শেষ হলো ভারতে ইলিশ রপ্তানির সময়

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ১০: ৪৫
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০: ০৬

দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার। এবার ৪ হাজার ৬৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। নির্দেশনা ছিল, ৫ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। কিন্তু দেশের বাজারে ইলিশসংকট ও মূল্যবৃদ্ধির কারণে এত ইলিশ রপ্তানি করা হয়নি। ৪ হাজার ৬৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ১ হাজার ১৯০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পেরেছেন তালিকাভুক্ত রপ্তানিকারকেরা।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস বলেন, এ বছর চাহিদার তুলনায় অনেক কম পরিমাণ ইলিশ ধরা পড়েছে। তা ছাড়া দেশের বাজারের তুলনায় ভারতে রপ্তানি মূল্য কম হওয়ায় উচ্চমূল্যে বাজার থেকে ইলিশ কিনে তা বিদেশে রপ্তানি করেননি ব্যবসায়ীরা।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে এ বছর ১১৫ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার নির্ধারণ করা ছিল। দুই শুল্কমুক্ত সুবিধায় এসব ইলিশের চালান আমদানি-রপ্তানি হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত