দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠা: ৩৬০
দাম: ৬৪০ টাকা
স্টল: প্রজন্ম ০৮
আলেম, সাংবাদিক, লেখক মিরাজ রহমান মহানবী (সা.)-এর জীবনের আলোকে সফল উদ্যোক্তা হওয়ার ইসলামি নির্দেশনা তুলে ধরেছেন। বাংলা ভাষার প্রথম কোনো লেখক হিসেবে তিনি মহানবী (সা.)-এর জীবনের এই গুরুত্বপূর্ণ দিকটি যুগোপযোগী ভাষায় উপস্থাপনের প্রয়াস চালিয়েছেন।
পাঁচ অধ্যায়ের এই বইয়ে ধারাবাহিকভাবে উঠে এসেছে—মহানবী (সা.)-এর জীবনে ব্যবসায় অভিজ্ঞতার বিস্তারিত ইতিহাস, মহানবী (সা.)-এর যেসব অভ্যাস-শিষ্টাচার ব্যবসায়ী হিসেবে সফল হতে সাহায্য করবে সেগুলোর কথা, মহানবী (সা.)-এর ব্যবসা পরিচালনার নীতি ও গাইডলাইন, ব্যবসায়ীদের জন্য কোরআন-হাদিসের অনুপ্রেরণামূলক কথা এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামের বিধিবিধান। এ বইয়ে লেখক আধুনিক জীবনাচারে সফলতার মন্ত্র জ্ঞান করা বিষয়গুলোকে সিরাতের আলোকে পেশ করেছেন।
ব্যবসার উন্নয়নে আধুনিক কলাকৌশলের সঙ্গে সিরাতে বর্ণিত বিষয়গুলোর তুলনা করেছেন। কোরআন-হাদিস থেকে তুলে এনেছেন অসাধারণ সব মোটিভেশন। নারীদের উদ্যোক্তা হওয়ার পথও দেখিয়েছেন। মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন ব্যবসার খুঁটিনাটিও বাদ দেননি। বইয়ের তথ্য-উপাত্ত, বিন্যাসের চমৎকার উপস্থাপন পাঠককে মুগ্ধ করবে। কাগজ, বাঁধাই, মুদ্রণেও পেশাদারির পরিচয় দিয়েছেন প্রকাশক। সুলতানস, রকমারি ও অন্যান্য অনলাইন বুকশপ থেকে বইটি অর্ডার করা যাবে।
হাদীসের আয়নায় নবীজীবন
লেখক: মুসা আল হাফিজ
প্রকাশক: শোভা
পৃষ্ঠা: ৫১২
দাম: ৬০০ টাকা
প্যাভিলিয়ন: ১১
মহানবীর (সা.)-এর জীবনীর দ্বিতীয় উত্স সুন্নাহ ও হাদিস। এই বইয়ে হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবনের দারুণ চিত্রায়ণ করেছেন কবি, গবেষক ও লেখক মুসা আল হাফিজ। এর আগে তিনি ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ নামে আলাদা একটি খণ্ডে কোরআনের আলোকে মহানবী (সা.)-এর জীবন তুলে ধরেছেন। এটি সেই সিরিজের দ্বিতীয় বই।
ইসলামের বিধিবিধানের আলোকে বিশুদ্ধ হাদিসের সংকলন করা হয়েছে। তাই শুধু হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবন নিয়ে তেমন একটি রচনা দেখা যায় না। এই অভাব পূরণে লেখক নবীজীবনের ধারাবাহিকতায় বিশুদ্ধ হাদিসের একটি সংকলন দাঁড় করতে চেয়েছেন এই বইয়ে। বাংলা ভাষায় এমন মৌলিক কাজ বিরল ও গৌরবজনক।
বইটি মহানবী (সা.)-এর জীবনচরিত শাস্ত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, এর মধ্যে রয়েছে—হাদিসের প্রমাণ, নবুয়তের আগের-পরের জীবন, হিজরতের আগের-পরের জীবন, বিভিন্ন যুদ্ধের গল্প ইত্যাদি।
বইটি রকমারিসহ সব অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।
রাসুলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার
লেখক: ড. মো. ইব্রাহীম খলিল
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
পৃষ্ঠা: ২৯২
দাম: ৫৫০ টাকা
প্যাভিলিয়ন: ০৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল অর্ধশতাধিক বইয়ের লেখক। পাঠ্যবইসহ ইসলামবিষয়ক মৌলিক বই লিখে পাঠকের আস্থা কুড়িয়েছেন। এ বই তাঁর ৫৩তম রচনা। ১৩ অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ে তিনি মহানবী (সা.)-এর বিভিন্ন নীতি ও সংস্কারের কথা তুলে ধরেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে মহানবী (সা.) যেসব যুগান্তকারী নীতি গ্রহণ করেছিলেন, এর সংক্ষিপ্তসার এই বই।
মহানবী (সা.)-এর সংক্ষিপ্ত জীবন-ইতিহাস, নৈতিকতা ও শিষ্টাচার, শান্তি-সম্প্রীতি-পরমতসহিষ্ণুতা, পররাষ্ট্রভাবনা, নারীর অধিকার, অমুসলিমদের অধিকার, শিক্ষায় সংস্কার, আদর্শ সমাজ গঠনে অবদান, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার ও সাংস্কৃতিক সংস্কারের কথা কোরআন, হাদিস ও ইতিহাসের প্রামাণ্য গ্রন্থের আলোকে বিস্তারিত তুলে ধরেছেন।
বর্তমান বিশ্ব নৈতিক ও মানবিকভাবে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করছে। বৈষয়িক উন্নতি ও প্রযুক্তিগত অগ্রগতির চূড়ায় চড়লেও নৈতিকতা ও মানবিকতায় প্রতিনিয়ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর অনুসৃত নীতি ও সাধিত সংস্কারগুলো নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে। এই বইয়ে সেই প্রয়াসই চালানো হয়েছে।
সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য বইটি অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
শৈল্পিক মুহাম্মাদ সা.
লেখক: মাহমুদুল হাসান
প্রকাশক: বন্ধন প্রকাশন
পৃষ্ঠা: ১৭২
দাম: ২৬০ টাকা
স্টল: একাত্তর প্রকাশনী ৩০৪
মহানবী (সা.)-এর জীবনে শিল্পের সন্ধান করেছেন তরুণ আলেম, লেখক ও গবেষক মাহমুদুল হাসান। একুশ শতকে বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে কলা ও শিল্পের চাহিদাও বাড়ছে। তাই কলা ও শিল্পের নীতি সামনে রেখে মহানবী (সা.)-এর জীবনকে অনুপুঙ্খ পাঠ করেছেন লেখক। এই বইটি তাঁর পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ।
বইয়ে তিনি সিরাতের শৈল্পিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। শিল্প-সাহিত্যের প্রতি মহানবী (সা.)-এর অনুরাগ, কলা সম্পর্কে তাঁর নিজস্ব মতামত ও ধারা এবং এ বিষয়ে অন্যান্য আলোচনা উঠে এসেছে বইয়ে। আর্টের প্রধান দুটি শাখা—ভিজ্যুয়াল আর্ট ও পারফরম্যান্স আর্ট, উভয় আর্টেই মুহাম্মদ (সা.)-এর সম্পৃক্ততা ২৩৩টি রেফারেন্সের আলোকে ফুটিয়ে তোলা হয়েছে।
বইটি শিল্প ও কলাবিষয়ক ইসলামের নিজস্ব বয়ান, মহানবী (সা.)-এর জীবনে এর বাস্তব প্রয়োগ এবং একালের শিল্প-সাহিত্য ও কলার সঙ্গে জড়িত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইনের ভূমিকা পালন করবে আশা করি।
পেশায় শিক্ষক মাহমুদুল হাসানের এই চমৎকার বইটি মেলার ৩০৪ নম্বর স্টল এবং রকমারিসহ সব অনলাইন বুকশপে পাওয়া যাবে।
ছোটদের প্রিয়নবীর গল্প সিরিজ
লেখক: মুনীরুল ইসলাম
প্রকাশক: শিশুরাজ্য প্রকাশন
বইসংখ্যা: ৭টি
দাম: ৯৮০ টাকা
স্টল: ৬৯৭
শিশুদের জন্য মহানবী (সা.)-এর জীবন নিয়ে নতুন সিরিজ লিখেছেন লেখক ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম। ‘ছোটদের প্রিয়নবী গল্প সিরিজ’ নামের এই সিরিজের প্রকাশিত সাতটি বই হলো—‘আঁধার ধরায় আলোর নবী’, ‘শুরু হলো দীনের দাওয়াত’, ‘মিরাজে গেলেন প্রিয়নবী’, ‘মক্কা ছেড়ে মদিনায় হিজরত’, ‘যুদ্ধের ময়দানে প্রিয়নবী’, ‘দয়ার নবী মায়ার ছবি’ এবং ‘অমুসলিমদের প্রতি প্রিয়নবী’।
লেখক মুনীরুল ইসলাম দীর্ঘদিন ধরে শিশুদের জন্য কাজ করছেন। কোমলমতি শিশু-কিশোরদের মনে নৈতিকতা ও ধর্মশিক্ষার বীজ বুনতে এই বই দারুণ কাজ দেবে। সিরিজের প্রতিটি গল্প শিশুদের উপযোগী সহজ-সাবলীল ভাষায় ছোট ছোট বাক্যে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শিশুরা জানতে পারবে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ; প্রেরণা পাবে আদর্শ মানুষ হওয়ার।
শিশুরাজ্য প্রকাশন অত্যন্ত যত্ন করে বইগুলো শিশুদের উপযোগী করে তুলেছে। বইয়ের কভার, সাইজ, পৃষ্ঠা ও অঙ্গসজ্জা চমৎকার করে সাজিয়েছে। প্রতিটি বইয়ে ৬-৭টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের সঙ্গে প্রাসঙ্গিক ছবিও জুড়ে দেওয়া হয়েছে। সিরিজটি মেলায় শিশুরাজ্য প্রকাশনের ৬৯৭ নম্বর স্টলে (শিশু কর্নার) পাওয়া যাচ্ছে।
দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)
লেখক: মিরাজ রহমান
প্রকাশক: সুলতানস
পৃষ্ঠা: ৩৬০
দাম: ৬৪০ টাকা
স্টল: প্রজন্ম ০৮
আলেম, সাংবাদিক, লেখক মিরাজ রহমান মহানবী (সা.)-এর জীবনের আলোকে সফল উদ্যোক্তা হওয়ার ইসলামি নির্দেশনা তুলে ধরেছেন। বাংলা ভাষার প্রথম কোনো লেখক হিসেবে তিনি মহানবী (সা.)-এর জীবনের এই গুরুত্বপূর্ণ দিকটি যুগোপযোগী ভাষায় উপস্থাপনের প্রয়াস চালিয়েছেন।
পাঁচ অধ্যায়ের এই বইয়ে ধারাবাহিকভাবে উঠে এসেছে—মহানবী (সা.)-এর জীবনে ব্যবসায় অভিজ্ঞতার বিস্তারিত ইতিহাস, মহানবী (সা.)-এর যেসব অভ্যাস-শিষ্টাচার ব্যবসায়ী হিসেবে সফল হতে সাহায্য করবে সেগুলোর কথা, মহানবী (সা.)-এর ব্যবসা পরিচালনার নীতি ও গাইডলাইন, ব্যবসায়ীদের জন্য কোরআন-হাদিসের অনুপ্রেরণামূলক কথা এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ইসলামের বিধিবিধান। এ বইয়ে লেখক আধুনিক জীবনাচারে সফলতার মন্ত্র জ্ঞান করা বিষয়গুলোকে সিরাতের আলোকে পেশ করেছেন।
ব্যবসার উন্নয়নে আধুনিক কলাকৌশলের সঙ্গে সিরাতে বর্ণিত বিষয়গুলোর তুলনা করেছেন। কোরআন-হাদিস থেকে তুলে এনেছেন অসাধারণ সব মোটিভেশন। নারীদের উদ্যোক্তা হওয়ার পথও দেখিয়েছেন। মার্কেটিং, ব্র্যান্ডিং ও অনলাইন ব্যবসার খুঁটিনাটিও বাদ দেননি। বইয়ের তথ্য-উপাত্ত, বিন্যাসের চমৎকার উপস্থাপন পাঠককে মুগ্ধ করবে। কাগজ, বাঁধাই, মুদ্রণেও পেশাদারির পরিচয় দিয়েছেন প্রকাশক। সুলতানস, রকমারি ও অন্যান্য অনলাইন বুকশপ থেকে বইটি অর্ডার করা যাবে।
হাদীসের আয়নায় নবীজীবন
লেখক: মুসা আল হাফিজ
প্রকাশক: শোভা
পৃষ্ঠা: ৫১২
দাম: ৬০০ টাকা
প্যাভিলিয়ন: ১১
মহানবীর (সা.)-এর জীবনীর দ্বিতীয় উত্স সুন্নাহ ও হাদিস। এই বইয়ে হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবনের দারুণ চিত্রায়ণ করেছেন কবি, গবেষক ও লেখক মুসা আল হাফিজ। এর আগে তিনি ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ নামে আলাদা একটি খণ্ডে কোরআনের আলোকে মহানবী (সা.)-এর জীবন তুলে ধরেছেন। এটি সেই সিরিজের দ্বিতীয় বই।
ইসলামের বিধিবিধানের আলোকে বিশুদ্ধ হাদিসের সংকলন করা হয়েছে। তাই শুধু হাদিসের আলোকে মহানবী (সা.)-এর জীবন নিয়ে তেমন একটি রচনা দেখা যায় না। এই অভাব পূরণে লেখক নবীজীবনের ধারাবাহিকতায় বিশুদ্ধ হাদিসের একটি সংকলন দাঁড় করতে চেয়েছেন এই বইয়ে। বাংলা ভাষায় এমন মৌলিক কাজ বিরল ও গৌরবজনক।
বইটি মহানবী (সা.)-এর জীবনচরিত শাস্ত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে, এর মধ্যে রয়েছে—হাদিসের প্রমাণ, নবুয়তের আগের-পরের জীবন, হিজরতের আগের-পরের জীবন, বিভিন্ন যুদ্ধের গল্প ইত্যাদি।
বইটি রকমারিসহ সব অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।
রাসুলুল্লাহ সা.-এর নীতি ও সংস্কার
লেখক: ড. মো. ইব্রাহীম খলিল
প্রকাশক: অবসর প্রকাশনা সংস্থা
পৃষ্ঠা: ২৯২
দাম: ৫৫০ টাকা
প্যাভিলিয়ন: ০৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল অর্ধশতাধিক বইয়ের লেখক। পাঠ্যবইসহ ইসলামবিষয়ক মৌলিক বই লিখে পাঠকের আস্থা কুড়িয়েছেন। এ বই তাঁর ৫৩তম রচনা। ১৩ অধ্যায়ে বিন্যস্ত এই বইয়ে তিনি মহানবী (সা.)-এর বিভিন্ন নীতি ও সংস্কারের কথা তুলে ধরেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে মহানবী (সা.) যেসব যুগান্তকারী নীতি গ্রহণ করেছিলেন, এর সংক্ষিপ্তসার এই বই।
মহানবী (সা.)-এর সংক্ষিপ্ত জীবন-ইতিহাস, নৈতিকতা ও শিষ্টাচার, শান্তি-সম্প্রীতি-পরমতসহিষ্ণুতা, পররাষ্ট্রভাবনা, নারীর অধিকার, অমুসলিমদের অধিকার, শিক্ষায় সংস্কার, আদর্শ সমাজ গঠনে অবদান, অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার ও সাংস্কৃতিক সংস্কারের কথা কোরআন, হাদিস ও ইতিহাসের প্রামাণ্য গ্রন্থের আলোকে বিস্তারিত তুলে ধরেছেন।
বর্তমান বিশ্ব নৈতিক ও মানবিকভাবে বিরূপ পরিস্থিতি মোকাবিলা করছে। বৈষয়িক উন্নতি ও প্রযুক্তিগত অগ্রগতির চূড়ায় চড়লেও নৈতিকতা ও মানবিকতায় প্রতিনিয়ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এ প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর অনুসৃত নীতি ও সাধিত সংস্কারগুলো নতুনভাবে মূল্যায়নের দাবি রাখে। এই বইয়ে সেই প্রয়াসই চালানো হয়েছে।
সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য বইটি অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
শৈল্পিক মুহাম্মাদ সা.
লেখক: মাহমুদুল হাসান
প্রকাশক: বন্ধন প্রকাশন
পৃষ্ঠা: ১৭২
দাম: ২৬০ টাকা
স্টল: একাত্তর প্রকাশনী ৩০৪
মহানবী (সা.)-এর জীবনে শিল্পের সন্ধান করেছেন তরুণ আলেম, লেখক ও গবেষক মাহমুদুল হাসান। একুশ শতকে বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে কলা ও শিল্পের চাহিদাও বাড়ছে। তাই কলা ও শিল্পের নীতি সামনে রেখে মহানবী (সা.)-এর জীবনকে অনুপুঙ্খ পাঠ করেছেন লেখক। এই বইটি তাঁর পরিশ্রমের উজ্জ্বল প্রমাণ।
বইয়ে তিনি সিরাতের শৈল্পিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। শিল্প-সাহিত্যের প্রতি মহানবী (সা.)-এর অনুরাগ, কলা সম্পর্কে তাঁর নিজস্ব মতামত ও ধারা এবং এ বিষয়ে অন্যান্য আলোচনা উঠে এসেছে বইয়ে। আর্টের প্রধান দুটি শাখা—ভিজ্যুয়াল আর্ট ও পারফরম্যান্স আর্ট, উভয় আর্টেই মুহাম্মদ (সা.)-এর সম্পৃক্ততা ২৩৩টি রেফারেন্সের আলোকে ফুটিয়ে তোলা হয়েছে।
বইটি শিল্প ও কলাবিষয়ক ইসলামের নিজস্ব বয়ান, মহানবী (সা.)-এর জীবনে এর বাস্তব প্রয়োগ এবং একালের শিল্প-সাহিত্য ও কলার সঙ্গে জড়িত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ গাইডলাইনের ভূমিকা পালন করবে আশা করি।
পেশায় শিক্ষক মাহমুদুল হাসানের এই চমৎকার বইটি মেলার ৩০৪ নম্বর স্টল এবং রকমারিসহ সব অনলাইন বুকশপে পাওয়া যাবে।
ছোটদের প্রিয়নবীর গল্প সিরিজ
লেখক: মুনীরুল ইসলাম
প্রকাশক: শিশুরাজ্য প্রকাশন
বইসংখ্যা: ৭টি
দাম: ৯৮০ টাকা
স্টল: ৬৯৭
শিশুদের জন্য মহানবী (সা.)-এর জীবন নিয়ে নতুন সিরিজ লিখেছেন লেখক ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম। ‘ছোটদের প্রিয়নবী গল্প সিরিজ’ নামের এই সিরিজের প্রকাশিত সাতটি বই হলো—‘আঁধার ধরায় আলোর নবী’, ‘শুরু হলো দীনের দাওয়াত’, ‘মিরাজে গেলেন প্রিয়নবী’, ‘মক্কা ছেড়ে মদিনায় হিজরত’, ‘যুদ্ধের ময়দানে প্রিয়নবী’, ‘দয়ার নবী মায়ার ছবি’ এবং ‘অমুসলিমদের প্রতি প্রিয়নবী’।
লেখক মুনীরুল ইসলাম দীর্ঘদিন ধরে শিশুদের জন্য কাজ করছেন। কোমলমতি শিশু-কিশোরদের মনে নৈতিকতা ও ধর্মশিক্ষার বীজ বুনতে এই বই দারুণ কাজ দেবে। সিরিজের প্রতিটি গল্প শিশুদের উপযোগী সহজ-সাবলীল ভাষায় ছোট ছোট বাক্যে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শিশুরা জানতে পারবে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ; প্রেরণা পাবে আদর্শ মানুষ হওয়ার।
শিশুরাজ্য প্রকাশন অত্যন্ত যত্ন করে বইগুলো শিশুদের উপযোগী করে তুলেছে। বইয়ের কভার, সাইজ, পৃষ্ঠা ও অঙ্গসজ্জা চমৎকার করে সাজিয়েছে। প্রতিটি বইয়ে ৬-৭টি গল্প রয়েছে। প্রতিটি গল্পের সঙ্গে প্রাসঙ্গিক ছবিও জুড়ে দেওয়া হয়েছে। সিরিজটি মেলায় শিশুরাজ্য প্রকাশনের ৬৯৭ নম্বর স্টলে (শিশু কর্নার) পাওয়া যাচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে