রাতারাতি পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১৫ টাকা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ২২
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতারাতি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। স্থানীয় বাজারে গত শুক্রবার সকালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ টাকা। অথচ গতকাল শনিবার সকালে বিক্রি হয় ৪০ টাকা কেজি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে বাড়ায় খুচরাও দাম বেড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। তাঁদের দাবি অচিরেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা হোক। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের কয়েক দিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। অন্যদিকে প্রশাসন বলছে, সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার সকালে সরাইলের অরুয়াইল বাজার, পাকশিমুল বাজার, রসুলপুর চকবাজার ঘুরে দেখা ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এ সময় কথা হয় ব্যবসায়ীদের সঙ্গে।

খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সকালেও পেঁয়াজের দর ২৫ টাকা ছিল। হঠাৎ করেই বিকেলে কেজিতে ১৫ টাকা বেড়েছে। ভৈরবের পাইকারি বাজার থেকে তাঁরা পেঁয়াজ আনেন। সেই পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

এ ব্যাপারে জানতে চাইলে অরুয়াইল বাজারের মুদি ব্যবসায়ী আবু তালেব বলেন, গত শুক্রবার বিকেল থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এভাবে দাম বাড়তে থাকলে পেঁয়াজ বেচা বন্ধ করে দিতে হবে। দাম বাড়ার কারণে কাস্টমারের সঙ্গে কথা-কাটাকাটি হচ্ছে।'

অরুয়াইল বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী ছামাদ আলী বলেন, ‘আমরা মওজুদ করি না। প্রতিদিনই আমাদের বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছি। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।'

পেঁয়াজ কিনতে আসা বরইচারা গ্রামের মুদিদোকানি আক্তার হোসেন বলেন, ‘গত শুক্রবার পেঁয়াজ কিনলাম ২৫ টাকা কেজি আর আজকে কিনলাম ৪০ টাকায়। এটা তো রূপকথার গল্পের মতো অবস্থা। এক রাতে ১ কেজিতে ১৫ টাকা বাড়ল। এটা সিন্ডিকেটের কাজ। পেঁয়াজের মৌসুমে দাম এত বাড়বে কেন? ভয় করছে আগামীকাল দ্বিগুণ হয়ে যায় কি না। তাই আজকে কিছু বাড়িয়ে কিনলাম।’

এ নিয়ে জানতে চাইলে ভৈরব বাজারের পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী হাবিব মিয়া বলেন, 'বৃষ্টির কারণে এই সপ্তাহে আমাদের আড়তগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। দাম বাড়ার কারণে বেচাকেনাও কমে গেছে।'

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, 'বেশি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি এখনই খোঁজখবর নিচ্ছি। সিন্ডিকেট করে দাম বাড়ালে অবশ্যই ব্যবস্থা নেব।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত