যশোর প্রতিনিধি
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও সচিব আলী আর রেজাকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা বোর্ডটির ৩৬ চেক জালিয়াতির মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় তদন্ত কমিটি। যেখানে বোর্ডের চেয়ারম্যান ও সচিবের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
এ দিকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে। আর সচিবের দায়িত্ব পেয়েছেন রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এ দিকে সন্ধ্যায় সচিব হিসেবে অধ্যক্ষ আব্দুল খালেক সরকারের নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সচিবসহ ওই জড়িত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করে।
এরপর থেকেই বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলছিল।
গত ১৪ নভেম্বর এই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান কলেজ পরিদর্শক কে এম রব্বানি ৫৮ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। গত ৭ অক্টোবর প্রথম বোর্ডের জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এর পর একে একে বেরিয়ে আসে বোর্ড থেকে ৩৬টি চেকের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের ঘটনা।
কে এম রব্বানি সে সময় জানান, আত্মসাতের ঘটনায় ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলম জড়িত রয়েছেন। আমরা জালিয়াতির প্রমাণ পেয়েছি। ৩৬টি চেকের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দেওয়া হয়েছে।’
কে এম রব্বানি সে সময়ে বলেন, ‘প্রতিবেদনে আমরা কিছু সুপারিশ করেছি। বিশেষ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে। সুপারিশগুলো গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন জালিয়াতির ঘটনা ঘটবে না।’
এর আগে গত ১৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের নামে মামলা করেন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও সচিব আলী আর রেজাকে অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা বোর্ডটির ৩৬ চেক জালিয়াতির মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় তদন্ত কমিটি। যেখানে বোর্ডের চেয়ারম্যান ও সচিবের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
এ দিকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে। আর সচিবের দায়িত্ব পেয়েছেন রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক সরকার।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীবকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এ দিকে সন্ধ্যায় সচিব হিসেবে অধ্যক্ষ আব্দুল খালেক সরকারের নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সচিবসহ ওই জড়িত একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করে।
এরপর থেকেই বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলছিল।
গত ১৪ নভেম্বর এই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান কলেজ পরিদর্শক কে এম রব্বানি ৫৮ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন। গত ৭ অক্টোবর প্রথম বোর্ডের জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এর পর একে একে বেরিয়ে আসে বোর্ড থেকে ৩৬টি চেকের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাতের ঘটনা।
কে এম রব্বানি সে সময় জানান, আত্মসাতের ঘটনায় ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলম জড়িত রয়েছেন। আমরা জালিয়াতির প্রমাণ পেয়েছি। ৩৬টি চেকের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দেওয়া হয়েছে।’
কে এম রব্বানি সে সময়ে বলেন, ‘প্রতিবেদনে আমরা কিছু সুপারিশ করেছি। বিশেষ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে। সুপারিশগুলো গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন জালিয়াতির ঘটনা ঘটবে না।’
এর আগে গত ১৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের নামে মামলা করেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৪ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪