তানিম আহমেদ, ঢাকা
রাজপথের আলগা সুতোয় এবার টান দিয়েছে সরকার। হঠাৎ করে বদলে গেছে রাজনীতির মাঠ। শান্তিপূর্ণ কর্মসূচি সংঘাতে রূপ নিচ্ছে প্রতিদিন। বেশ কিছুদিন ধরে বিএনপির কর্মসূচির সমান্তরালে শান্তি সমাবেশ করে আসা আওয়ামী লীগ এখন বলছে—আর শান্তি নয়, বিএনপিকে প্রতিরোধ ও প্রতিহত করা হবে। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে নিশ্চিহ্ন করা হবে।
আওয়ামী লীগ নেতাদের এমন উত্তপ্ত বক্তব্যের সুযোগটা করে দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সম্প্রতি এক বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। আর একেই ইস্যু বানিয়ে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির লক্ষ্য, নির্বাচনের আগে নেতা-কর্মীদের চাঙা করা। সেই সঙ্গে বিরোধীদের মনে ভয় ধরানো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারা যেখানে সরাসরি নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে, সেখানে তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। তারা এ ধরনের কথা বলার স্পর্ধা পায় কোথা থেকে? এ কারণেই তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা ও পরাস্ত করে অপতৎপরতা বন্ধ করতে চাই।’ বিএনপিকে প্রতিরোধে নির্বাচন পর্যন্ত মাঠে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলের এই নেতা।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সমাবেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
সমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের শুধু প্রতিবাদ করলে, বিক্ষোভ করলে চলবে না। সর্বশক্তি দিয়ে এদের নিশ্চিহ্ন করতে হবে। আমাদের ঐক্যের প্রতীক শেখ হাসিনাকে আঘাত করার আগে তাদের নিশ্চিহ্ন করতে হবে। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তাদের মোকাবিলা করব, অস্তিত্ব থাকতে দেব না।’
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় সারা দেশে গর্জন উঠেছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকালের সমাবেশে তিনি বলেন, ‘আমরা এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। বাংলার জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে ফেলতে হবে। হামলা চালালে সমুচিত জবাব দেব।’
প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার চার দিন অতিবাহিত হলেও আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা না নেওয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আমাদের পার্টির কোনো জেলার নেতা যদি খালেদা জিয়াকে হত্যা করার হুমকি দিত, তাহলে আপনারা কী করতেন? কী জবাব দিতেন, আমি জানতে চাই। বিএনপির উপলব্ধি করা উচিত, রাজশাহীর এক নেতা হুমকি দেওয়ায় সারা দেশ গর্জন করে উঠেছে। শেখ হাসিনার ওপর হামলা করলে আওয়ামী লীগ কর্মীরা চুপ করে বসে থাকবে না।’
এদিকে আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহীতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। ফলে গতকাল সেখানে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা।
শুধু রাজশাহী নয়, চাঁদের বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ করছে আওয়ামী লীগ।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, ‘আবু সাঈদ চাঁদের বক্তব্যে সিরিয়াস কিছু আছে বলে মনে হয় না। কিন্তু নির্বাচন সামনে রেখে বিএনপি মাঠে আছে। সামনে আরও সংবদ্ধ হয়ে দলটি মাঠে নামতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এ কারণে আগেভাগে দলীয় নেতা-কর্মীদের মাঠে নামানোর জন্যই চাঁদের বক্তব্যটা ইস্যু বানিয়ে কর্মসূচি দিয়েছি আমরা। এতে আমাদের নেতা-কর্মীরা যেমন চাঙা হবে, অন্যদিকে আওয়ামী লীগের কঠোর অবস্থানে বিএনপির নেতা-কর্মীদের মনে ভয়ও তৈরি হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তি সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা মাঠে থাকব নির্বাচন পর্যন্ত। তবে আমরা কোনো সংঘাতে যেতে চাই না। আমরা তাদের (বিএনপি) রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কেউ পায়ে পাড়া দিয়ে লাগতে এলে তাদের প্রতিহত করব। কোনো ছাড় দেব না।’
রাজপথের আলগা সুতোয় এবার টান দিয়েছে সরকার। হঠাৎ করে বদলে গেছে রাজনীতির মাঠ। শান্তিপূর্ণ কর্মসূচি সংঘাতে রূপ নিচ্ছে প্রতিদিন। বেশ কিছুদিন ধরে বিএনপির কর্মসূচির সমান্তরালে শান্তি সমাবেশ করে আসা আওয়ামী লীগ এখন বলছে—আর শান্তি নয়, বিএনপিকে প্রতিরোধ ও প্রতিহত করা হবে। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে নিশ্চিহ্ন করা হবে।
আওয়ামী লীগ নেতাদের এমন উত্তপ্ত বক্তব্যের সুযোগটা করে দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সম্প্রতি এক বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। আর একেই ইস্যু বানিয়ে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির লক্ষ্য, নির্বাচনের আগে নেতা-কর্মীদের চাঙা করা। সেই সঙ্গে বিরোধীদের মনে ভয় ধরানো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারা যেখানে সরাসরি নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে, সেখানে তো তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে। তারা এ ধরনের কথা বলার স্পর্ধা পায় কোথা থেকে? এ কারণেই তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা ও পরাস্ত করে অপতৎপরতা বন্ধ করতে চাই।’ বিএনপিকে প্রতিরোধে নির্বাচন পর্যন্ত মাঠে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন দলের এই নেতা।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সমাবেশ থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
সমাবেশে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের শুধু প্রতিবাদ করলে, বিক্ষোভ করলে চলবে না। সর্বশক্তি দিয়ে এদের নিশ্চিহ্ন করতে হবে। আমাদের ঐক্যের প্রতীক শেখ হাসিনাকে আঘাত করার আগে তাদের নিশ্চিহ্ন করতে হবে। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা তাদের মোকাবিলা করব, অস্তিত্ব থাকতে দেব না।’
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় সারা দেশে গর্জন উঠেছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকালের সমাবেশে তিনি বলেন, ‘আমরা এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। বাংলার জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করে ফেলতে হবে। হামলা চালালে সমুচিত জবাব দেব।’
প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার চার দিন অতিবাহিত হলেও আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা না নেওয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আমাদের পার্টির কোনো জেলার নেতা যদি খালেদা জিয়াকে হত্যা করার হুমকি দিত, তাহলে আপনারা কী করতেন? কী জবাব দিতেন, আমি জানতে চাই। বিএনপির উপলব্ধি করা উচিত, রাজশাহীর এক নেতা হুমকি দেওয়ায় সারা দেশ গর্জন করে উঠেছে। শেখ হাসিনার ওপর হামলা করলে আওয়ামী লীগ কর্মীরা চুপ করে বসে থাকবে না।’
এদিকে আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহীতে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। ফলে গতকাল সেখানে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে পারেননি বিএনপির নেতা-কর্মীরা।
শুধু রাজশাহী নয়, চাঁদের বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ করছে আওয়ামী লীগ।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, ‘আবু সাঈদ চাঁদের বক্তব্যে সিরিয়াস কিছু আছে বলে মনে হয় না। কিন্তু নির্বাচন সামনে রেখে বিএনপি মাঠে আছে। সামনে আরও সংবদ্ধ হয়ে দলটি মাঠে নামতে পারে বলে আমাদের কাছে তথ্য আছে। এ কারণে আগেভাগে দলীয় নেতা-কর্মীদের মাঠে নামানোর জন্যই চাঁদের বক্তব্যটা ইস্যু বানিয়ে কর্মসূচি দিয়েছি আমরা। এতে আমাদের নেতা-কর্মীরা যেমন চাঙা হবে, অন্যদিকে আওয়ামী লীগের কঠোর অবস্থানে বিএনপির নেতা-কর্মীদের মনে ভয়ও তৈরি হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তি সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা মাঠে থাকব নির্বাচন পর্যন্ত। তবে আমরা কোনো সংঘাতে যেতে চাই না। আমরা তাদের (বিএনপি) রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কেউ পায়ে পাড়া দিয়ে লাগতে এলে তাদের প্রতিহত করব। কোনো ছাড় দেব না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে