বলেন, প্যারাগনের সঙ্গে কথা হয়েছে, তারা কেজিপ্রতি ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি করছে। মুরগিতে ১০ শতাংশ লাভ করলেই যথেষ্ট। সেখানে কেজিপ্রতি ৩০-৪০ টাকা অনেক বেশি। প্রতিমন্ত্রী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি দেখার নির্দেশনা দেন।
খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সহিংতার কারণে সরবরাহে সমস্যা হয়েছিল। পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে, এখন খুচরা বাজারেও দাম কমে আসবে।
রাজধানীর কারওয়ান বাজার কাঁচা পণ্যের আড়তে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫-১১৬ টাকা। ২০ গজ দূরে খুচরা ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বিক্রি করছেন ১৩০ টাকা কেজি। পাইকারিতে যে আলুর দাম ৫০ টাকা, খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা।
শুধু পেঁয়াজ কিংবা আলু নয়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য বেশ বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা এ জন্য পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন। তবে ভোক্তারা বলছেন কারফিউর অজুহাতে বেশি দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
দুই দিন আগে পাইকারি বাজারে প্রতি পিস ডিম ১১ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল মঙ্গলবার তা বেড়ে ১১ টাকা ৫০ থেকে ১১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি হয় বলে জানান তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ। কিন্তু সেই ডিম পাড়া-মহল্লার দোকান থেকে প্রতি পিস ১৪-১৫ টাকা দামে কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।
বাজারে সবজির দামও বেশ চড়া। গতকাল কারওয়ান বাজারে যে বেগুন ৬০-৭৫ টাকায় বিক্রি হয়েছে, তা রাজধানীর বনশ্রী এলাকায় ১০০-১২০ টাকা দামে বিক্রি হতে দেখা যায়। একইভাবে পাইকারিতে ৪৫-৫৫ টাকার ঢ্যাঁড়স খুচরায় ৭০-৮০ টাকা, ৪৫-৫০ টাকার ধুন্দল ৭০-৭৫ টাকা, ২০০ টাকার কাঁচা মরিচ ২৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারে নিত্যপণ্যের সরবরাহব্যবস্থা কেমন রয়েছে তা সরেজমিন দেখার জন্য গতকাল রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর বাজার পরিদর্শনে যান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
বেলা ২টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটে গিয়ে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হতে দেখেন মন্ত্রী। ব্রয়লার মুরগির দাম এক দোকানে ১৮০ ও আরেকটিতে ১৯০ টাকা দাম দেখেন। এ সময় তিনি বলেন, প্যারাগনের সঙ্গে কথা হয়েছে, তারা কেজিপ্রতি ব্রয়লার ১৫০ টাকায় বিক্রি করছে। মুরগিতে ১০ শতাংশ লাভ করলেই যথেষ্ট। সেখানে কেজিপ্রতি ৩০-৪০ টাকা অনেক বেশি। প্রতিমন্ত্রী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি দেখার নির্দেশনা দেন।
খুচরা ও পাইকারি বাজারে দামের পার্থক্য সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সহিংতার কারণে সরবরাহে সমস্যা হয়েছিল। পাইকারি বাজারে সরবরাহ বেড়েছে, এখন খুচরা বাজারেও দাম কমে আসবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে