টেকনাফ সীমান্তে রাতে গোলাগুলি, দিনে শান্ত

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাতের তীব্রতা বাংলাদেশ সীমান্তে কিছুটা কমে এসেছে। দুই দিন ধরে রাতে গোলাগুলি ও ভারী অস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেলেও দিনের বেলায় শান্ত থাকছে।

১০ দিন ধরে কক্সবাজারের টেকনাফের পূর্ব-দক্ষিণ সীমান্তে রাখাইনের মংডু শহরের আশপাশে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হচ্ছে।বিদ্রোহীরা মংডু শহরের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। রাখাইনের রাজধানী সিথুওয়ের পথেও এগিয়ে যাচ্ছে বিদ্রোহীরা।

গত ২ ফেব্রুয়ারি থেকে রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতে ব্যবহার করা গুলি ও মর্টার শেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকা কেঁপে ওঠার ঘটনা ঘটেছে। মর্টার শেল ও গুলিতে এপারে তিনজনের প্রাণহানিও হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, দুদিন ধরে দিনের বেলায় সীমান্ত শান্ত থাকলেও রাতে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত