চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নের বিভিন্ন রাস্তায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কোথাও হাঁটুপানি, আবার কোথাও কাদা হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট বাজার। এই বাজার থেকে সবুজপাড়া দুর্গামন্দির এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা তলিয়ে থাকে বৃষ্টির পানিতে।
সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সড়ক থানাহাট বাজার থেকে কাশিমবাজার, বজরা, উলিপুর হয়ে কুড়িগ্রাম শহরে গিয়ে শেষ হয়েছে। সড়কটি দিয়ে প্রতিনিয়ত চিলমারী, কাশিমবাজার, মাচাবান্দা সুন্দরগঞ্জ, হরিপুরসহ লক্ষাধিক মানুষ চলাফেরা করেন। এ ছাড়া গোলাম হাবীব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জলাবদ্ধতা পার হয়ে কলেজে যেতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানটির ফান্ড থেকে ইটের গুঁড়া ফেলে রাস্তার একপাশ কিছুটা উঁচু করলেও বৃষ্টিতে তা ধুয়ে গেছে। বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।’
ওই কলেজের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন দশা থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের কলেজে আসতে সমস্যা হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।’
কলেজশিক্ষার্থী শাম্মী, শিল্পী, রেহেনা ও জান্নাতুল ফেরদৌসি বলেন, ‘আমাদের কলেজে আসতে খুব সমস্যা হচ্ছে। রাস্তায় পানি ও কাদা থাকার কারণে পোশাক নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রতিদিন কলেজে আসতে পারি না।’
সবুজপাড়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকার বলেন, ‘বাড়ি থেকে বের হলেই কাদাপানিতে হেঁটে বাজারে যেতে হচ্ছে। এতে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।’
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. তানভির হামিদ বলেন, ‘রাস্তার কাজের টেন্ডার হয়েছে। আমি ঠিকাদারকে চাপ দিচ্ছি দ্রুত কাজ করার জন্য। আশা করি জুনের মধ্যে শেষ হবে।’
এ বিষয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, ‘ড্রেনের কাজ শুরু হয়েছে। কিন্তু কেউ জায়গা দিচ্ছে না। জায়গা দিলে ড্রেনের ব্যবস্থা করা হবে। ড্রেনটি হলে রাস্তায় পানি জমে থাকবে না।’
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় থানাহাট ইউনিয়নের বিভিন্ন রাস্তায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কোথাও হাঁটুপানি, আবার কোথাও কাদা হওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট বাজার। এই বাজার থেকে সবুজপাড়া দুর্গামন্দির এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা তলিয়ে থাকে বৃষ্টির পানিতে।
সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সড়ক থানাহাট বাজার থেকে কাশিমবাজার, বজরা, উলিপুর হয়ে কুড়িগ্রাম শহরে গিয়ে শেষ হয়েছে। সড়কটি দিয়ে প্রতিনিয়ত চিলমারী, কাশিমবাজার, মাচাবান্দা সুন্দরগঞ্জ, হরিপুরসহ লক্ষাধিক মানুষ চলাফেরা করেন। এ ছাড়া গোলাম হাবীব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জলাবদ্ধতা পার হয়ে কলেজে যেতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, ‘প্রতিষ্ঠানটির ফান্ড থেকে ইটের গুঁড়া ফেলে রাস্তার একপাশ কিছুটা উঁচু করলেও বৃষ্টিতে তা ধুয়ে গেছে। বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।’
ওই কলেজের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন দশা থাকলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের কলেজে আসতে সমস্যা হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।’
কলেজশিক্ষার্থী শাম্মী, শিল্পী, রেহেনা ও জান্নাতুল ফেরদৌসি বলেন, ‘আমাদের কলেজে আসতে খুব সমস্যা হচ্ছে। রাস্তায় পানি ও কাদা থাকার কারণে পোশাক নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রতিদিন কলেজে আসতে পারি না।’
সবুজপাড়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকার বলেন, ‘বাড়ি থেকে বের হলেই কাদাপানিতে হেঁটে বাজারে যেতে হচ্ছে। এতে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।’
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. তানভির হামিদ বলেন, ‘রাস্তার কাজের টেন্ডার হয়েছে। আমি ঠিকাদারকে চাপ দিচ্ছি দ্রুত কাজ করার জন্য। আশা করি জুনের মধ্যে শেষ হবে।’
এ বিষয়ে থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, ‘ড্রেনের কাজ শুরু হয়েছে। কিন্তু কেউ জায়গা দিচ্ছে না। জায়গা দিলে ড্রেনের ব্যবস্থা করা হবে। ড্রেনটি হলে রাস্তায় পানি জমে থাকবে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে