সম্পাদকীয়
বরিশালে অবস্থাপন্ন রায়তদের মধ্যে মামলা-মোকদ্দমা একসময় বিলাসের পর্যায়ে পৌঁছেছিল। কখনো কখনো শোনা যেত, বর্ধিঞ্চু প্রজারা, মানে এখন যাঁদের জোতদার বলা হয়, তাঁরা ফসল ভালো হলে ভীষণ আনন্দিত হয়ে যেতেন এবং একই সঙ্গে চিন্তায় পড়ে যেতেন। তারপর সুহৃদকে প্রশ্ন করতেন, ‘কয়েন দেহি বড়মেয়া, আর এড্ডা নিকা করি না চাচার লগে আরেগডা মোকদ্দমা বাঁধাই?’
মামলা বাঁধানো নিয়ে কত কাহিনিই তো আছে। তপন রায়চৌধুরী শোনাচ্ছেন সে রকমই একটা কাহিনি। আফছারউদ্দিন এবং আজহারউদ্দিন দুই ভাই। মারামারি করতে করতে তাঁরা একে অপরের মাথায় রামদা বসিয়ে দেন। তখন ব্রিটিশ আমল। বিচারে দুজনকেই আন্দামানে পাঠানো হয়।
আন্দামানে এই দুই ভাই দুজন বীর রমণীর সাক্ষাৎ পান, তাঁরাও দু-চারটি মানুষের মাথায় অস্ত্র প্রয়োগ করে আন্দামানবাসী হয়েছিলেন। দুই ভাই ওই দুই রমণীকে বিয়ে করেন। তাঁরা সুখী জীবনযাপন করেন, তবে অতীতের কীর্তি হিসেবে তাঁদের বাড়ির বাঁশের বেড়ায় ঝোলানো থাকত রামদা।
আফছারউদ্দিনের ছিল অসাধারণ রান্নার হাত। আন্দামানে তাঁর সদাচরণের জন্য কারাগারের ভারপ্রাপ্ত সাহেব তাঁকে জেলের বাইরে বসবাস করার অনুমতি দেন। একসময় তিনি বুঝতে পারেন, এই লোকের রান্নার হাত ভালো। মেমসাহেবকে দিয়ে তিনি তাঁকে পাকা বাবুর্চি করে তোলেন।
এই আফছারউদ্দিনই ভালো ব্যবহারের সুবাদে দেশে ফিরে এসে তপন রায়চৌধুরীদের বাড়িতে বাবুর্চি হিসেবে নিয়োগ পান। যে হাতে উঠত রামদা, সেই হাতই তৈরি করতে থাকে লোভনীয় ব্যঞ্জন। আফছারউদ্দিনের ভাষায় সেগুলোর নাম ছিল এ রকম: ‘পাডার লোশডো’ (পাঁঠার রোসটো, অর্থাৎ রোস্ট), ‘তুর্কির লোশডো’ (টার্কির রোস্ট), ‘মুলাখাডুনির স্যুপ’ (মালিগাটানি স্যুপ), ‘এক লাইস রোটি দিয়া পুঠিন’ (এক স্লাইস রুটি দিয়ে তৈরি ব্রেড পুডিং)।
আফছারের সঙ্গে অন্তরঙ্গতার কারণে বাইরের মানুষ বলত, ‘একদিন তোমাগো কোপাইবে।’ কিন্তু আফছার কোনো দিন আর মানুষ কোপাননি। তাঁর কোপ পড়ত শুধুই পাঁঠা-মুরগির ওপর।
সূত্র: তপন রায়চৌধুরী, রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা, পৃষ্ঠা-৩৬
বরিশালে অবস্থাপন্ন রায়তদের মধ্যে মামলা-মোকদ্দমা একসময় বিলাসের পর্যায়ে পৌঁছেছিল। কখনো কখনো শোনা যেত, বর্ধিঞ্চু প্রজারা, মানে এখন যাঁদের জোতদার বলা হয়, তাঁরা ফসল ভালো হলে ভীষণ আনন্দিত হয়ে যেতেন এবং একই সঙ্গে চিন্তায় পড়ে যেতেন। তারপর সুহৃদকে প্রশ্ন করতেন, ‘কয়েন দেহি বড়মেয়া, আর এড্ডা নিকা করি না চাচার লগে আরেগডা মোকদ্দমা বাঁধাই?’
মামলা বাঁধানো নিয়ে কত কাহিনিই তো আছে। তপন রায়চৌধুরী শোনাচ্ছেন সে রকমই একটা কাহিনি। আফছারউদ্দিন এবং আজহারউদ্দিন দুই ভাই। মারামারি করতে করতে তাঁরা একে অপরের মাথায় রামদা বসিয়ে দেন। তখন ব্রিটিশ আমল। বিচারে দুজনকেই আন্দামানে পাঠানো হয়।
আন্দামানে এই দুই ভাই দুজন বীর রমণীর সাক্ষাৎ পান, তাঁরাও দু-চারটি মানুষের মাথায় অস্ত্র প্রয়োগ করে আন্দামানবাসী হয়েছিলেন। দুই ভাই ওই দুই রমণীকে বিয়ে করেন। তাঁরা সুখী জীবনযাপন করেন, তবে অতীতের কীর্তি হিসেবে তাঁদের বাড়ির বাঁশের বেড়ায় ঝোলানো থাকত রামদা।
আফছারউদ্দিনের ছিল অসাধারণ রান্নার হাত। আন্দামানে তাঁর সদাচরণের জন্য কারাগারের ভারপ্রাপ্ত সাহেব তাঁকে জেলের বাইরে বসবাস করার অনুমতি দেন। একসময় তিনি বুঝতে পারেন, এই লোকের রান্নার হাত ভালো। মেমসাহেবকে দিয়ে তিনি তাঁকে পাকা বাবুর্চি করে তোলেন।
এই আফছারউদ্দিনই ভালো ব্যবহারের সুবাদে দেশে ফিরে এসে তপন রায়চৌধুরীদের বাড়িতে বাবুর্চি হিসেবে নিয়োগ পান। যে হাতে উঠত রামদা, সেই হাতই তৈরি করতে থাকে লোভনীয় ব্যঞ্জন। আফছারউদ্দিনের ভাষায় সেগুলোর নাম ছিল এ রকম: ‘পাডার লোশডো’ (পাঁঠার রোসটো, অর্থাৎ রোস্ট), ‘তুর্কির লোশডো’ (টার্কির রোস্ট), ‘মুলাখাডুনির স্যুপ’ (মালিগাটানি স্যুপ), ‘এক লাইস রোটি দিয়া পুঠিন’ (এক স্লাইস রুটি দিয়ে তৈরি ব্রেড পুডিং)।
আফছারের সঙ্গে অন্তরঙ্গতার কারণে বাইরের মানুষ বলত, ‘একদিন তোমাগো কোপাইবে।’ কিন্তু আফছার কোনো দিন আর মানুষ কোপাননি। তাঁর কোপ পড়ত শুধুই পাঁঠা-মুরগির ওপর।
সূত্র: তপন রায়চৌধুরী, রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা, পৃষ্ঠা-৩৬
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে