তানিম আহমেদ, ঢাকা
মিছিল, সমাবেশের মধ্য দিয়ে বছরজুড়ে রাজপথে থাকেন রাজনৈতিক কর্মীরা। নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা তাঁদের। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কর্মী ছাড়াও রুপালি পর্দার তারকা, মাঠের তারকা, সরকারের সাবেক আমলা, পুলিশ, সামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাষ্ট্রদূত, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষেরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে। নির্বাচনে নৌকা মার্কার প্রত্যাশীদের কাছে গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। চার দিনে ৩ হাজার ৩৬২টি ফরম বিক্রি করে দলটি।
অনেকে একাধিক আসনের জন্য ফরম কিনেছেন। তাঁদের মধ্যে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সর্বোচ্চ পাঁচটি আসনের, বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান কেনেন তিনটি আসন থেকে। সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের মনোনয়নপ্রত্যাশী।
সাকিব ছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন সাংস্কৃতিক অঙ্গনের তারকা চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), শমী কায়সার (ফেনী-৩), ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১)।
খেলার মাঠের তারকাদের মধ্যে সাকিব ছাড়াও ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও (নেত্রকোনা-১) মনোনয়নদৌড়ে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, দশম ও একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সবার মধ্যে ধারণা জন্ম নিয়েছে, নৌকা মার্কা পেলেই নির্বাচনের বৈতরণি সহজে পার হওয়া যাবে। তাই রাজনীতি না করেও নৌকা পেতে দৌড়ঝাঁপ করছেন অনেকে।
সাবেক আমলাদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। এ ছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-২), খুলনা-১ আসনে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, সাবেক সচিব মেজবাহ উদ্দিন ভোলা-৪, সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নওগাঁ-৩ এবং চাঁদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব গোলাম হোসেন, শাহ কামাল (চাঁদপুর-৫), বরগুনা-১ আসনে মিহির কান্তি মজুমদার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমও আছেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও সাবেক এসপি হাবিবুর রহমান বর্তমান এমপি। তাঁরা আবারও নৌকার মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া এবার দলের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক (শরীয়তপুর-১), বরিশাল-৫ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া মাহবুব উদ্দিন (এসপি মাহবুব), সাবেক ডিআইজি আবদুল কাহার আকন্দ (কিশোরগঞ্জ-২), সাবেক সিনিয়র এএসপি শেখ আতাউর রহমান (সাতক্ষীরা-৪) মনোনয়নপ্রত্যাশী।
সামরিক কর্মকর্তাদের মধ্যে বর্তমান সংসদে আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এ ছাড়া মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন, এ বি তাজুল ইসলাম, সুবিদ আলী ভূঁইয়া আছেন। তাঁরা এবারও মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া নতুন করে এবার মনোনয়ন ফরম কিনেছেন বিজিবির সাবেক ডিজি আবুল হোসেন (পটুয়াখালী-৩)।
সাংবাদিকদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী (ফেনী-২) ও নঈম নিজাম (কুমিল্লা-১০)।
চিকিৎসকদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান টাঙ্গাইল-৩, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. এম ইকবাল আর্সলান রাজবাড়ী-২, স্বাচিপের সাবেক মহাসচিব ডা. এম এ আজিজ ময়মনসিংহ-৪ ও ৯, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী সিলেট-৩, দলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সিগঞ্জ-১ প্রমুখ।
ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার ঢাকা-১০ ও শরীয়তপুর-১, ২ ও ৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে এম জসিম উদ্দিন ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম কিনেছেন। তাঁর ভাই মোরশেদ আলম নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতবারের চেয়ে কম বিক্রি
গত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ। একাদশ সংসদে ৪ হাজার ২৩টি ফরম বিক্রি করেছিল দলটি।
জাতীয় সংসদের ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়। প্রতি আসনে গড়ে ১১ জনের বেশি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
মিছিল, সমাবেশের মধ্য দিয়ে বছরজুড়ে রাজপথে থাকেন রাজনৈতিক কর্মীরা। নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা তাঁদের। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক কর্মী ছাড়াও রুপালি পর্দার তারকা, মাঠের তারকা, সরকারের সাবেক আমলা, পুলিশ, সামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাষ্ট্রদূত, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষেরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে। নির্বাচনে নৌকা মার্কার প্রত্যাশীদের কাছে গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। চার দিনে ৩ হাজার ৩৬২টি ফরম বিক্রি করে দলটি।
অনেকে একাধিক আসনের জন্য ফরম কিনেছেন। তাঁদের মধ্যে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সর্বোচ্চ পাঁচটি আসনের, বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান কেনেন তিনটি আসন থেকে। সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসনের মনোনয়নপ্রত্যাশী।
সাকিব ছাড়াও মনোনয়ন ফরম কিনেছেন সাংস্কৃতিক অঙ্গনের তারকা চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), শমী কায়সার (ফেনী-৩), ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১)।
খেলার মাঠের তারকাদের মধ্যে সাকিব ছাড়াও ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১), ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও (নেত্রকোনা-১) মনোনয়নদৌড়ে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের নেতারা বলছেন, দশম ও একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সবার মধ্যে ধারণা জন্ম নিয়েছে, নৌকা মার্কা পেলেই নির্বাচনের বৈতরণি সহজে পার হওয়া যাবে। তাই রাজনীতি না করেও নৌকা পেতে দৌড়ঝাঁপ করছেন অনেকে।
সাবেক আমলাদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। এ ছাড়া মনোনয়ন ফরম নিয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-২), খুলনা-১ আসনে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়, সাবেক সচিব মেজবাহ উদ্দিন ভোলা-৪, সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নওগাঁ-৩ এবং চাঁদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব গোলাম হোসেন, শাহ কামাল (চাঁদপুর-৫), বরগুনা-১ আসনে মিহির কান্তি মজুমদার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমও আছেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ ও সাবেক এসপি হাবিবুর রহমান বর্তমান এমপি। তাঁরা আবারও নৌকার মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া এবার দলের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক (শরীয়তপুর-১), বরিশাল-৫ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া মাহবুব উদ্দিন (এসপি মাহবুব), সাবেক ডিআইজি আবদুল কাহার আকন্দ (কিশোরগঞ্জ-২), সাবেক সিনিয়র এএসপি শেখ আতাউর রহমান (সাতক্ষীরা-৪) মনোনয়নপ্রত্যাশী।
সামরিক কর্মকর্তাদের মধ্যে বর্তমান সংসদে আছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এ ছাড়া মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন, এ বি তাজুল ইসলাম, সুবিদ আলী ভূঁইয়া আছেন। তাঁরা এবারও মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া নতুন করে এবার মনোনয়ন ফরম কিনেছেন বিজিবির সাবেক ডিজি আবুল হোসেন (পটুয়াখালী-৩)।
সাংবাদিকদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী (ফেনী-২) ও নঈম নিজাম (কুমিল্লা-১০)।
চিকিৎসকদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান টাঙ্গাইল-৩, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ডা. এম ইকবাল আর্সলান রাজবাড়ী-২, স্বাচিপের সাবেক মহাসচিব ডা. এম এ আজিজ ময়মনসিংহ-৪ ও ৯, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী সিলেট-৩, দলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু মুন্সিগঞ্জ-১ প্রমুখ।
ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভীন হক সিকদার ঢাকা-১০ ও শরীয়তপুর-১, ২ ও ৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে এম জসিম উদ্দিন ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম কিনেছেন। তাঁর ভাই মোরশেদ আলম নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতবারের চেয়ে কম বিক্রি
গত চার দিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে আওয়ামী লীগ। একাদশ সংসদে ৪ হাজার ২৩টি ফরম বিক্রি করেছিল দলটি।
জাতীয় সংসদের ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়। প্রতি আসনে গড়ে ১১ জনের বেশি প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে