সম্পাদকীয়
সেবার নিউইয়র্কে বসেছিল কবিতা সম্মেলন। দিলারা হাশিম, সুরাইয়া খানম আর দিলশাদ রেজা—এই তিন স্বনামে পরিচিত বোন উপস্থিত ছিলেন সেই সম্মেলনে। তাঁদের মধ্যে সুরাইয়া খানম একটু আলাদা। কবি আবুল হাসানের সঙ্গে তাঁর ছিল বোঝাপড়া। ‘নাচের শব্দ’ নামে তাঁর যে কাব্যগ্রন্থটি আছে, সেটা পড়লেই বোঝা যায়, কতটা স্মার্ট ভাষায় ব্যঞ্জনাময় কবিতা তিনি লিখতেন।
নিউইয়র্কে যে এত কবি, তা কারই-বা জানা ছিল। একের পর এক কবি মঞ্চে উঠছেন আর পাঠ করছেন স্বরচিত কবিতা। আগে আলোচনা সভায় আলোচনা করেছেন দিলারা হাশেম, খোন্দকার জাহাঙ্গীর, সুরাইয়া খানম, সাজেদ কামাল, এম এম মহসিন, সলিমুল্লাহ খান, ইকবাল হাসান। শেষে যখন গান হচ্ছে, ভেসে আসছে ‘একবার ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়’…, তখন ইকবাল হাসান উঠে গিয়ে সুরাইয়া খানমের পাশে বসে বললেন, ‘যাবেন?’
সুরাইয়া বললেন, ‘কোথায়?’
‘জ্যোতিদার বাড়িতে। ওখানে আড্ডা হবে রাতভর।’
জ্যোতিপ্রকাশ দত্ত আর পূরবী দত্তের (বসু) বাড়িতে যে অনেক সময়ই এ রকম আড্ডা বসে, সেটা নিউইয়র্কের সবাই জানে।
সুরাইয়া ইদানীং লেখালেখি করছেন কি না, জানার ঔৎসুক্য ছিল সবার।
সুরাইয়া বললেন, ‘কে বলেছে আমি লিখি না? আমি লিখে যাচ্ছি নিয়মিত। কিন্তু প্রকাশ করতে চাই না। লেখাটাই মুখ্য। প্রকাশ করাটা নয়।’
একমত হলেন না জ্যোতিপ্রকাশ দত্ত। বললেন, ‘যদি প্রকাশ না-ই করব, তবে লিখব কেন? আমি আমার শেষ লেখাটিও ছাপা হরফে দেখে যেতে চাই।’
তখনই জানা গেল, এরই মধ্যে অনেক কিছু লিখেছেন সুরাইয়া খানম। ‘অভিমানের বাঁশি’, ‘গোরখাদকের সংলাপ’, ‘কালো মানুষের ক্বাসিদা’, ‘বীজতলার গান’ আর ‘মহিলা’ নামে ছোট্ট একটা উপন্যাস লিখে ফেলেছেন তিনি। প্রকাশ করার কথা ভাবছেন না তখনো। ভালো প্রকাশক পেলে ভাববেন হয়তো।
সে বহুকাল আগের কথা। এরপর সুরাইয়া খানম মারা গেছেন। কিন্তু তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপিগুলো কোথায় আছে, তা কি জানা যাবে কখনো?
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ কাছের মানুষ, পৃষ্ঠা ৬০-৬২
সেবার নিউইয়র্কে বসেছিল কবিতা সম্মেলন। দিলারা হাশিম, সুরাইয়া খানম আর দিলশাদ রেজা—এই তিন স্বনামে পরিচিত বোন উপস্থিত ছিলেন সেই সম্মেলনে। তাঁদের মধ্যে সুরাইয়া খানম একটু আলাদা। কবি আবুল হাসানের সঙ্গে তাঁর ছিল বোঝাপড়া। ‘নাচের শব্দ’ নামে তাঁর যে কাব্যগ্রন্থটি আছে, সেটা পড়লেই বোঝা যায়, কতটা স্মার্ট ভাষায় ব্যঞ্জনাময় কবিতা তিনি লিখতেন।
নিউইয়র্কে যে এত কবি, তা কারই-বা জানা ছিল। একের পর এক কবি মঞ্চে উঠছেন আর পাঠ করছেন স্বরচিত কবিতা। আগে আলোচনা সভায় আলোচনা করেছেন দিলারা হাশেম, খোন্দকার জাহাঙ্গীর, সুরাইয়া খানম, সাজেদ কামাল, এম এম মহসিন, সলিমুল্লাহ খান, ইকবাল হাসান। শেষে যখন গান হচ্ছে, ভেসে আসছে ‘একবার ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়’…, তখন ইকবাল হাসান উঠে গিয়ে সুরাইয়া খানমের পাশে বসে বললেন, ‘যাবেন?’
সুরাইয়া বললেন, ‘কোথায়?’
‘জ্যোতিদার বাড়িতে। ওখানে আড্ডা হবে রাতভর।’
জ্যোতিপ্রকাশ দত্ত আর পূরবী দত্তের (বসু) বাড়িতে যে অনেক সময়ই এ রকম আড্ডা বসে, সেটা নিউইয়র্কের সবাই জানে।
সুরাইয়া ইদানীং লেখালেখি করছেন কি না, জানার ঔৎসুক্য ছিল সবার।
সুরাইয়া বললেন, ‘কে বলেছে আমি লিখি না? আমি লিখে যাচ্ছি নিয়মিত। কিন্তু প্রকাশ করতে চাই না। লেখাটাই মুখ্য। প্রকাশ করাটা নয়।’
একমত হলেন না জ্যোতিপ্রকাশ দত্ত। বললেন, ‘যদি প্রকাশ না-ই করব, তবে লিখব কেন? আমি আমার শেষ লেখাটিও ছাপা হরফে দেখে যেতে চাই।’
তখনই জানা গেল, এরই মধ্যে অনেক কিছু লিখেছেন সুরাইয়া খানম। ‘অভিমানের বাঁশি’, ‘গোরখাদকের সংলাপ’, ‘কালো মানুষের ক্বাসিদা’, ‘বীজতলার গান’ আর ‘মহিলা’ নামে ছোট্ট একটা উপন্যাস লিখে ফেলেছেন তিনি। প্রকাশ করার কথা ভাবছেন না তখনো। ভালো প্রকাশক পেলে ভাববেন হয়তো।
সে বহুকাল আগের কথা। এরপর সুরাইয়া খানম মারা গেছেন। কিন্তু তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপিগুলো কোথায় আছে, তা কি জানা যাবে কখনো?
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ কাছের মানুষ, পৃষ্ঠা ৬০-৬২
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে